31/07/2025
হোমকেয়ার চুক্তি প্রদান সংক্রান্ত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিবৃতির বিপরীতে আপাসেনের প্রতিক্রিয়া
সম্প্রতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃক প্রকাশিত "হোমকেয়ার কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড স্টেটমেন্ট" শীর্ষক একটি বিবৃতি আপাসেনের নজরে এসেছে। উক্ত বিবৃতিতে আপাসেনের নাম উল্লেখ করে একাধিক বিষয় উত্থাপিত হয়েছে, যা সংস্থার পক্ষ থেকে স্পষ্ট ও যথাযথ ব্যাখ্যার দাবি রাখে।
আপাসেনের মতে, কাউন্সিল তাদের বিবৃতিতে যে ব্যাখ্যা উপস্থাপন করেছে, তা বাস্তব পরিস্থিতি বা ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরে না। বিষয়টির প্রেক্ষাপট বুঝতে হলে জানা জরুরি— গত বছর টাওয়ার হ্যামলেটস কাউন্সিল হোমকেয়ার সেবার জন্য যে চুক্তিভিত্তিক বরাদ্দ প্রক্রিয়া (procurement) শুরু করেছিল, তার আইনগত বৈধতা নিয়ে আপাসেন চ্যালেঞ্জ জানায়। এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে কাউন্সিল সেই প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। এরপর থেকে একাধিকবার আপাসেন কাউন্সিলের কাছে প্রাসঙ্গিক তথ্যের অনুরোধ জানিয়েছে, কিন্তু কাউন্সিল ধারাবাহিকভাবে অযৌক্তিক গোপনীয়তা বজায় রেখেছে, যা স্পষ্টভাবে জনস্বার্থের পরিপন্থী।
আপাসেন স্বচ্ছতায় বিশ্বাস করে এবং তাদের পক্ষ থেকে গোপন করার কোনো বিষয় নেই। সংস্থাটি বর্তমানে আইনগত পরামর্শ গ্রহণ করছে, যাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে Procurement Act 2023-এর আওতায় তাদের আইনগত দায়িত্ব ও বাধ্যবাধকতা পালনে বাধ্য করা যায়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিবৃতির প্রভাব নিয়ে আপাসেন গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে সংবেদনশীল সেবা ব্যবহারকারীদের একটি উল্লেখযোগ্য অংশ দীর্ঘদিন ধরে প্রাপ্ত সেবার ধারাবাহিকতা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। একই সঙ্গে, এই বিবৃতির ফলে আপাসেনের নিজস্ব কর্মীদের মনোবল ও কাজের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়েছে, যা নিয়েও প্রতিষ্ঠানটি উদ্বিগ্ন।
আপাসেন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শেষ পর্যন্ত তারা ন্যায়বিচার পাবে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল প্রদত্ত বিবৃতির কয়েকটি সুনির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ দিক নিয়ে আইনি পরামর্শ গ্রহণ করে সংস্থাটি তাদের পরবর্তী পদক্ষেপ ও কৌশল নির্ধারণে এগিয়ে যাচ্ছে।