Dr. Sumon K Biswaas

Dr. Sumon K Biswaas Dr. Sumon K Biswas is a highly educated and experienced practitioner in the field of Homoeopathic medicine. Homoeopathic Medical College in Hyderabad.

Dr. Sumon K Biswaas
PhD Scholar(IISER-Kolkata)
B.H.M.S-National Instiute of Homeopathy;Kolkata
MPH-Epidemiology;TATA,Mumbai
M.D.(Hom)-Govt.Homeopathic Medical College Hyderabad(Gold Medalist)
Ex-Health Officer,Save the Children International
+919163111840 Holding a Bachelor of Homoeopathic Medicine and Surgery (BHMS) degree from the esteemed National Institute of Homoeopathy (NIH) in Kolkata, Dr. Biswas has a robust understanding of the principles and practices of Homoeopathy. His outstanding academic achievements are further augmented by a Master of Public Health (MPH) in Epidemiology from the Tata Institute of Social Sciences in Mumbai, and a Doctor of Medicine (MD) from the JSPS Govt. Dr. Biswas was honored with the AYUSH scholarship awarded by the Government of India through the High Commission of India in Bangladesh. This scholarship allowed him to fulfill his academic aspirations and further develop his expertise in the field. In addition to his academic credentials, Dr. Biswas brings a vast wealth of practical experience to his practice. He served as a District Health Officer for Maternal and Newborn Health with Save the Children International in Bangladesh, giving him a comprehensive understanding of community health needs and the impact of Homoeopathic medicine on public health. With seven years of experience in practicing Homoeopathic medicine, Dr. Biswas is well-equipped to assist patients with a wide range of acute and chronic health conditions, particularly in rural communities. Dr. Biswas's interest in personalized medicine reflects his dedication to providing patient-centered care. He recognizes that each patient is unique and their health needs and goals differ. He strives to create tailored treatment plans that take into account each patient's individual life history. His objective is to ensure that each patient receives the best possible care, tailored to their specific needs. This approach aligns with the principles of Homoeopathic Medicine, which emphasizes individualized treatment and focuses on the whole person, not just their physical symptoms. This allows him to achieve the best possible outcomes for his patients and effectively manage their health conditions. Dr. Sumon K Biswas is making a significant contribution to the advancement of Homoeopathic research and ensuring that this system of medicine continues to play a crucial role in promoting good health and well-being. With his exceptional skills and commitment to the practice of Homoeopathic medicine, he brings a wealth of academic and practical experience to his practice. His dedication to patient-centered care, combined with his expertise in the field, make him an excellent choice for anyone seeking high-quality Homoeopathic care.

হঠাৎ আঙুলে আঘাত লাগলে অনেকেই অজান্তেই গালি দেন—আর আশ্চর্যভাবে ব্যথা একটু কম লাগে । এটা অভদ্রতা নয়— পুরো সায়েন্স।গালি দ...
27/12/2025

হঠাৎ আঙুলে আঘাত লাগলে অনেকেই অজান্তেই গালি দেন—আর আশ্চর্যভাবে ব্যথা একটু কম লাগে । এটা অভদ্রতা নয়— পুরো সায়েন্স।

গালি দিলে ব্যথা কম লাগে কেন? — এটা মস্তিষ্কের ‘ইমার্জেন্সি বোতাম’!
---

🧪 গবেষণার প্রমাণ

একটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের হাত বরফ-জলে ডোবানো হয়।

যারা গালি বলতে পারছিল → তারা গড়ে ৩০–৪০% বেশি সময় হাত রাখতে পেরেছে

যারা গালি বলতে পারেনি → দ্রুত হাত তুলে নিয়েছে

মানে—

> গালি = প্রাকৃতিক পেইনকিলার (অল্প সময়ের জন্য)

---

😲 তাহলে সবসময় কাজ করে না কেন?

কারণ—

যারা খুব বেশি গালি দেয়, তাদের ব্রেন অভ্যস্ত হয়ে যায়

তখন ইমার্জেন্সি রেসপন্স দুর্বল হয়

তাই একই গালি বারবার দিলে কাজ কমে

👉 বিরল ব্যবহার = বেশি কাজ 😄

---

🔍 আসল বিজ্ঞানটা কী?

