12/04/2023
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻*যোগী আদিত্যনাথ* সম্পর্কে কিছু না জানা তথ্য....
সন্ন্যাস নেওয়ার পূর্বের নাম অজয় মোহন বিষ্ট।
এইচ.এন.বহুগুণা গাড়ওয়াল বিশ্ববিদ্যালয় থেকে উত্তরাখণ্ডের ইতিহাসে গণিতে সর্বোচ্চ নম্বর (100%) বিএসসি তে গণিতে স্বর্ণপদক। 1972 সালে উত্তরাখণ্ডের পিছিয়ে পড়া পঞ্চুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 49 বছর।
তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম গোর্খা রেজিমেন্ট এর আধ্যাত্মিক গুরু।
নেপালি সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে যদি যোগীজী ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে নেপাল ভারতের সাথে মিশে যাবে!!
নেপালে আছে প্রচুর সমর্থক।
মার্শাল আর্টে অসাধারণ দক্ষতা। উত্তরপ্রদেশের সুপরিচিত সাঁতারু, তার সঙ্গে ব্যাডমিন্টনটা ও ভালো খেলেন। একজন একাউন্টিং বিশেষজ্ঞ যিনি কম্পিউটারকেও পরাজিত করেছেন। শকুন্তলা দেবী ও যোগীজীর প্রশংসা করেছেন!
রাতে মাত্র চার ঘণ্টা ঘুম, প্রতিদিন সকাল সাড়ে তিন টায় ঘুম থেকে উঠেন। দিন শুরু হয় যোগ ব্যায়াম দিয়ে
দিনে মাত্র দুবার খান... সম্পূর্ণ নিরামিষ।
কখনো হাসপাতালে ভর্তি হন নি। এশিয়ার সর্ব শ্রেষ্ঠ বন্যপ্রাণী প্রশিক্ষকদের মধ্যে একজন। বড় রাজনৈতিক নেতা হতে আর কি লাগে?
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রটোকল হিসাবে যোগীজী কে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার জন্য কোন গাড়ি কেনা হবে। বিস্মিত যোগীজী বললেন যে গাড়ি ব্যবহার করছি সেটাই করব। উনার স্টাফরা বললেন ঐতিহ্যগতভাবে প্রত্যেক নতুন মুখ্যমন্ত্রী তার পছন্দের গাড়ি অর্ডার করেন এবং সরকার সেটার খরচ বহন করে ঠিক যেমন মায়াবতীজী নিজের জন্য 1.5 কোটি টাকার land cruiser অর্ডার করেছিলেন। গদিতে বসতেই অখিলেশ বলেছিলেন মায়াবতীজীর পুরনো গাড়ি ব্যবহার করব না তাই তার জন্য 7 কোটি টাকার দুটি মার্সিডিজ SUV অর্ডার দেওয়া হয়েছিল। যোগীজী বললেন আমি এখানে করদাতার টাকা নষ্ট করতে আসিনি, সেবা করতে এসেছি.... তাই পুরনো গাড়িই ব্যবহার করব। কিন্তু ