25/07/2025
ক্রনিক ব্রংকাইটিস রোগে হোমিওপ্যাথি চিকিত্সা
ক্রনিক ব্রংকাইটিস রোগে একটি দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরী হয় ব্রংকাই তে।
এখন প্রশ্ন হচ্ছে যে ব্রংকাই কাকে বলে?
ব্রংকাই দেখতে বড়ো নলের মতো। কেনো একটি বড়ো নল যেমন জল ধরে রাখতে পারে, ঠিক তেমনি ব্রংকাই আমরা যখন শ্বাস নিই সেই বাতাস বা air বহন করে শ্বাসনালী বা trachea থেকে ফুসফুসে নিয়ে যায়।
আমাদের ফুসফুসে ছোটো ছোটো মিউকাস গ্রন্থি থাকে, যা উপরের দিকে র শ্বাসপথ কে আর্দ্র রাখে মিউকাস ক্ষরণের মাধ্যমে। Respiratory মিউকাস তৈরী হয় গবলেট নামক কোষ দিয়ে। যদি কোনো কারণে মিউকাস গ্রন্থি তে irritation হয় যার প্রধান কারন হল smoking , যারা ধুলোধোঁয়া র মধ্যে বেশি থাকেন, যারা কয়লা খনি তে কাজ করেন, এসব ক্ষেত্রে মিউকাস গ্রন্থি বড়ো হয়ে যায় বা hypertrophy হয়ে যায়, ফলে মিউকাস ক্ষরণ বেড়ে যায় , গবলেট কোষে র proliferation হয়, এটাই মূলত কাশি , কাশি র সাথে সর্দি ওঠা র কারন।
রোগ লক্ষন গুলি হল
কাশি , কাশি র সাথে সর্দি উঠবে (productive cough)
কাশি র একটা বিশেষত্ব আছে
এক বছরের মধ্যে পর পর তিন মাস কাশি।পরবর্তীতে শ্বাসকষ্ট হতে পারে।
এর হোমিওপ্যাথি ওষুধ গুলি হল
1. Sticta 30. 2. Justicia 30 . 3. Ipecac 30.
4. Cuprum met 6
Spongia 6, Belladonna 30 .
ধন্যবাদ। ভালো থাকবেন।
সৌজন্যে - Dr. Mayuri's Homoeo concern.
Dr. Mayuri Bhattacharjee .
B.H.M.S.( WBUHS)