Astro-intuition With Acharya Amit Dutta

Astro-intuition With Acharya Amit Dutta Astro-Vastu consultant/Nutrition advisor/Life coach/ health coach

শ্রীবিষ্ণুর নবগুঞ্জর অবতার🙏🌸🌸🙏🐚মহাভারতের ওড়িয়া সংস্করণে শ্রীবিষ্ণুর এক বৈচিত্র্যময় অবতারের উল্লেখ রয়েছে যা নবগুঞ্জর ন...
04/12/2025

শ্রীবিষ্ণুর নবগুঞ্জর অবতার🙏🌸🌸🙏🐚
মহাভারতের ওড়িয়া সংস্করণে শ্রীবিষ্ণুর এক বৈচিত্র্যময় অবতারের উল্লেখ রয়েছে যা নবগুঞ্জর নামে পরিচিত। এই অবতারটি মূলত নয়টি ভিন্নপ্রাণীর শরীরের সমন্বয়ে গঠিত,যাঁর মস্তক মোরগের ন্যায়, বৃষের ন্যায় কুঁজ বিদ্যমান,কেয়ূর (ময়ূর) সাদৃশ্য স্কন্দ, সিংহের ন্যায় কটিদেশ,সর্পের ন্যায় লেজ এবং ব্যাঘ্র,হস্তী,অশ্ব ও মৃগের ( মতভেদে মানুষের )ন্যায় চারটি পদ পরিলক্ষিত। মহাভারতের ওড়িয়া সংস্করণ অনুসারে এই স্বরূপে ভগবান বিষ্ণু পাহাড়ে অর্জুনকে দর্শন দিয়েছিলেন। এই স্বরূপের মাধ্যমে ভগবান বিষ্ণু বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিষয়টি প্রতিস্থাপিত করেন।এই স্বরূপে উল্লিখিত প্রতিটি প্রাণীর এক বিশেষ তাৎপর্য রয়েছে। এই তাৎপর্যসমূহ হল - মোরগ অজ্ঞানতার অন্ধকার দূরীকরণের প্রতীক, বৃষ প্রাচুর্য ও উর্বরতার প্রতীক, ময়ূর জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক, সিংহ সার্বভৌমত্ব ও রাজকীয়তাকে নির্দেশিত করে,হাতি শক্তির প্রতীক, ব্যাঘ্র সাহসিকতার প্রতীক, হরিণ সৌন্দর্যের প্রতীক,( মতভেদে মানবপদ করুণা ও ভালোবাসার প্রতীক) সর্প অন্ততের প্রতীক ও অশ্ব অশুভের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। উড়িষ্যার পটচিত্রের এক উল্লেখযোগ্য শিল্পকর্ম হল এই ভগবান নবগুঞ্জরের চিত্র অঙ্কণ। উড়িষ্যার জগন্নাথ মন্দিরের উত্তরে অর্জুন সহিত ভগবান নবগুঞ্জরের মূর্তি রযেছে এবং মন্দিরের শীর্ষে থাকা নীলপতাকা তেও অর্জুন ও নবগুঞ্জরের মূর্তি অঙ্কিত রয়েছে।
ওঁ নমঃ ভগবতে বাসুদেবায় 🙏🌸🌸🙏🐚
ছবি- সংগৃহীত ও Ai দ্বারা এডিটেড
( অধমের জ্ঞান সীমিত ভুলত্রুটি ক্ষমা করবেন ভালো লাগলে শেয়ার করুন কপি পেস্ট করবেন না)

\\ নৈসর্গিক অশুভ ও পাপগ্ৰহ " রাহু " সম্বন্ধে সংক্ষেপে কিছু গোপন তথ্য__"রাহু __নিষ্ঠুর ,অতিরিক্ত ,হতাশা ,কলহ ,ঝামেলা-ঝঞ্জ...
02/12/2025

\\ নৈসর্গিক অশুভ ও পাপগ্ৰহ " রাহু " সম্বন্ধে সংক্ষেপে কিছু গোপন তথ্য__

"রাহু __নিষ্ঠুর ,অতিরিক্ত ,হতাশা ,কলহ ,ঝামেলা-ঝঞ্জাট , বাধাবিঘ্ন , বিশৃঙ্খলা , হঠাৎ প্রাপ্তি , ভোগ ,লোভ‌ ,ব্যতিক্রমী চিন্তা ভাবনা ...।।

® গ্রহের কারকতা ও ভাবে অবস্থান নিয়ে কম বেশি সকলেই অবগত তাই ভাবলাম গ্ৰহ সম্পর্কে কিছু তথ্য আলোচনা হয়তো আপনাদের কাজে বা সুবিধার্থে আসতে পারে___