গালি হলো Emotion-loaded Language—
মানে, এর সাথে আবেগ জড়ানো থাকে।
গালি দিলে মস্তিষ্কের Amygdala (আবেগ কেন্দ্র) হঠাৎ সক্রিয় হয়।

এর ফল কী?

শরীর Fight-or-Flight mode-এ ঢোকে

হৃদস্পন্দন বাড়ে

অ্যাড্রেনালিন ছাড়ে

Endorphin (প্রাকৃতিক ব্যথানাশক) রিলিজ হয়

👉 ব্যথার সিগন্যাল সাময়িকভাবে চাপা পড়ে
👉 তাই ব্যথা কম মনে হয়

---

🧠 মজার ভাষাতাত্ত্বিক তথ্য

মস্তিষ্কে—সাধারণ শব্দ প্রসেস হয় বাম দিকে ,গালি ও আবেগী শব্দ প্রসেস হয় ডান দিকে (আবেগের এলাকা)

🌟Ovulation Test Strip কখন ব্যবহার করবেন?ফার্টিলিটির সঠিক সময় জানতে জরুরি ৩টি ধাপ🔬 Ovulation Test Strip মূলত শরীরের LH S...
12/12/2025

🌟Ovulation Test Strip কখন ব্যবহার করবেন?

ফার্টিলিটির সঠিক সময় জানতে জরুরি ৩টি ধাপ

🔬 Ovulation Test Strip মূলত শরীরের LH Surge শনাক্ত করে—যার ২৪–৩৬ ঘণ্টার মধ্যেই সাধারণত ওভুলেশন হয়। তাই টেস্ট কখন শুরু করবেন, সেটাই গর্ভধারণের সম্ভাবনা নির্ভুলভাবে নির্ধারণ করে।

✅ ১) আপনার মাসিক চক্র জানুন

সাধারণত মাসিখ চক্র ২৬–৩৫ দিনের মাঝেই থাকে।

যদি আপনার চক্র ২৮ দিনের হয় → সম্ভবত ওভুলেশন দিন ১৪

চক্র ৩০ দিন হলে → ওভুলেশন দিন ১৬

মনে রাখবেন পরবর্তী মাসিকের ডেট আসার ১৪ দিন আগে ওভুলেশন হয়

ওভুলেশনের আগে ৫ দিন থেকে টেস্ট শুরু করাই সবচেয়ে সঠিক।

✅ ২) Ovulation Test Strip শুরু করার সঠিক সময়

📌 ২৮ দিনের চক্র হলে: পিরিয়ডের ১০তম দিন থেকে প্রতিদিন টেস্ট
📌 ৩০ দিনের চক্র হলে: পিরিয়ডের ১২তয় দিন থেকে টেস্ট
📌 চক্র অনিয়মিত হলে: মাসের ৭তম দিন থেকে ১৬তম দিন টানা ১০ দিন টেস্ট করুন

🕒 কখন টেস্ট করবেন?

সকালে ঘুম থেকে ওঠার প্রথম প্রস্রাব ব্যবহার করবেন না

দুপুর ১২টা থেকে রাত ৮টার মধ্যে টেস্ট সবচেয়ে নির্ভুল

প্রতিদিন একই সময়ে টেস্ট করুন

টেস্টের ২ ঘণ্টা আগে কম পানি পান করুন (মূত্র বেশি পাতলা হলে লাইন হালকা দেখা যায়)

✅ ৩) কোন ফলটিকে পজিটিভ ধরা হবে?

👉 টেস্ট লাইনের রঙ যদি কন্ট্রোল লাইনের সমান বা তার থেকেও গাঢ় হয়, তাহলেই সেটি "LH Surge" মানা হয়
এটি দেখলে বুঝবেন—
⏳ আগামী ২৪–৩৬ ঘণ্টার মধ্যেই ওভুলেশন হবে!
এই সময়ই গর্ভধারণের সবচেয়ে “ফার্টাইল উইন্ডো”।

⭐ কেন Ovulation Test এত গুরুত্বপূর্ণ?

অনিয়মিত চক্রে ওভুলেশন দিনের নির্ভুলতা দেয়

টাইমিং ঠিক রাখায় গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়

PCOS বা হরমোন ইমব্যালান্সে সঠিক ফার্টাইল দিন বুঝতে সাহায্য করে

টাইম-সেভিং + মেডিক্যালি অ্যাকুরেট

Ovulation Test Strip ব্যবহার করুন সঠিক সময়ে—
ওভুলেশন ধরুন, বাড়ান কনসিভের সম্ভাবনা!
Dr. Sumon K Biswaas

একজন চিকিৎসক তথা সিনিয়র সার্জনকে  এধরণের অভদ্র ভাষায় কথা বলা,  হুমকির সুরে কথা বলা, সাসপেন্ড করা কতটুকু যৌক্তিক? ডিজি সা...
06/12/2025

একজন চিকিৎসক তথা সিনিয়র সার্জনকে এধরণের অভদ্র ভাষায় কথা বলা, হুমকির সুরে কথা বলা, সাসপেন্ড করা কতটুকু যৌক্তিক? ডিজি সাহেবের সম্মান আছে, মর্যাদা আছে, ডাক্তারের কি সম্মান আর মর্যাদা নেই? স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজির এধরণের অশোভন, এবং বিবেক বর্জিত আচরণের তথা ডা. ধনদেব বর্মণকে সাসপেন্ড করার ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। পাশাপাশি, মেরুদণ্ড সোজা রেখে ডিজির আচরণজনিত ঘটনার প্রতিবাদ জানানোর জন্য ডা. ধনদেব বর্মণকে শত সহস্রবার স্যালুট জানাচ্ছি।।

27/11/2025

১। জন্মের সময় আপনার বাচ্চার ওজন কত ছিলো?

২। এখন বয়স এবং ওজন কত?

৩। ছেলে না মেয়ে?

এই প্রশ্ন গুলার উত্তর কমেন্ট বক্সে জানান। আমি রিপ্লে করে জানাবো ওজন ঠিক আছে কি না।

পোস্টটি শেয়ার করবেন যেন বাকীদের ও উপকার হয়। ধন্যবাদ।
Dr. Sumon K Biswaas

🧠 স্বপ্নদোষ (Nocturnal Emission) কী?স্বপ্নদোষ বা Night Fall হলো এমন একটি শারীরিক-মানসিক অবস্থা, যেখানে ঘুমের মধ্যে অজান্...
25/11/2025

🧠 স্বপ্নদোষ (Nocturnal Emission) কী?

স্বপ্নদোষ বা Night Fall হলো এমন একটি শারীরিক-মানসিক অবস্থা, যেখানে ঘুমের মধ্যে অজান্তেই বীর্যপাত ঘটে — সাধারণত যৌন স্বপ্ন, উত্তেজনা বা স্নায়বিক দুর্বলতার কারণে।
এটি কিশোর থেকে তরুণ বয়সে স্বাভাবিকভাবে কিছু সময় পর্যন্ত হতে পারে, কিন্তু বারবার হলে এটি রোগে পরিণত হয় এবং দেহ-মনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে।

⚠️ স্বপ্নদোষের কারণসমূহ

১️⃣ যৌবনের প্রাকৃতিক পরিবর্তন – হরমোনজনিত কারণে
২️⃣ অতিরিক্ত হস্তমৈথুন বা যৌনচিন্তা
৩️⃣ পর্নোগ্রাফি বা যৌন উত্তেজক কল্পনা
৪️⃣ দীর্ঘদিন যৌন সংযম রেখে অতিরিক্ত দমন
৫️⃣ স্নায়বিক দুর্বলতা (Nervous Debility)
৬️⃣ মেরুদণ্ড বা মূত্রনালীর প্রদাহ
৭️⃣ অতিরিক্ত মশলাযুক্ত বা উত্তেজক খাদ্যগ্রহণ
৮️⃣ রাত জাগা, মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা বা হতাশা

⚕️ লক্ষণ বা উপসর্গসমূহ

🔹 ঘুমের মধ্যে বীর্যপাত (১–২ বার নয়, নিয়মিতভাবে হওয়া)
🔹 সকালে দুর্বলতা, মাথা ঘোরা, মনোসংযোগে সমস্যা
🔹 চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্ত ভাব
🔹 পেশী শিথিলতা, মেরুদণ্ডে ব্যথা
🔹 যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা ইরেকশন দুর্বলতা
🔹 মানসিক অস্থিরতা, ভয়, আত্মবিশ্বাসের অভাব

💡 স্বপ্নদোষ ও মানসিক প্রভাব

রোগী নিজের প্রতি লজ্জিত হয়
মনোবল কমে যায়
পড়াশোনা বা কাজে মনোযোগ হারায়

অনেকেই ভুলভাবে মনে করেন এটি অক্ষমতার চিহ্ন — যা পুরোপুরি ভুল ধারণা সময়মতো চিকিৎসা নিলে ১০০% সুস্থ হওয়া সম্ভব 🌱

🌿 হোমিওপ্যাথিক চিকিৎসা

স্বপ্নদোষের চিকিৎসায় হোমিওপ্যাথি সবচেয়ে নিরাপদ ও ফলপ্রসূ। নিচে গুরুত্বপূর্ণ কিছু ঔষধ ও তাদের ব্যবহারিক নির্দেশনা দেওয়া হলো 👇

⚗️ 1. Selenium 30 / 200

ঘন ঘন স্বপ্নদোষ
ঘুম থেকে উঠেই প্রবল দুর্বলতা
যৌন চিন্তা দমন করতে পারে না
যৌন অঙ্গ ঢিলে হয়ে যায়, বীর্যপাতের পর অতিরিক্ত ক্লান্তি

⚗️ 2. Staphysagria 30 / 200

অতিরিক্ত হস্তমৈথুনের ইতিহাস
মানসিক দমন, অপমান, রাগ চেপে রাখা
যৌন আকাঙ্ক্ষা বাড়লেও ইরেকশন দুর্বল
বীর্যপাতের সময় ব্যথা বা জ্বালা অনুভব

⚗️ 3. Acid Phosphoricum Q / 30

দীর্ঘদিন মানসিক চাপ বা যৌন অপব্যবহারের ফলে দুর্বলতা
মেরুদণ্ডে ব্যথা, মস্তিষ্ক দুর্বলতা
ঘন ঘন স্বপ্নদোষের সাথে মনোসংযোগের অভাব
মনোভাব বিষণ্ণ ও উদাসীন

⚗️ 4. Caladium Seguinum 30 / 200

যৌন অঙ্গের উদ্দীপনা আছে কিন্তু ইরেকশন নেই
যৌন স্বপ্ন দেখলে বীর্যপাত হয়
হস্তমৈথুন বা যৌন চিন্তা নিয়ন্ত্রণে রাখতে পারে না

⚗️ 5. Nux Vomica 30 / 200

মানসিক চাপ, রাত জাগা, অতিরিক্ত মশলাযুক্ত খাবারে সমস্যা বাড়ে
অতিরিক্ত হস্তমৈথুন বা উত্তেজক খাবার থেকে সৃষ্ট স্বপ্নদোষ

⚗️ 6. China Officinalis 30 / 200

অতিরিক্ত বীর্যক্ষয়ের পর শারীরিক দুর্বলতা
মুখ ফ্যাকাশে, চোখ ঢলে পড়া
শরীরে রক্তাল্পতা, দ্রুত ক্লান্তি

⚗️ 7. Digitalis Purpurea 30

স্বপ্নদোষের সাথে হৃদকম্পন
ভয় বা অপরাধবোধ থেকে যৌন সমস্যা

⚗️ 8. Agnus Castus 30

যৌন ক্ষমতা হ্রাস, দুর্বল ইরেকশন
ঘন ঘন স্বপ্নদোষ
যৌন অঙ্গ নরম ও শিথিল মনে হয়

⚗️ 9. Conium Maculatum 30
দীর্ঘদিন যৌন দমন বা অবিবাহিত জীবনের কারণে স্বপ্নদোষ
প্রস্টেট গ্রন্থির দুর্বলতা, ধাতুদৌর্বল্য

⚗️ 10. Lycopodium Clavatum 30 / 200

যৌন ইচ্ছা আছে, কিন্তু কর্মক্ষমতা কম
আগেভাগে বীর্যপাত
আত্মবিশ্বাসের অভাব, ভয়, লজ্জা

🧴 সহায়ক ঔষধ

Sabal Serrulata Q – পুরুষের প্রজনন অঙ্গের শক্তিবর্ধক

Damiana Q – প্রাকৃতিক টনিক, মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি করে

Kali Phos 6X – স্নায়বিক দুর্বলতা কমায়

🍎 খাদ্য ও জীবনধারা নির্দেশনা

✅ উত্তেজক খাবার (ঝাল-মশলা, কফি, মদ, ধূমপান) পরিহার করো
✅ পর্নোগ্রাফি, যৌন চিন্তা ও হস্তমৈথুন থেকে বিরত থাকো
✅ রাতে হালকা খাবার খাও
✅ ঘুমানোর আগে প্রার্থনা/ধ্যান/শরীরচর্চা করো
✅ ঠান্ডা পানিতে স্নান করো ও শরীর পরিষ্কার রাখো

সারসংক্ষেপ

স্বপ্নদোষ শুরুতে স্বাভাবিক হলেও,
বারবার ঘটলে এটি স্নায়বিক দুর্বলতা ও মানসিক অস্থিরতার ইঙ্গিত দেয়।
হোমিওপ্যাথি এর মূল কারণ অনুযায়ী দেহ–মন উভয়কে সুস্থ করে এবং স্থায়ীভাবে আরোগ্য লাভ সম্ভব 🌿

নিরাপদ, কার্যকরী ও সাইড–ইফেক্ট মুক্ত চিকিৎসা।
এখনই ইনবক্স করুন আপনার সমস্যার সমাধানের জন্য।

সম্পূর্ণ জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ আপনার ঠিকানায় ২–৩ দিনের মধ্যে পার্সেল করা হবে!

✔ পরামর্শ ফি: ৫০০ টাকা

Dr. Sumon K Biswass
BHMS (National Institute of Homeopathy , Kolkata)
M.D(Hom) (Govt. Homoeopathic Medical College, Hyderabad)
MPH (Epidemiology)( Tata Institute Mumbai)
PhD Fellow (IISER-Kolkata)
whatsapp : +8801717006259
+919163111840

✨ পুরুষদের অণ্ডকোষের ব্যথা, ফোলা ও ইনফেকশন? হোমিওপ্যাথিতে নিরাপদ ও কার্যকর সমাধান! ⚕️🌿পুরুষদের অণ্ডকোষ খুব সংবেদনশীল — ত...
18/11/2025

✨ পুরুষদের অণ্ডকোষের ব্যথা, ফোলা ও ইনফেকশন? হোমিওপ্যাথিতে নিরাপদ ও কার্যকর সমাধান! ⚕️🌿

পুরুষদের অণ্ডকোষ খুব সংবেদনশীল — তাই সামান্য প্রদাহ, ফোলা, ব্যথা, জল জমা বা ইনফেকশনও বড় সমস্যায় পরিণত হতে পারে।
👉 অনেকেই লজ্জায় ডাক্তার দেখাতে দেরি করেন, ফলে সমস্যা আরও বেড়ে যায়।

নীচে দেওয়া হলো অণ্ডকোষ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা:


🔹 সাধারণ ফোলা ও প্রদাহ

1️⃣ জল জমে ফোলা –
2️⃣ গরম ও বেদনাযুক্ত ফোলা –
3️⃣ অণ্ডকোষের চামড়া মোটা –
4️⃣ স্ফোটক/ফোঁড়া –
5️⃣ একশিরা রোগের ব্যথা –

🔹 সংক্রমণ, আঘাত ও ঠাণ্ডার সমস্যা

6️⃣ প্রমেহ-জনিত ব্যথা –
7️⃣ আঘাতের ব্যথা –
8️⃣ ঠাণ্ডাজনিত ব্যথা –
9️⃣ স্পর্শে ব্যথা –
🔟 ফোলা ও ব্যথা –

🔹 প্রদাহ ও হাইড্রোসিল

11️⃣ তরুণদের প্রদাহ –
12️⃣ হাইড্রোসিল –
13️⃣ স্ক্রোটাল হার্নিয়া –
14️⃣ স্রাব বন্ধ হওয়ার পর প্রদাহ –
15️⃣ অণ্ডকোষ-মলদ্বারের জ্বালা –
16️⃣ টানধরা ব্যথা –

🔹 ক্রনিক উপসর্গ

17️⃣ প্রমেহ/উপদংশ-জনিত একশিরা –
18️⃣ শক্তভাব ও ফোলা –
19️⃣ আঘাতজনিত শক্তভাব –
20️⃣ গরমে ফোলাভাব –
21️⃣ ডানদিকের ফোলা –
22️⃣ বাঁদিকের ফোলা –
23️⃣ পুরোনো ব্যথা –
24️⃣ দীর্ঘস্থায়ী প্রদাহ –



🩵 বাড়িতে নিজে কী করতে পারেন?

✔️ ঢিলা অন্তর্বাস ব্যবহার করুন
✔️ দিনে ১–২ বার গরম পানির Sitz Bath
✔️ ঠাণ্ডা-গরমে হঠাৎ পরিবর্তন এড়ান
✔️ ভারী কাজ/দীর্ঘ দাঁড়িয়ে থাকা কমান
✔️ প্রয়োজন হলে USG করুন



🩺 হোমিওপ্যাথিতে নিরাপদ ও গোপনীয় চিকিৎসা

অণ্ডকোষের সমস্যা কখনোই অবহেলা করবেন না। হোমিওপ্যাথি শরীরের ভেতরের ভারসাম্য ঠিক করে স্বাভাবিকভাবে নিরাময় ঘটায় — তবে সঠিক ওষুধ নির্বাচন নিয়মিত ফলোআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📩 ইনবক্সে মেসেজ করুন অথবা হোয়াটস্যাপ এ যোগাযোগ করুন গোপন পরামর্শ ও চিকিৎসার জন্য।
🤝 ১০০% প্রাইভেসি বজায় রাখা হয়।

‼️আজকের বাচ্চাদের কেন আগের প্রজন্মের মতো শক্ত ইমিউন সিস্টেম নেই, ভেবে দেখেছেন কখনও 🤔👉 কারণটা লুকিয়ে আছে “Hygiene Hypothe...
12/11/2025

‼️আজকের বাচ্চাদের কেন আগের প্রজন্মের মতো শক্ত ইমিউন সিস্টেম নেই, ভেবে দেখেছেন কখনও 🤔

👉 কারণটা লুকিয়ে আছে “Hygiene Hypothesis”-এ।
এlটা এক ধরনের বৈজ্ঞানিক ধারণা, যেখানে বলা হয়—অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, জীবাণুর খুব কম সংস্পর্শ এবং খুব বেশি স্যানিটাইজেশন—এগুলো শিশুদের রোগ-প্রতিরোধ ক্ষমতার (immune system) স্বাভাবিক গঠনকে বাধা দিতে পারে। ফলাফল—শিশুরা তুলনামূলক বেশি এলার্জি, অ্যাজমা, সর্দি-কাশি বা সংক্রমণে ভুগতে পারে।

এটা কেন হতে পারে?

1. ইমিউন সিস্টেম প্রশিক্ষণ চায়
শিশুর জন্মের পর তার ইমিউন সিস্টেম অপরিণত থাকে। ব্যাকটেরিয়া, ভাইরাস, ধুলা-মাটি, বিভিন্ন পরিবেশগত উপাদান—এগুলো ইমিউন সিস্টেমকে শেখায় কোনটা “বিপদ”, কোনটা “নিরাপদ”। যখন সবই খুব বেশি পরিষ্কার থাকে, এই শেখার প্রক্রিয়া দুর্বল হয়।

2. অতিরিক্ত অ্যান্টিব্যাকটেরিয়াল/স্যানিটাইজার ব্যবহার
ঘরের প্রতিটা জিনিস জীবাণুমুক্ত করার প্রবণতা শিশুকে ভালো জীবাণুগুলোর (beneficial microbes) সংস্পর্শ থেকেও বঞ্চিত করে, যেগুলো আসলে ইমিউন সিস্টেমকে ব্যালেন্স রাখে।

