ᴅʀ. ʀᴇᴢᴀ ʜᴇᴀʟᴛʜ ᴄᴀʀᴇ

ᴅʀ. ʀᴇᴢᴀ ʜᴇᴀʟᴛʜ ᴄᴀʀᴇ ᴅʀ. ᴡᴀsʜɪᴍ ʀᴇᴢᴀ ( ʙ.ʜ.ᴍ.s)(Hᴏɴs.)MD- PGT, ᴡʙᴜʜs (ᴋᴏʟᴋᴀᴛᴀ)
Homoeopathic Consultant.

"Happy Eid to you and your family!"
30/03/2025

"Happy Eid to you and your family!"

আপনি কি হাঁটুর সমস্যায় ভুগছেন!!হাঁটুর ব্যথা: কারণ, উপসর্গ, নির্ণয় ও  চিকিৎসা ✅ কারণ (Causes)1. অস্টিওআর্থ্রাইটিস (Osteo...
23/02/2025

আপনি কি হাঁটুর সমস্যায় ভুগছেন!!
হাঁটুর ব্যথা: কারণ, উপসর্গ, নির্ণয় ও চিকিৎসা

✅ কারণ (Causes)

1. অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) – বয়সজনিত বা অতিরিক্ত ব্যবহারের ফলে হাঁটুর কার্টিলেজ ক্ষয় হয়ে ব্যথা হয়।

2. রিউমাটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid Arthritis) – এক ধরনের অটোইমিউন রোগ, যা হাঁটুর জয়েন্টে প্রদাহ সৃষ্টি করে।

3. গাউট (Gout) – ইউরিক অ্যাসিড জমে হাঁটুর জয়েন্ট ফুলে যায় ও ব্যথা হয়।

4. চোট বা আঘাত (Injury) – লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, মেনিস্কাস টিয়ার বা ফ্র্যাকচার হলে হাঁটুর ব্যথা হয়।

5. অতিরিক্ত ওজন (Obesity) – শরীরের ওজন বেশি হলে হাঁটুর ওপর চাপ পড়ে, ফলে ব্যথা হয়।

6. স্নায়ুর সমস্যা (Nerve Issues) – সায়াটিক স্নায়ুর সমস্যা থেকেও হাঁটুতে ব্যথা হতে পারে।

---

✅ উপসর্গ (Symptoms)

✔️ হাঁটুতে ব্যথা ও শক্ত ভাব।
✔️ হাঁটতে বা ওঠাবসা করতে কষ্ট হওয়া।
✔️ হাঁটুর চারপাশে ফোলা ও লালচে ভাব।
✔️ হাঁটু বাঁকাতে সমস্যা হওয়া।
✔️ জয়েন্ট থেকে শব্দ (ক্র্যাকিং বা ক্লিকিং সাউন্ড) আসা।

---

✅ নির্ণয় (Diagnosis)

ডাক্তার নিচের পরীক্ষা করতে পারেন –
🔹 এক্স-রে (X-ray): হাঁটুর হাড়ের সমস্যা বা ক্ষয় দেখা যায়।
🔹 MRI (Magnetic Resonance Imaging): লিগামেন্ট বা মাংসপেশির ক্ষতি আছে কি না তা বুঝতে সাহায্য করে।
🔹 রক্ত পরীক্ষা: গাউট, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা সংক্রমণ (ইনফেকশন) আছে কিনা তা চেক করা হয়।
🔹 সিনোভিয়াল ফ্লুইড টেস্ট: হাঁটুর জয়েন্ট থেকে তরল নিয়ে পরীক্ষা করা হয় সংক্রমণের জন্য।

---

✅ ব্যবস্থাপনা ও চিকিৎসা (Management & Treatment)

🏠 ঘরোয়া উপায় (Home Remedies)

✔️ গরম বা ঠান্ডা সেঁক (Hot/Cold Compress): ব্যথা কমাতে সাহায্য করে।
✔️ ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন কমালে হাঁটুর ওপর চাপ কমবে।
✔️ ব্যায়াম (Exercise): হাঁটুর পেশি শক্তিশালী করতে হালকা স্ট্রেচিং ও ফিজিওথেরাপি উপকারী।
✔️ হলুদ ও আদার রস: এগুলো প্রাকৃতিক প্রদাহনাশক (Anti-inflammatory)।
✔️ তিলের তেল বা সরিষার তেল ম্যাসাজ: রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা কমায়।

💊 ওষুধ (Medications)

🔹 ব্যথানাশক ঔষধ (Painkillers) –
🔹স্টেরয়েড ইনজেকশন –
🔹 গ্লুকোসামিন ও কোলাজেন সাপ্লিমেন্ট – হাঁটুর কার্টিলেজ রক্ষা করতে সাহায্য করে।

🩺 চিকিৎসা (Medical Treatment)

⚡ ফিজিওথেরাপি: হাঁটুর শক্তি ও নমনীয়তা বাড়াতে সাহায্য করে।
⚡ অপারেশন (Surgery):

আর্থ্রোস্কোপি (Arthroscopy): ছোট ছিদ্র করে অস্ত্রোপচার করা হয়।

জয়েন্ট রিপ্লেসমেন্ট (Knee Replacement): যদি হাঁটু পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাহলে কৃত্রিম হাঁটু বসানো হয়।

---

⚠️ কখন ডাক্তার দেখানো জরুরি?

❗ হাঁটু খুব বেশি ফুলে গেলে।
❗ ব্যথা দীর্ঘদিন ধরে চলতে থাকলে।
❗ হাঁটতে গেলে প্রচণ্ড কষ্ট হলে।
❗ হঠাৎ হাঁটু লক হয়ে গেলে বা নড়াচড়া বন্ধ হয়ে গেলে।

আপনার হাঁটুর ব্যথার ধরন কেমন? আপনি ঘরোয়া চিকিৎসা চান নাকি বিশেষজ্ঞের পরামর্শ দরকার?

❤️
11/03/2024

❤️

Last day of  2k23, at my CLINIC
31/12/2023

Last day of 2k23, at my CLINIC

18/12/2023
25/11/2023
একটি ডান দিকের কিডনি পাথর কেসের সফলতা। A successful case of Right sided RENAL STONE -7.1 mm Within few month of treatmen...
25/11/2023

একটি ডান দিকের কিডনি পাথর কেসের সফলতা।
A successful case of Right sided RENAL STONE -7.1 mm Within few month of treatment.

৭.১- মিলিমিটার ডান দিকের কিডনি পাথর বার হয়ে গেলো মাত্র কয়েক মাসের চিকিৎসায় কোনো অপারেশান ছাড়াই। আপনারাও হোমিওপ্যাথিক চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন।

আমাদের ঠিকানা -বার্ণিয়া বাজার, চ্যাটার্জী মার্কেট, নেতাজী মূর্তির পূর্ব দিকের গলি, নদীয়া।

Address

ʙᴀʀɴɪᴀ ʙᴀᴢᴀʀ, ɴᴇᴀʀ ɴᴇᴛᴀᴊɪ Sᴛᴀᴛᴜᴇ ,(ᴇᴀsᴛ Sɪᴅᴇ) ᴄʜᴀᴛᴛᴇʀᴊᴇᴇ ᴍᴀʀᴋᴇᴛ
Barnia
741156

Opening Hours

9am - 12pm
3pm - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᴅʀ. ʀᴇᴢᴀ ʜᴇᴀʟᴛʜ ᴄᴀʀᴇ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category