*) রাহু হল একটি ছায়া গ্রহ ,এর নিজস্ব কোনো স্থান বা রাশি বা যর নেই। তবে কেউ কেউ মনে করেন যে রাহু ও শনি একসাথে কুম্ভরাশিকে নিয়ন্ত্রণ করে আবার রাহু নাকি কন্যা রাশিতে স্বক্ষেত্র হয় তবে এগুলো কোনটাই সম্পূর্ণ সঠিক নয় মত বিশেষ !!__
সুতরাং রাহু যে রাশিতেই অবস্থান করে সেই রাশির অধিপতি কে অনুসরন করে রাহু তার কাজের ধরণ কে নিশ্চিত করে।।

*) রাহু একটি রহস্যময় গ্রহ যা ব্যক্তির মধ্যে লোভ ,ভয় ও হঠাৎ রাগের সঞ্চার করে। রাহু বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তির অপ্রকাশিত কার্যকলাপ এবং তার মানসিক দৃষ্টিকোণ নিয়ে কাজ করে।।

*) রাহু যে ভাবের সঙ্গে যুক্ত থাকে অথবা যে গ্রহের সঙ্গে যুক্ত থাকে ভাব বা গ্রহকে সবসময় অ্যাক্টিভ করে রাখে , সেই ঘর বা সেই গ্রহকে কেন্দ্র করে সব সময় কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতেই লাগে।।

*) বর্তমানে কলি যুগে রাহু পার্থিব বিষয় নিয়ে যেভাবে কাজ করে ,আর কোনো গ্রহই কখনোই তা করতে পারেনা। অধিকাংশ রাজনীতিবিদ এবং চলচ্চিত্র অভিনেতাদেরই রাহু এবং শনি অত্যন্ত প্রবল প্রভাব থাকে।। রাহু একজন ব্যক্তিকে হঠাৎ করে প্রচুর নাম-যশ ও খ্যাতি এনে দিতে পারে।।

*) যারা গোয়েন্দা বা তদন্তকারী ,গবেষক ,কম্পিউটার বিশেষজ্ঞ ,সাইক্রিয়াটিষ্ট ,রাজনীতিবিদ ,সেল্সম্যান , লাইনে যারা কাজ করে তাদের পক্ষে রাহু শুভ।।

*) শনির মতো রাহুরও বিচ্ছেদের প্রবণতা থাকে ,তাই অনেক সংসার এমনকি ব্যবসার অংশীদারিত্বও ভেঙেযায় যদি রাহু সপ্তম ভাবের সঙ্গে জড়িত থাকে।।

*) সমাজিক সম্পর্কের ক্ষেত্রে রাহু শ্বশুরবাড়ি এবং মাতৃকুল এর সঙ্গে সম্পকর্কে প্রভাবিত করে।।__ তাছাড়া মানব শরীরে চর্মরোগ ,অবাঞ্ছিত গর্ভধারণ এবং স্নায়ুরোগ যেমন তোতলামি ,খাদ্যে বিষক্রিয়া ,বিষাক্ত সর্পাঘাত ,উচ্চতা ও শব্দের থেকে আতঙ্ক এবং মাথায় যন্ত্রনা , আরও অনেক কিছু রাহুর কারণে হয়।।

রাহুর ফল সবসময় আকস্মিক ভাবেই ঘটে এবং কেউই সঠিক ভাবে কোনো নির্দিষ্ট সময় সম্বন্ধে ভবিষ্যদ্বাণী বা আন্দাজ ও করতে পারেনা।।

🌿🙏 ধন্যবাদ 🙏 🌿

রাহু দ্বিতীয় ঘরে থাকলে নিজের মুখের ভাষা সংযত করা জরুরি এবং ফার্স্ট ফুড খবর এড়িয়ে চলুন।এখানে রাহু পরিবারের প্রতি আসক্ত...
30/11/2025

রাহু দ্বিতীয় ঘরে থাকলে নিজের মুখের ভাষা সংযত করা জরুরি এবং ফার্স্ট ফুড খবর এড়িয়ে চলুন।
এখানে রাহু পরিবারের প্রতি আসক্তি দেবে এবং আপনাকে অসন্তুষ্ট করবে। রাহু এখানে আপনাকে টাকার প্রতি অত্যধিক মাত্রায় লালসা দিতে পারে অর্থাৎ আপনি যথাযথ উপার্জন করলেও আপনি সন্তুষ্টি পাবেন না তাতে।

শনি সপ্তমে অথবা লগ্নে শনি যদি দৃষ্টি দেয় সপ্তমেশনি কর্মফলদাতা আবার তিনি অত্যন্ত ক্রুর গ্রহ, দুটোই শনি। দেখবেন যাদের সপ্...
28/11/2025

শনি সপ্তমে অথবা লগ্নে শনি যদি দৃষ্টি দেয় সপ্তমে
শনি কর্মফলদাতা আবার তিনি অত্যন্ত ক্রুর গ্রহ, দুটোই শনি।

দেখবেন যাদের সপ্তমে শনি আছে তাদের বিবাহিত জীবনে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। এই বিবাহিত জীবন সুখের হয় তখনই যখন জীবন সঙ্গী অথবা সঙ্গীনিকে সে মেনে না নিচ্ছে।

এখানে কর্মফলদাতা অশান্তি সৃষ্টি করে কিন্তু সেটিকে মানিয়ে চলতে হবে আর যদি আপনি তাতে অক্ষম হোন তাহলে ডিভোর্স অবধি গড়াতে পারে, দেবগুরু বৃহস্পতি দেবের দৃষ্টি না পড়লে। যদি দেবগুরুর দৃষ্টি কর্মফলদাতার উপর পড়ে তবে তিনি অনেকটা শান্ত হোন।

আপনাকে বুঝতে হবে শনিদেব কি চাইছেন আপনার কাছ থেকে, বিবাহিত জীবনে হোক অথবা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের মতো করে কখনো আমাদের জীবন চলে না যা লেখা হয়ে গেছে তা কখনও বদলায় না। একমাত্র এই সমস্ত কিছু বদলানোর ক্ষমতা কালচক্রের রাজা মহাকালের হাতে।।

জ্যোতিষ শাস্ত্র আপনাকে পথ দেখাবে আপনাকে বোঝাবে কোনটা ভালো এবং কোনটা খারাপ। আপনাকে উপায় বলবে কোনটা করলে আপনি ভালো থাকবেন।

রাশিচক্রের দুই নম্বর নক্ষত্র হলো ভরণী নক্ষত্র।ভরণী নক্ষত্রের অবস্থান মেষ রাশিতে।নক্ষত্রের অধিপতি গ্রহ হল শুক্র। নক্ষত্রে...
27/11/2025

রাশিচক্রের দুই নম্বর নক্ষত্র হলো ভরণী নক্ষত্র।ভরণী নক্ষত্রের অবস্থান মেষ রাশিতে।নক্ষত্রের অধিপতি গ্রহ হল শুক্র। নক্ষত্রের প্রতীক চিহ্ন হলো জরায়ুর মুখ। যোনি হল হস্তি। এই নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক-জাতিকারা নরগণ হয়। এর অধিপতি দেবতা হলেন যমরাজ। ভরণী নক্ষত্র হলো রাহুর জন্ম নক্ষত্র। এই নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকার মধ্যে ঐশ্বর্য,ভোগ,শুচিতা,স্বাধীনতা,নির্মলতা সততা,সাধুতা, পবিত্রতা গুণ লক্ষ্য করা যায়। এরা একইসঙ্গে ভোগ এবং ত্যাগ আবার কঠোরভাবে বিচার করার ক্ষমতা রাখে। যম মানেই যে শুধু মৃত্যুর দেবতা তাই নয় তিনি হলেন অত্যন্ত ধার্মিক কঠোর ন্যায় বিচার রের অধিকারী। যদি কারো জন্ম কুণ্ডলীতে রাহু এবং মঙ্গলের বলবত্তা বেশি আছে বা এই দুটি গ্রহ ভরনি নক্ষত্র এ আছে তাহলে জাতক জাতিকার ভোগের দিকে প্রবণতা বেশি থাকবে। আবার যদি জন্ম কুণ্ডলীতে বৃহস্পতির প্রাধান্য বেশি থাকে বা বৃহস্পতি ভরণী নক্ষত্রে থাকে তাহলে সেখানে দয়া বিচার জ্ঞানের প্রবণতা বেশি থাকবে। যদি জন্ম কুণ্ডলীতে শনি এই নক্ষত্রে থাকে তাহলে জাতক জাতিকার মধ্যে সুচিতা সাধুতা ত্যাগের প্রাধান্য বেশি থাকবে। এই নক্ষত্রে জাতক-জাতিকারা আমোদ প্রমদ প্রিয়, উৎসাহী, কর্মঠ, যেকোনো জিনিস ধরে রাখা বহন করার ক্ষমতার লোভী গোপনীয়তা, স্বার্থত্যাগ, আরাম প্রিয়,বিলাসী,রোগ প্রতিরোধ শক্তি, কর্তব্য পরায়ণ বোধ,যেকোনো উপায়ে কার্যসিদ্ধির চেষ্টা, বুদ্ধিমান, সুখী এবং প্রেমের সম্পর্ক এদের হয়ে থাকে। এরা যখন বলা শুরু করে তখন তারা কারো ধার ধারে না। এদের চোখের সমস্যা হয়, চোখের কোন রোগ হতে পারে, মাথায় ছোটা আঘাত লাগা কপালের কোন সমস্যা ইত্যাদি রোগ এদের হতে দেখা যায়। এদের পেশা হলো বিচারক,শিল্পকলা, ক্রিমিনাল লইয়ার, বিজ্ঞাপন, রেলওয়ে, হোটেল রেস্তোরা,সঙ্গীত, সিনেমা, প্রোমোটার, রুপোর দ্রব্য,পেট্রোলিয়াম দ্রব্য, নাটক, টেলিভিশন,কন্ট্রাক্টর,অভিনয়,ছবি আঁকা ইত্যাদি। এদের উচিত যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালোভাবে ভেবে নেওয়া এবং কারোর কনসালটেন্সি নিলে খুব ভালো হয়। 🙏 ওম নমঃ শিবায় 🙏

