Friends of Recover

Friends of Recover Retailing medicine

17/05/2022

#ক্যান্সার_সচেতনতাঃ

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় অনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম জলে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম জল পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সংগৃহীত

Available now!!!
22/06/2021

Available now!!!

21/05/2021

AIIMS black fungus সংক্রান্ত নতুন গাইডলাইন জারি করেছে। এই মুহূর্তে বিরল ছত্রাকজনিত (Mucormycosis) রোগ হিসাবে পরিচিত মিউকরমাইকোসিস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। মূলত, কোভিড আক্রান্ত রোগীদের শরীরেই বাসা বেঁধেছে। AIIMS Covid ward থেকে জানান হয়েছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী যাঁদের শরীরে স্টেরয়েড প্রয়োগের মাত্রা বেশি রয়েছে, সেই সমস্ত রোগীদের black fungus সংক্রমণ ধরা পড়ার ঝুঁকি বেশি থাকে।
মহারাষ্ট্রে, ৯০ জন লোক মিউকরমাইকোসিসে মারা গিয়েছেন, এটি বিরল তবে এই ছত্রাকের সংক্রমণের ফলাফল মারাত্মক। রাজস্থানে, কালো ছত্রাকের সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১০০ জনের বেশি। রাজস্থান সরকার রাজ্যে black fungus-কে মহামারী ঘোষণা করেছে গতকাল (বুধবার)। এর জন্য পৃথক ওয়ার্ডও তৈরি করা হয়েছে।
কাদের আশঙ্কা সবচেয়ে বেশি?
১.AIIMS জানিয়েছে যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডায়াবেটিক কেটোসিডোসিসের জন্য অতিমাত্রায় স্টেরয়েড, টসিলিজুমাব নেওয়া আক্রান্ত রোগীদের সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।
২. যাঁদের শরীরে immunosuppressant or anticancer-র চিকিৎসা চলছে।
৩. দীর্ঘ দিন ধরে steroid ও tocilizumab নেওয়া রোগীদের ঝুঁকি থাকে।
৪. গুরুতর কোভিড রোগী যাঁরা অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তাঁদের ঝুঁকি থাকছে। তবে এক্ষেত্রে ডায়াবেটিসের রোগী হলে তাঁদের সম্ভাবনা আরও বেশি।
কী করবে বুঝবেন black fungus বাসা বেঁধেছে ?
১. অস্বাভাবিক কালো স্রাব বা নাক থেকে রক্ত বের হওয়া।
২. অনুনাসিকে বাধা, মাথাব্যথা বা চোখে ব্যথা, চোখের চারপাশে ফোলাভাব, দৃষ্টিতে সমস্যা, চোখে লালভাব, চোখ বন্ধ করতে অসুবিধা হওয়া, চোখ খোলার অক্ষমতা।
৩. মুখের অসাড়তা
৪. চিবানো বা মুখ খোলার সমস্যা।
এই লক্ষণগুলির পাশাপাশি নিজেই নিজের পরীক্ষা করুন:
মুখের ফোলাভাব রয়েছে কিনা খেয়াল করুন। (বিশেষত নাক, গাল, চোখের চারপাশে)
কালো ছোপ ছোপ বা বর্ণহীনতা, স্পর্শে ব্যথা অনুভব মুখে, ধরে ধরে খেয়াল করুন।
দাঁত আলগা হচ্ছে কিনা দেখুন, কালো অঞ্চল এবং মুখ, তালু, দাঁত বা নাকের ভিতরে টর্চলাইট ব্যবহার করে মৌখিক এবং অনুনাসিক পরীক্ষা করুন। কিছু অন্যরকম বোধ হচ্ছে কিনা সেদিকে নজর দিন।
এই লক্ষণ গুলো ধরা পড়লে কী করবেন?
প্রথমেই বলে রাখা ভালো, প্যানিক করবেন না। এতে ব্রেন এমার্জেন্সি ঘোষণা করে দেয়। তাতে, শরীরে অক্সিজেনের অভাব বুক ধরফর করা থেকে শুরু করে শরীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে।
লক্ষণ গুলি ধরা পড়লে সঙ্গে সঙ্গে ENT ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
রাতারাতি সুগার কোন স্তরে আছে সেটি পরীক্ষা করা। ওষুধ খেয়ে যেতে হবে।
যারা comorbidities, তাঁদের রোজকার যা ওষুধ তা খেয়ে যেতে হবে।
নিজের থেকে কোনও অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাওয়া যাবে না।

20/05/2021

Oxygen concentrator available for rent
Contact903802490

20/05/2021

Oxygen concentrator available for monthly rent... Doctor prescription must
Contact:9038024900

Send a message to learn more

13/02/2021

For All types of Blood Test contact 9038024900

For All types of Blood TestContact 9038024900
13/02/2021

For All types of Blood Test
Contact 9038024900

09/02/2021

After pandamic situation and lock down Dr Subhadip Mukherjee (M.D) again start his chember from 09/09/21
TUESDAY AT 7.00 P.M
-RECOVER

04/06/2020

Nano spray sanitizer...

Address

Sapuipara, East
Bally
711202

Telephone

+919038024900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friends of Recover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram