03/12/2025
মাদকাসক্তি হঠাৎ হয় না —
কিন্তু শরীর ও চেহারা আগেই সতর্ক সংকেত দিতে শুরু করে।
এই ভিডিওতে ডাঃ কৌশিক নন্দী (MD Psychiatry & De-Addiction Specialist) ব্যাখ্যা করছেন —
মাদকাসক্তির দ্বিতীয় গুরুত্বপূর্ণ Warning Sign:
✔️ চেহারা ও সাজগোজে হঠাৎ পরিবর্তন (Appearance & Grooming Change)
👉 পূর্বের মতো নিজের যত্ন না নেওয়া
👉 চুল-দাড়ি অগোছালো রাখা
👉 চোখ লাল, মুখ ও শরীরে ক্লান্ত দেখানো
👉 হঠাৎ ওজন কমে যাওয়া
👉 পোশাকে অযত্ন ও খারাপ হাইজিন
👉 শরীর থেকে অস্বাভাবিক গন্ধ
🧠 কারণ:
নেশা শারীরিক ও মানসিক এনার্জি কমিয়ে দেয় —
ফলে নিজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে ব্যক্তি।
আগে থেকেই পরিবর্তন শনাক্ত করতে পারলে একজনকে সাহায্য করা সম্ভব।
কেউ লড়ছে—নির্বাকভাবে। পাশে থাকুন।
📍 চেম্বার: ৯, মন্ট্রিবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহানির নিকটে, আগরতলা
📞 অ্যাপয়েন্টমেন্ট: +91 76280 36648