\\  অষ্টম ভাবে বিভিন্ন গ্ৰহের অবস্থান__         " অষ্টম ভাব রাশিচক্রের সব থেকে অশুভ ভাব"___"এই ভাব থেকে মৃত্যু ,ফাঁড়া ,...
27/11/2025

\\ অষ্টম ভাবে বিভিন্ন গ্ৰহের অবস্থান__
" অষ্টম ভাব রাশিচক্রের সব থেকে অশুভ ভাব"___
"এই ভাব থেকে মৃত্যু ,ফাঁড়া ,ঝামেলা-ঝঞ্চাট ,আকস্মিক ঘটনা যেমন দুর্ঘটনা ,অপবাদ ,লটারি ,উত্তরাধিকার , গুপ্ত জ্ঞান ,যৌনতা ,চিকিৎসা বা ঔষুধ ,প্রাকৃতিক বা দৈবীক ঘটনা....সাথে সম্পর্কিত।।

" অষ্টম ভাব সাধারণত সবথেকে অশুভ ভাব হ‌ওয়ায় এ‌ই ভাবের সঙ্গে যে সকল ভাব যুক্ত হয় সেই সকল ভাবের শুভ ফলের নাশ করে !! তবে সব কিছুরই দুইটা দিক থাকে ভালো খারাপ বিভিন্ন গ্রহের অবস্থান অনুযায়ী এইভাব থেকে শুভ ফল ও পাওয়া যায়"__

*) রবি - রবি জীবনী শক্তির কারক ফলে এই ভাবে অবস্থান করায় ব্যক্তির জীবনী শক্তির হ্রাস করে , পিতার অনিষ্ট করে , চোখ ও হার্টের সমস্যা , অগ্নি হতে ভয় বা ফাঁড়া থাকে , তবে শ্বশুরবাড়ি থেকে প্রাপ্ত সম্পত্তি বা উত্তরাধিকারের মাধ্যমে লাভ নির্দেশ করে।।

*) চন্দ্র - চন্দ্র মানসিক শান্তি বিঘ্নিত করে , মাতা বা মাতৃ পক্ষ হতে সমস্যা বা কষ্ট , ভ্রমণ কালে ফাঁড়া , তবে আধ্যাত্মিক উন্নতি ও গুপ্তধন প্রাপ্তীর সম্ভাবনা থাকে।।

*) মঙ্গল - সর্বদা রক্তপাতের ভয় থাকে, LATE MARRIAGE বা বৈবাহিক জীবনের সমস্যা , একাধিক SURGERY , ও জমি জায়গা সংক্রান্ত সমস্যা থাকে , অর্থনৈতিক ঋণগ্রস্ত হবার সম্ভাবনা থাকে।।

*) বুধ - জাতকের বুদ্ধিমত্তা নষ্ট করে , অনৈতিক কাজে জড়িত করায় , মস্তিষ্কের রোগ, তবে কারোর মৃত্যু এদের জন্য উপকারী হতে পারে কিংবা জীবন বীমার মাধ্যমে এরা লাভবান হতে পারে।।

*) বৃহস্পতি - জাতককে দীর্ঘায়ু করে , আধ্যাত্মিক উন্নতি করে , উত্তরাধিকার সূত্রে সম্পত্তির প্রাপ্তি , তবে অশুভ হলে পুত্রের ক্ষতি , ক্যান্সার ও ক্ষয় রোগ হতে পারে।।

*) শুক্র - স্ত্রীর দ্বারা অর্থ লাভ ও উন্নতি হয় , বিলাসবহুল জীবন প্রদান করে কিন্তু স্ত্রীর ক্ষতি ও জাতকের স্বাস্থ্যের অবনতি করে।।

*) শনি - দীর্ঘায়ু করে , উত্তরাধিকারের সূত্রে প্রাপ্য সম্পত্তির নাশ করে , কোন রোগে দীর্ঘদিন ধরে ভোগে , পরিশ্রমী ও কর্মক্ষেত্রে উন্নতি করে তবে অর্থের নাশ করে।।

*) রাহু - জাতক সর্বদা কারো না কারোর দ্বারা অত্যাচার সহ্য করে , একাধিক অস্ত্রোপাচার , উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নাশ করে , কোন দুরারোগ্য ও জটিল রোগে আক্রান্ত হতে পারে , লটারি প্রাপ্তি হতে পারে , জাতকের বাড়িতে চুরি ডাকাতি হতে পারে ।।

*) কেতু - গুপ্ত জ্ঞান ,অন্তর্দৃষ্টি এবং মানসিক শক্তি প্রদান করে , কিন্তু মিথ্যে অপবাদ , ভুল চিকিৎসা , প্রতারণা শিকার হতে পারে ।।

ফলগুলো নির্ভর করবে গ্রহের জন্মছকে শুভ-অশুভ অবস্থার উপর ।।

27/11/2025

।। বিদ্যারাজ্ঞী ।।

ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্ ।
কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালাবিভূষি তাম্।।
সদ্যশ্চিন্নশিরঃ খড়গবামাধোর্দ্ধকরাম্বুজাম্ ।
অভয়ং বরদঞ্চৈব দক্ষিণোদ্ধার্ধপাণিকাম্।।
মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্ ।
কন্ঠাবসক্তমুন্ডালী-গলদ্রুধিরচর্চিতাম্ ।
কর্নাবতংসতানীতশবযুগ্মভয়ানকাম্ ।।
ঘোরদ্রংষ্টাং করালস্যাং পীণোন্নতপয়োধরাং

শবনাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীং হসন্মখীম্ ।।
সৃক্কদ্বয়গলদ্রক্ত-ধারাবিস্ফুরিতাননাম্ ।।
ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশ্মানালয়বাসিনীম্ ।
বালার্কমণ্ডলাকারলোচনত্রিয়ান্মিতাম্ ।।
দস্তুরাং দক্ষিণব্যপিমুক্ তালম্বিকচোচ্চয়া ম্ ।
শবরূপমহাদেবহৃদয়োপরি সংস্থিতাম্ ।।
শিবাভির্ঘোররাবাভিশ্চতুর্দিক্ষু সমন্বিতাম্ ।
মহাকালেন চ সমং বিপরীতরতাতুরাম ।।
সুখপ্রসন্নবদনাং স্মেরানন সরোরুহাম্ ।
এবং সঞ্চিন্তেয়ৎ কালীং সর্বকাম-সমৃদ্ধিদাম্ ।।
Caption:- সংগৃহীত.
ভুলত্রুটি মার্জনীয়...🙏

নবগ্রহ উপাসনা --------------------------যারা নবগ্রহের অশুভ শক্তিকে পরাভূত করে শান্তি আনয়ন করতে চান সেই সাধকের জন্য নবগ্...
26/11/2025

নবগ্রহ উপাসনা
--------------------------
যারা নবগ্রহের অশুভ শক্তিকে পরাভূত করে শান্তি আনয়ন করতে চান সেই সাধকের জন্য নবগ্রহ মন্ত্র ও নবগ্রহ গায়ত্রী মন্ত্র জপ করা অপরিহার্য। বিষ্ণুধর্মোত্তরে উল্লেখিত হয়েছে-----
"গোচরে বা বিলগ্নে বা সে গ্রহারিষ্টসূচকাঃ। পূজয়ে তান্‌ প্রযন্তেন পূজিতাঃ স্যুঃ শুভপ্রদাঃ।।"
অর্থাৎ--- গোচরে বা জন্মকুণ্ডলীতে যে গ্রহ অনিষ্টকারক, তার শান্তি করিয়ে প্রসন্নতা লাভ করানো প্রয়োজন। প্রসন্ন হয়ে সেই গ্রহ শুভ ফল প্রদান করেন। নবগ্রহ পূজা ও নবগ্রহের গায়ত্রী মন্ত্র জপের দ্বারা গ্রহগণের শান্তি অতি শীঘ্রই হয়ে থাকে।

সূর্য্য
---------
মন্ত্র - ওঁ হ্রীং হ্রীং সূর্য্যায়। জপ সংখ্যা - ৬০০০ বার।
গায়ত্রী-- ওঁ ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহিঃ তন্নঃ সূর্যঃ প্রচোদয়াৎ।
প্রণাম-- ওঁ জবাকুসুমসংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্। ধ্বান্ত্যারিং সর্বপাপঘ্নং প্রণতোঽস্মি দিবাকরম্॥
ইষ্টদেবতা - মাতঙ্গী।
ধারণরত্ন - চুনী, ধূপ - গুগগুল, বার - রবিবার, প্রশস্ত সময় - সকাল ১২ টা পর্যন্ত।

চন্দ্র
---------
মন্ত্র - ওঁ ঐং ক্লীং সোমায়ঃ। জপ সংখ্যা - ১৫০০০ বার।
গায়ত্রী-- ওঁ ক্ষীরপুত্রায় বিদ্মহে অমৃতত্বায় ধীমহিঃ তন্নঃ চন্দ্রঃ প্রচোদয়াৎ।
প্রণাম-- ওঁ দধিশঙ্খতুষারাভং ক্ষীরোদার্ণবসম্ভবম্। নমামি শশিনং ভক্ত্যা শম্ভোর্মুকুটভূষণম্॥
ইষ্টদেবতা - কমলা।
ধারণরত্ন - মুক্তা, ধূপ - সরলকাষ্ঠ, বার - সোমবার, প্রশস্ত সময় - সন্ধ্যা ৬-৯ পর্যন্ত।

মঙ্গল
----------
মন্ত্র - ওঁ হুং শ্রীং মঙ্গলায়ঃ। জপ সংখ্যা - ৮০০০ বার।
গায়ত্রী-- ওঁ অঙ্গারকায় বিদ্মহে শক্তিহস্তায় ধীমহিঃ তন্নঃ ভৌমঃ প্রচোদয়াৎ।
প্রণাম-- ওঁ ধরণীগর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জসমপ্রভম্। কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম্॥
ইষ্টদেবতা - বগলামুখী।
ধারণরত্ন - প্রবাল, ধূপ - দেবদারু, বার - মঙ্গলবার, প্রশস্ত সময় - সকাল ১২ টা পর্যন্ত।

বুধ
-------
মন্ত্র - ওঁ ঐং শ্রীং শ্রীং বুধায়ঃ। জপ সংখ্যা - ১০০০০ বার।
গায়ত্রী-- ওঁ সৌম্যরূপায় বিদ্মহে বাণেশায় ধীমহিঃ তন্নঃ বুধঃ প্রচোদয়াৎ।
প্রণাম-- ওঁ প্রিয়ঙ্গুকলিকাশ্যামং রূপেণাপ্রতিমং বুধম। সৌম্যং সর্বগুণোপেতং তং বুধং প্রণাম্যহম্॥
ইষ্টদেবতা - ষোড়োশী অথবা ত্রিপুরভৈরবী।
ধারণরত্ন - পান্না, ধূপ - সঘৃত দেবদারু, বার - বুধবার, প্রশস্ত সময় - বেলা ১২টা পর্যন্ত।

বৃহস্পতি
----------------
মন্ত্র - ওঁ হ্রীং ক্লীং হুং বৃহস্পতয়ে। জপ সংখ্যা -১৯০০০ বার।
গায়ত্রী-- ওঁ আঙ্গিরসায় বিদ্মহে দণ্ডায়ুধায় ধীমহিঃ তন্নঃ জীবঃ প্রচোদয়াৎ।
প্রণাম-- ওঁ দেবতানাং ঋষিণাঞ্চ গুরুং কনকসন্নিভম্। বন্দ্যভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম্॥
ইষ্টদেবতা - তারা।
ধারণরত্ন - পোখরাজ, ধূপ - দশাঙ্গ, বার - বৃহস্পতিবার, প্রশস্ত সময় - বেলা ১২ পর্যন্ত।

শুক্র
---------
মন্ত্র - ওঁ হ্রীং শ্রীং শুক্রায়। জপ সংখ্যা - ২১০০০ বার।
গায়ত্রী-- ওঁ ভৃগুসুতায় বিদ্মহে দিব্যদেহায় ধীমহিঃ তন্নঃ শুত্রঃ প্রচোদয়াৎ।
প্রণাম-- ওঁ হিমকুন্দমৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম্। সর্বশাস্ত্রপ্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম্॥
ইষ্টদেবতা - ভুবনেশ্বরী।
ধারণরত্ন - হীরা, ধূপ - গুগুল, বার - শুক্রবার, প্রশস্ত সময় - সন্ধ্যাবেলা।

শনি
---------
মন্ত্র - ওঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়। জপ সংখ্যা - ১০০০০ বার।
গায়ত্রী-- ওঁ সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহিঃ তন্নঃ সৌরিঃ প্রচোদয়াৎ।
প্রণাম-- ওঁ নীলাঞ্জনসমাভাসং রবিপুত্রং যমাগ্রজম্। ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনৈশ্চরম্॥
ইষ্টদেবতা - দক্ষিণকালিকা।
ধারণরত্ন - নীলা, ধূপ - কৃষ্ণাগুরু, বার - শনিবার, প্রশস্ত সময় - সন্ধ্যাবেলা।

রাহু
---------
মন্ত্র - ওঁ ঐং হ্রীং রাহবে। জপ সংখ্যা - ১২০০০ বার।
গায়ত্রী-- ওঁ শিরোরূপায় বিদ্মহে অমৃতেশায় ধীমহিঃ তন্নঃ রাহুঃ প্রচোদয়াৎ।
প্রণাম-- ওঁ অর্দ্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্যবিমর্দকম্। সিংহিকায়াঃ সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম্॥
ইষ্টদেবতা - ছিন্নমস্তা।
ধারণরত্ন - গোমেদ, ধূপ - দারুচিনি, বার - শনি/মঙ্গল বার, প্রশস্ত সময় - সন্ধ্যাবেলা।

কেতু
---------
মন্ত্র - ওঁ হ্রীং ঐং কেতবে। জপ সংখ্যা - ২২০০০ বার।
গায়ত্রী-- ওঁ গদাহস্তায় বিদ্মহে অমৃতেশায় ধীমহিঃ তন্নঃ কেতুঃ প্রচোদয়াৎ।
প্রণাম-- ওঁ পলালধূমসঙ্কাশং তারাগ্রহবির্মদকম্। রৌদ্রং রৌদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহং॥
ইষ্টদেবতা - ধূমাবতী।
ধারণরত্ন - ক্যাটসাই, ধূপ - মধুযুক্ত দারুচিনি, বার - শনি/মঙ্গল বার, প্রশস্ত সময় - সন্ধ্যাবেলা।

নবগ্রহের স্তব
-----------------------
ॐ রক্তপদ্মাসনং দেবং চতুর্বাহুসমন্বিতং
ক্ষত্রিয়ং রক্তবর্ণঞ্চ গোত্রং কাশ্যপসম্ভবম্।
সপ্তাশ্বরথমারূঢং প্রচণ্ডং সর্বসিদ্ধিদং
দ্বিভুজং রক্তপদ্মৈশ্চ সংযুক্তং সর্পমদ্ভুতম্।।
কলিঙ্গদেশজং দেবং মৌলিমাণিক্যভূষণং
ত্রিনেত্রং তেজসা পূর্ণমুদয়াচলসংস্থিতম্।
দ্বাদশাঙ্গুল-বিস্তীর্ণং প্রবরং ঘৃতকৌশিকং
শিবাধিদৈবং পুর্বাস্যং ব্রহ্মপ্রত্যধিদৈবতম্।।
ক্লীং ঐং শ্রীং হ্রীং সূর্য্যায় নমঃ

ॐ শুক্লং শুক্লাম্বরধরং শ্বেতাব্জস্থং চতুর্ভুজং
হারকেয়ূরনূপুরৈর্মণ্ডিতং তমসাপহম্।
সুখদৃশ্যং সুধাযুক্ত-মাত্রেয়ং বৈশ্যজাতিজং
কলঙ্কাঙ্কিতসর্বাঞ্গং কেশপাশাতিসুন্দরম্।।
মুকুটের্মণিমাণিক্যৈঃ শোভনীয়ন্তু লোচনং
যোষিৎপ্রিয়ং মহানন্দং যমুনাজলসম্ভবম্।
উমাধিদৈবতং দেবমাপপ্রত্যধিদৈবতং।।
হ্রীং হ্রীং হুং সোমায় স্বাহা

ॐ মেষাধিরূঢং দ্বিভুজং শক্তিচাপধরং মুদা
রক্তবর্ণং মহাতেজং তেজস্বীনাং সমাকুলম্।
রক্তবস্ত্রপরিধানাং নানালঙ্কারসংযুতং
রক্তাঙ্গং ধরণীপুত্রং রক্তমাল্যানুলেপনম্।।
হস্তে বরাহদশনং পৃষ্ঠে তূণসমন্বিতং
কটাক্ষাদ্ ভীতিজনকং মহামোহপ্রদং মহৎ।
মহাচাপধরং দেবং মহোগ্রমূগ্রবিগ্রহম্
স্কন্ধাদিদৈবং সূর্যাস্যং ক্ষিতিপ্রত্যধিদৈবতম্।।
হ্রীং ॐ ঐং কুজায় স্বাহা

ॐ সুতপ্তস্বর্ণাভতনুং রোমরাজিবিরাজিতং
দ্বিভুজং স্বর্ণদণ্ডেব শরচ্চন্দ্রনিভাননম্।
চরণে রত্নমঞ্জীরং কুমারং শুভলক্ষণং
স্বর্ণযজ্ঞোপবীতঞ্চ পীতবস্ত্রযুগাবৃতম্।।
অত্রিগোত্রসমুত্পন্নং বৈশ্যজাতিং মহাবলং
মাগধং মহিমাপূর্ণং দ্বিনেত্রং দ্বিভুজং শুভম্।।
নারায়ণাধিদৈবঞ্চ বিষ্ণুপ্রত্যধিদৈবতং
চিন্তয়েৎ সোমতনয়ং সর্বাভিষ্টফলপ্রদম্।।
ॐ ক্লীং ॐ বুধায় স্বাহা

ॐ কনকরুচিরগৌরং চারুমূর্তিং প্রসন্নং
দ্বিভুজমপি সরজৌ সন্দধানং সুরেজ্যম্।
বসনযুগদধানং পীতবস্ত্রং সুভদ্রং
সুরবরনরপুজ্যমঙ্গিরোগোত্রযুক্তম্।।
দ্বিজবরকুলজাতং সিন্ধুদেশপ্রসিদ্ধং
ত্রিজগতি গণশ্রেষ্ঠশ্চাধিদৈবং তদীয়ম্।
সকলগিরিনিহন্তা ইন্দ্রঃ প্রত্যধিদৈবং
গ্রহগণগুরুনাথং তং ভজেঽভিষ্টসিদ্ধৌ।।
রং যং হ্রীং ঐং গুরবে নমঃ

ॐ শুক্লাম্বরং-শুক্লরুচিং সুদীপ্তং
তুষারকুন্দেন্দুদ্যুতিং চতুর্ভুজম্।
ইন্দ্রাধিদৈবং শচীপ্রত্যধিদৈবং
বেদার্থবিজ্ঞং চ কবিং কবীনাম্।।
ভৃগুগোত্রযুক্তং দ্বিজজাতিমাত্রং
দিতীন্দ্রপূজ্যং খলু শুদ্ধিশান্তম্।।
সর্বার্থসিদ্ধিপ্রদমেব কাব্যং
ভজেঽপ্যহং ভোজকতোদ্ভবং ভৃগুম্।।
হুং হুং শ্রীং শ্রীং নং রং শুক্রায় স্বাহা

ॐ সৌরিং গৃধ্রগতাতিকৃষ্ণবপুষং কালাগ্নিবৎ সঙ্কুলং
সংযুক্তং ভুজপল্লবৈরুপলজস্তম্ভৈশ্চতুর্ভিঃ সমৈঃ।
ভীমং চোগ্রমহাবলাতিবপুষং বাধাগণৈঃ সংযুতম্
গোত্রং কাশ্যপজং সুরাষ্ট্রবিভবং কালাগ্নিদৈবং শনিম্।।
বস্ত্রৈঃ কৃষ্ণময়ৈর্যুতং তনুবরং তং সূর্যসূনুং ভজে।।
হ্রীং ক্লীং শনৈশ্চরায় নমঃ

ॐ মহিষস্থং কৃষ্ণং বদনময়বিভুং কর্ণনাসাক্ষিমাত্রং
কারালাস্যং ভীমং গদাবিভবযুতং শ্যামবর্ণং মহোগ্রম্।
পৈঠীনং গোত্রযুক্তং রবিশশীদমনং চাধিদৈবং যমোঽপি
সর্পপ্রত্যধিদৈবং মলয়গিরিভবং তং তমসং নমামি।।
বং ঐং বং বং ক্লীং বং তমসে স্বাহা

ॐ মহোগ্রং ধূমাভং করচরণযুতং ছিন্নশীর্ষং সুদীপ্তং
হস্তে বাণং কৃপাণং ত্রিশিখশশিধৃতং বেদহস্তং প্রসন্নম্।
ব্রহ্মা তস্যাধিদৈবং সকলগদযুতং সর্পপ্রত্যধিদৈবং ধ্যায়েৎ
কেতুং বিশালং সকলসুরনরে শান্তিদং পুষ্টিদঞ্চ।।
শ্রীং শ্রীং আং বং রং লং কেতবে স্বাহা

ত্রুটি মার্জনীয় 🙏🙏🙏

Vastu visit Asansol MOHISHILA
11/11/2025

Vastu visit Asansol MOHISHILA

20/10/2025

Address

Asansol

Alerts

Be the first to know and let us send you an email when Astro-intuition With Acharya Amit Dutta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Astro-intuition With Acharya Amit Dutta:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram