29/08/2024
শরীর হলো মন্দির।
ঈশ্বররের অপার আশীর্বাদ, এক দ্যুতিময় সৃষ্টি।
যোগচর্চাই মন্দিরের অন্যতম প্রধান সেবা।🧘🏻♀️🧘🏻♂️
এই মন্দিরকে অবহেলা করাটা পাপ। যার ফল কি মারাত্মক! কঠিন রোগ ব্যাধি! কি কষ্টের! কি যন্ত্রণার! ----তা আমারা প্রায় সবাই জানি।
🎙️সুসংবাদ! সুসংবাদ!
শুরু হতে চলেছে ---
💝 6 দিনের জন্য Puja Special Online Yoga Program.🎀
মাত্র ₹399/- টাকার বিনিময়ে।
একেবারে নামমাত্র টাকায় করা হচ্ছে, মূলত Happy Health yoga Studio এর প্রচারের উদ্দেশে, যাতে সকল স্তরের মানুষ এর সাথে পরিচিত হতে পারে।😊
যারা কখনো যোগা করেননি, তারাও 6 দিনের কর্মশালাতে অংশগ্রহন করতে পারেন।
🎤 এই কর্মশালায় কেন অংশ গ্রহন করবেন?
🍁.1.সুগার, কোলেস্টেরল, ব্লাড -প্রেসার, থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখে।
উইরিক আসিড দূর হয়।
🍁 2. অতিরিক্ত ওজনকে কমায় এবং কম ওজন কে বাড়ানো যায়।
🍁 3. শরীর ও মনের দিক থেকে অনেক সবল, সুগঠিত অনুভব করবেন।
নিজেকে সুন্দর, ঝরঝরে , আত্মবিশ্বাসী গড়ে তুলতে পারবেন।
🍁 4.দুশ্চিন্তা, টেনশন, উদ্বেগ, হতাশা, কষ্ট, যন্ত্রণা প্রভৃতি থেকে মনকে শান্ত করে। এক অনাবিল আনন্দ ও প্রশান্তির বাতাবরণে প্রবেশ করবেন।
🍁 পেশীর ব্যাথা ও নার্ভের সমস্যা নিরাময় হয়। গ্যাস, অম্বল প্রশমিত হয়। হজমশক্তি বাড়ে। অনিদ্রা দূর হয়।
🍁 5. দেহে রক্ত-সঞ্চালন বৃদ্ধি পায়। হরমোনের সমতা বজায় থাকে। ত্বক, চুলের সমস্যাও দূর হয়।
🍁6. আমাদের পঞ্চ-ইন্দ্রিয়সহ আভ্যন্তরীণ সকল অঙ্গ-প্রত্যঙ্গ(ফুসফুস,হৃৎপিণ্ড,কিডনী,যকৃৎ,অগ্ন্যাশয়,গলব্লাডার,পাকস্থলী,.) - এর কার্যক্ষমতা অনেকগুন বাড়িয়ে দেয়।
🍁7. স্মৃতিশক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুন বৃদ্ধি পায়।
শুধুমাত্র পুজোপলক্ষে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। তাই তাড়াতাড়ি করুণ।
বিস্তারিত জানতে এবং registration করতে নিচের লিঙ্কে ক্লিক করুন:👇🏽👇🏽👇🏼
https://forms.gle/Zw2w7SsAg1aCKgBy5
আর আমাদের যোগা সিরিজের ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো ~
https://youtu.be/_sdabgje62k?si=qEi32JY9KoV2GUS7
কিন্তু আমরা তো সবাই চাই, এই পৃথিবীর সব রূপ, রস , সুন্দরকে প্রাণভরে উপভোগ করতে পারি।
আর চাইলেই তো হবে না, রোজ সময় করে প্রাণায়াম , মুদ্রা যোগার চর্চা করতে হবে; যেমন টা নিয়ম করে ব্যাঙ্কে টাকা জমাই।
আর নিয়মিত এই দেহ-মন্দিরে সময় দেওয়া অর্থাৎ যোগচর্চাই, আপনার সব অঙ্গ-প্রত্যঙ্গ(পঞ্চ-ইন্দ্রিয়সহ ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি, যকৃৎ ,অগ্ন্যাশয়,...) কে যত্ন রাখবে ,ওদের কার্যকারিতা কে বাড়াতে প্রভূত সাহায্য করবে।👁️👅👂🫁🫀🧠
যোগা, প্রাণায়ামের পুষ্পবৃষ্টি নিয়ে আপনার দরজায়, আপনার কাছে এক নিমেষে পৌঁছে যেতে আমাদেরই এই ইউটিউব চ্যানেলটি subscribe করুন।🙏❤️
https://youtube.com/?si=9-j9TvP74muCHPop
আর আপনার সাথে নিরন্তর যোগাযোগ গড়ে তুলতে, আপনার কথা শুনতে, মতামত জানতে এই পেজটি Like করতে ভুলবেন না।🙏❤️
https://www.facebook.com/profile.php?id=100094314723799&mibextid=ZbWKwL
আমাদের উদ্দেশ্য:
যে বসুন্ধরা মা, আমাদের তাঁর সব রূপ-রস-সৌন্দর্য দিয়ে ভোরে দিয়েছেন , তাঁর খেয়াল রাখা, তাঁকে আরো সবুজ করা, তাঁর সব পশু-পাখি, কীট-পতঙ্গ, তাঁর বাস্তুতন্ত, জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা, যাতে সেই বিশুদ্ধ, শীতল বাতাস ভরপুর পরিবেশে আমারা দীর্ঘায়ু লাভ করতে পারি।
🌏🌳🌴 🦩🌲🦜