We're our brains

We're our brains “We are our brains” these words are taken from famous neuroscientist David Eagleman’s book. We live

https://www.banglatribune.com/921837
06/11/2025

https://www.banglatribune.com/921837

প্রশ্ন আমার বয়স ৪৫। আমি বেসরকারি সংস্থায় কাজ করি। চার বছর আগে আমার ডিভোর্স হয়ে যায়। আমাদের কোনও সন্তান ছিল না। ড...

https://www.banglatribune.com/921187
05/11/2025

https://www.banglatribune.com/921187

প্রশ্ন আমার বয়স ২৭। কম্পিউটার সায়েন্সে পড়ালেখা শেষ করে মাত্র একটা জবে জয়েন করেছি। আমার বিয়ের কথা চলছে। আমার বেশি.....

https://www.facebook.com/share/p/17QGvSPURy/?mibextid=wwXIfr
03/11/2025

https://www.facebook.com/share/p/17QGvSPURy/?mibextid=wwXIfr

পছন্দের অন্ধত্ব (Choice Blindness)

পছন্দের অন্ধত্ব হলো আমাদের মস্তিষ্কের এমন একটি মজার ভুল, যেখানে আমরা নিজেরা কী বেছে নিয়েছি আর আমাদের হাতে আসলে কী তুলে দেওয়া হলো, তার পার্থক্য ধরতে পারি না।
সহজ করে বললে:
* আপনি কিছু একটা চাইলেন (পছন্দ A)।
* আপনাকে ভুল করে অন্য কিছু দেওয়া হলো (পছন্দ B, যেটা আপনি চাননি)।
* কিন্তু আপনি টেরই পেলেন না!
* পরে যদি জিজ্ঞাসা করা হয় কেন আপনি B পছন্দ করেছেন, আপনি হয়তো এই কারসাজি ধরতেই পারলেন না বরং আপনি জোর দিয়ে বললেন, "হ্যাঁ, এটাই তো আমি চেয়েছিলাম!" এবং তার সপক্ষে যুক্তিও দেখালেন।

কেন এমন হয়? (মূল ধারণা)
আমাদের মস্তিষ্ক সব সময় একটি ধারাবাহিক গল্প তৈরি করতে চায় যাতে মনে হয় আমরা সবকিছু নিয়ন্ত্রণে রাখছি।
* ১. আমরা অন্ধ: আমরা ভুল করে ভাবি যে আমরা নিজেদের মনের সব সিদ্ধান্ত ও পছন্দের কারণ জানি। কিন্তু আসলে, আমাদের ভেতরের প্রক্রিয়াগুলো আমাদের কাছেও পরিষ্কার নয়।
* ২. যুক্তি সাজানো: যখন ভুল জিনিসটা আমাদের হাতে আসে, মস্তিষ্ক দ্রুত একটা মিথ্যা যুক্তি তৈরি করে নেয়, যাতে মনে হয় ওটাই আমাদের আসল পছন্দ ছিল। অর্থাৎ, কাজটা হওয়ার পরে আমরা সেই অনুযায়ী যুক্তি সাজাই।
* ৩. স্মৃতি বদলে ফেলা: প্রয়োজনে আমাদের স্মৃতিকে এমনভাবে বদলে ফেলা হয়, যাতে সেটা বর্তমানের ভুল পছন্দের সঙ্গে মিলে যায়।

ক্লাসিক পরীক্ষা (২০০৫)
মনোবিজ্ঞানীরা একটা মজার পরীক্ষা করেছিলেন:

১। কাজ: অংশগ্রহণকারীদের দুটি মেয়ের ছবি দেখানো হয়েছিল এবং তাদের মধ্যে যেটিকে বেশি আকর্ষণীয় মনে হয়, সেটি বেছে নিতে বলা হয়েছিল।
২। কারসাজি: জাদুকরের মতো কৌশলে, বিজ্ঞানীরা মাঝে মাঝে তাদের আসল পছন্দের ছবিটির বদলে তারা যা প্রত্যাখ্যান করেছিল, সেই ছবিটি হাতে তুলে দেন।
৩। ফলাফল: ১০০ জনের মধ্যে প্রায় ৭৫ জনই বুঝতে পারেননি যে ছবিটি পাল্টে দেওয়া হয়েছে!
৪। বিভ্রান্তি: যখন তাদের জিজ্ঞেস করা হয়, "আপনি কেন এই ছবিটি বেছে নিলেন?", তারা সেই ভুল (পাল্টানো) ছবিটি দেখেই বিস্তারিত যুক্তি দেন। (যেমন: আসল পছন্দ ছিল শ্যামাঙ্গিনী, কিন্তু পাল্টানো হয়েছিল স্বর্ণকেশীর ছবি। তবুও তারা বলল, "আমি স্বর্ণকেশী পছন্দ করি, তাই এটি বেছে নিয়েছি।")

এটা কেন গুরুত্বপূর্ণ?
এই ঘটনা প্রমাণ করে যে আমরা নিজেদের পছন্দ সম্পর্কে ততটা সচেতন নই যতটা ভাবি।
* বাজার: বিজ্ঞাপনদাতারা বা বিক্রেতারা কৌশলে আমাদের প্রভাবিত করতে পারে, আর আমরা ভাবব যে এটা আমাদের নিজস্ব বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত।
* রাজনীতি: ভোটাররা অজান্তেই তাদের মূল মতামত থেকে সরে যেতে পারে এবং পরে সেই পরিবর্তনের পক্ষেই যুক্তি দেখাতে শুরু করে।
* আইন: এর থেকে বোঝা যায় যে প্রত্যক্ষদর্শীরাও বাইরে থেকে পাওয়া তথ্যের প্রভাবে নিজের ঘটনার স্মৃতিকে ভুলভাবে বদলে দিতে পারে।

সহজ কথায়: পছন্দের অন্ধত্ব আমাদের দেখায় যে আমরা প্রায়ই আমাদের মনের আসল পছন্দের কারণ না জেনেই, শুধুমাত্র একটি ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভুল জিনিসকেও নিজেদের পছন্দ বলে মেনে নিই।

Osoite

Kajaanintie 38 A 5
Oulu
90130

Hälytykset

Tiedä ensimmäisenä ja anna meille oikeus lähettää sinulle sähköpostitse uutisia ja promootioita We're our brains :ltä. Sähköpostiosoitettasi ei käytetä muihin tarkoituksiin, ja voit perua milloin tahansa.

Ota Yhteyttä Vastaanotto

Lähetä viesti We're our brains :lle:

Jaa

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram