04/10/2025
Bijoya Dashami: the dissipation of Sorrows 🌹💖😌🌹
আজ সকালে চেম্বার বন্ধ। কলেজের এক বাল্য বন্ধুর সঙ্গে বৃষ্টিতে তিরিশ কিলোমিটার গাড়ি চালিয়ে পোলাউ মাংস সাঁটিয়ে এসে দেদার ঘুম দিছিলাম। সন্ধ্যার শঙ্খ ঘুম ভাঙ্গিয়েছে বহুবছর পর। পাশের মণ্ডপ থেকে সদ্য দূর্গা মা রওনা দিয়েছেন কৈলাস এর উদ্দেশ্যে। ফাঁকা মণ্ডপের মন কেমনের গান... খাটে বসে বসেই আমার কেমন কান্না পেতে শুরু করে। আকাশ মেঘলা, একটা তারাও আজ ফোটেনি। আচ্ছা, নীল কন্ঠ পাখিটা ঠিক মতন যেতে পেরেছে তো? এই ঝড় বাদলের দিনে! সব কেমন গুলিয়ে যায়। বাড়ির মেয়ে শশুর বাড়ী চলে গেলে কেমন লাগে সত্যি জানিনা.. হয়তো জানবো কোনোদিন। সব ছেলের মধ্যেই বোধয় একটা "বাবা" , একটা "ভাই" ঘুমিয়ে থাকে। তাই বোধয় দশমীতে এমন অদ্ভূত কান্না পায়.... 😔😔
রুগী দেখতে শুরু করেছি। মন ভালো করবার সবচেয়ে বড় ওষুধ মানুষ কে ভালো করা, অন্তত চেষ্টা টুকুন করা। এই তিনদিন এর কাশি, স্ক্যান রিপোর্ট সব একের পর এক, একের পর রুগী। দেখছি, নৈঋত কোণে একের পর এক বজ্রগর্ভ মেঘ দধিচির অস্থি শান দিয়েই চলেছে.. 🌫️
রাত ৮ টা র সময় আমার এই দুই পেশেন্ট তথা ভাইঝি দুটি এসেছেন। দেখে নিয়ে মন দিয়ে প্রেসক্রিপশন লিখছি, ছুটকি মুচকি হেসে একটা বাকসো রেখেছে টেবিলে আর দিদিকে বলছে ,
"দেখতে পায়নি ডাক্তার আঙ্কেল" 😂...
এই কি বলছিস রে? আমাকেও বল...
ব্যাস, এসে গেলো! ডাক্তার আংকেলের গিফট! এই দুই রাজকুমারী গেছিলেন দুবাই বেড়াতে, সেখান থেকে আমার জন্য চকলেট গিফট এইসব এনেছেন। এত্ত মন কেমণের মধ্যে সদ্য হয়ে যাওয়া ঝঞ্ঝার পর রামধনু! 🌹🌹🌹🌹😌💓
আমাদের ছবি উঠলো। আমাদের তিন জনের মুখেই হাসি। দূর্গা ঠাকুর শুনতে পান নিশ্চই, আমি বলে দিয়েছি এই রাজকন্যে দুটি যেনো সফল হয়। ওরা যেন বড় মানুষ হয়🧿
আর আমি?❣️
ওরা যাওয়ার পর এই রাত ২ টোর সময় বসে বসে দুবাই এর চকলেট খাচ্ছি। দক্ষিন কোণে একটা লক্ষী পেঁচা বসে বসে তাকিয়ে আছে, আর আকাশের সব মেঘ কেটে গিয়ে ঈশান কোণে একটা ঝলমলে তারা উঠেছে। দশমীতে, মা দুগ্গা আমাদের সব খারাপ গুলো নিজে হাতে ভাসান দিয়ে দেন.. এইটা আমি বেশ বুঝতে পারছি 💓💓💓💓😌😌😌
#মাদূর্গা