27/10/2025
#হোমিওপ্যাথিতে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসার গুরুত্ব অনেক বেশি দিতে বলা হয়েছে। কারণ সকল রোগের মূল উৎস হলো মন।
সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মানসিক শান্তি।
মানসিক শান্তি নির্ভর করে অনেক বিষয়ের উপর।
এর মধ্যে প্রথম মানসিকতা।
আমার মানসিকতা কেমন, আমার বিবেক কেমন, আমার বোধশক্তি কেমন ..... এসব আমাদের মানসিকতাকে নিয়ন্ত্রণ করে।
যেমন একটি উদাহরণ দিই, আমার যা আছে , তাতে আমার স্বচ্ছন্দে দিন কেটে যায়। কিন্তু আমি আরো বেশি চাই অল্প সময়ে। এবং এটা আমার লক্ষ্য হয়ে দাঁড়ায়। আমি অধৈর্য হয়ে পড়ি। এবং বিভিন্ন পন্থা খুঁজি যেখানে খুবই অল্প সময়ে অনেক সম্পদ অর্জন করা যায়। আস্তে আস্তে জড়িয়ে পড়ি বিভিন্ন অসামাজিক কাজে। এবং এসবের মাধ্যমে আমার সম্পদ ফুলে ফেঁপে উঠতে থাকে। ধীরে ধীরে আমার মানসিকতা পরিবর্তন হয়, সাধারণ মানুষ থেকে আমি হয়ে উঠি একজন লোভী মানুষ। এর কারণে আমি মানুষের ক্ষতি করতেও পিছপা হইনা। এবং আগে আমার যে শান্তি ছিল, অল্প যে সন্তুষ্ট থাকতে পারতাম, আমার হারিয়ে যায় সেসব বোধ।
এভাবেই আস্তে আস্তে পাল্টে যাই আমি, হয়ে পড়ি মানসিক বিকারগ্রস্ত।
তাই নিজের স্বাভাবিক মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রধান কর্তব্য যেটুকু আছে আমার সেটুকু নিয়েই বেঁচে থাকা এবং ধৈর্য ধরে সেই সম্পদ টুকুকে ব্যবহার করে নিজের জীবনকে আরো স্বচ্ছন্দ করে তোলা।