3. আধুনিক ঘরবন্দী জীবনযাপন
বাচ্চারা এখন তুলনামূলক কম খোলা মাঠে খেলে, কম মাটিতে গড়াগড়ি খায়, প্রকৃতির কম সংস্পর্শে থাকে, ফলে মাইক্রোবিয়াল ডাইভারসিটি কম তৈরি হয়।

4. অল্প ভাইরাল/ব্যাকটেরিয়াল exposure = বেশি এলার্জি
গবেষণায় দেখা যায়—গ্রামে বড় হওয়া বা পোষা প্রাণীর সঙ্গে থাকা শিশুরা অনেক রোগে কম ভোগে, কারণ তাদের ইমিউন সিস্টেম “এক্টিভ লার্নিং” করে।
অন্যদিকে এখনকার মায়েরা বাচ্চাকে মাউথিং বা হাত চোষা এগুলোতেও বাধা দেন হাত সব সময় পরিষ্কার করে রাখেন

🔴লেখাটা পড়ে অনেকে আবার ভাববেন -তাহলে কি সবকিছু নোংরা রাখতে হবে?

না—এটা ভুল ধারণা। "অতিরিক্ত পরিষ্কার" ক্ষতিকর, কিন্তু "কোন পরিষ্কার না"—এটাও বিপজ্জনক।

✅ নর্মাল পরিমাণে পরিষ্কার
✅ হাত ধোয়া
✅ খাওয়ার আগে-পরের স্বাস্থ্যবিধি
✅ টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া
✅ ভিড়ে সংক্রমণের মৌসুমে সতর্কতা

❌ কিন্তু ঘর-খাওয়া-পানীয়-খেলনা সব সময় স্যানিটাইজে ভরিয়ে ফেলা ঠিক নয়।
এখনকার বাচ্চারা কেন বেশি ভোগে—কিছু বাস্তব কারণও আছে-
1. জনসমাগম বেশি → ভাইরাস দ্রুত ছড়ায়
2. নতুন ভাইরাসের প্রকারভেদ
3. স্কুল/ডে-কেয়ারে সংক্রমণ উচ্চ
4. পরিবেশ দূষণ → শ্বাসযন্ত্র দুর্বল
5. খাদ্যাভ্যাস পরিবর্তন → জাঙ্ক/কমফর্ট ফুড বেশি
6. ঘরে সবসময় AC/বন্ধ পরিবেশ

“শিশুর ইমিউন সিস্টেমকে শেখানোর জন্য কিছু জীবাণু দরকার। সব জীবাণুকে বাদ দিলে সমস্যা বাড়ে। তাই ব্যালান্সই সঠিক।”

………………………………………………………………………..
Dr. Sumon K Biswaas
PhD Fellow (IISER-Kolkata)
BHMS; National Institute of Homeopathy, (Kolkata)
M.D ; University Topper(Govt. Homeopathic Medical College Hyderabad)
MPH (Epidemiology) ; Tata Institute Mumbai.
Ex-House Physician Saltlake Homeopathy Hospital Kolkata.
ICCR-AYUSH Scholar; Govt. of India.

India: HP Homeopathy International
Maa Sarada Road, Pioneer Park, Barasat, (Railway station platform-5)
Mobile: 9163111840(WhatsApp)
WhatsApp: ⁨01717-006259⁩

📞📱: ⁨01717-006259⁩ (Bangladesh)
+919163111840( India)

We are using Taraxacum officinale (dandelion) in Homeopathy for 200 years as anti-bacterial, anti-oxidant, anti-cancer, ...
12/11/2025

We are using Taraxacum officinale (dandelion) in Homeopathy for 200 years as anti-bacterial, anti-oxidant, anti-cancer, and anti-rheumatic activities.

🌟 ব্রণ, দাগ, রুক্ষতা বা অয়েলি স্কিন? আপনার ত্বককে এবার বদলে দিন—নিরাপদ ও প্রমাণিত হোমিওপ্যাথিক স্কিন–কেয়ার দিয়ে! 🌟🔥✨এবার...
11/11/2025

🌟 ব্রণ, দাগ, রুক্ষতা বা অয়েলি স্কিন? আপনার ত্বককে এবার বদলে দিন—নিরাপদ ও প্রমাণিত হোমিওপ্যাথিক স্কিন–কেয়ার দিয়ে! 🌟🔥

✨এবার আপনার ত্বকের যত্ন নিন একজন অভিজ্ঞ, আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে!
✅ মাত্র ৫০০ টাকা কনসালটেশন ফি
✅ অনলাইন/অফলাইন দু’ভাবেই কনসালটেশন
✅ মেডিসিন সরবরাহ

আপনি যে ছবিটি দেখছেন, সেটাই হলো Suggested Daily Skin-Care Plan — যা ইতিমধ্যেই অসংখ্য রোগীর দাগ, ব্রণ, রাফনেস ও ত্বকের সমস্যায় অসাধারণ উপকার দিয়েছে!

✅ সম্পূর্ণ ন্যাচারাল
✅ ভেতর থেকে ত্বক হিল করে
✅ সম্পূর্ণ ন্যাচারাল ও সাইড–এফেক্ট ফ্রি
✅ মাত্র কয়েক সপ্তাহেই চোখে পড়ার মতো পরিবর্তন

✨ Lifestyle & Skin Tips (ছবিতে):
✔ দিনে ২–৩ বার মাইল্ড pH-balanced cleanser
✔ ভাজাপোড়া, চকোলেট, অতিরিক্ত দুগ্ধজাত খাবার এড়িয়ে চলা
✔ প্রচুর পানি ও ফাইবার–সমৃদ্ধ খাবার
✔ অ্যালোভেরা জেল বা রোজ ওয়াটার ব্যবহার করা

💎 চিকিৎসা দিচ্ছেন:
………………………………………………………………………..
Dr. Sumon K Biswas
PhD Fellow (IISER-Kolkata)
BHMS – National Institute of Homeopathy (Kolkata)
M.D – University Topper, Govt. Homeopathic Medical College (Hyderabad)
MPH (Epidemiology) – Tata Institute of Social Sciences (Mumbai)
Ex-House Physician – Saltlake Homeopathy Hospital Kolkata
ICCR–AYUSH Scholar – Govt. of India

📍 India – HP Homeopathy International
Maa Sarada Road, Pioneer Park, Barasat
(Railway Station Platform–5 এর পাশে)
📞 +91 9163111840 (WhatsApp Available)

📍 Bangladesh Consultation
📞 01717-006259 (Call & WhatsApp)

💥✨ আপনার স্কিন–টাইপ অনুযায়ী সম্পূর্ণ কাস্টমাইজড স্কিন–কেয়ার প্ল্যান ও মেডিসিন পেতে এখনই ইনবক্স করুন!
🌸 সুন্দর, উজ্জ্বল ত্বক এখন আপনার হাতের নাগালেই—শুরু করুন আজই! 🌸

05/11/2025

@@রাতে পা কামড়াই যে 6 টি কারণে!

28/10/2025

Time modality” বা “সময়ভিত্তিক লক্ষণ” অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা হয় যখন রোগীর উপসর্গ নির্দিষ্ট সময়ে বাড়ে বা কমে। নিচে কিছু সাধারণ সময়ভিত্তিক (time modality) লক্ষণ ও সংশ্লিষ্ট হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হলো 👇

7 am - Eupartorium per, Podophyllum

9 am - Chamomilla

10 am - Natrum mur

11 am - Sulphur

12 pm - Arsenic

12 pm to 1 pm - Arsenic

1 pm - Arsenic, Ferrum met

2 pm - Calcarea, Lachesis, Pulsatilla

3 pm - Apis, Bell, Thuja

4 pm - Apis, Anacardium, Lycopodium

4 to 8 pm - Helleborus, Lyco

4 to 9 pm - Colocynth, Mag phos

6 pm - Nux vom

9 pm - Bry

11 pm - Cactus, Tuberculinum

12 am to 1 am - Arsenic

2 am - Kali carb

2 am to 4 am - Kali carb

3 am to 3 pm - Thuja

4 am - Ferrum met

5 am - Nat sulph, Sulphur



Dr. Sumon K Biswaas

27/10/2025

কোন অসুখের জন্য কিসের ডাল খাবেন?

Address

Barasat

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+8801717006259

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sumon K Biswaas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sumon K Biswaas:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram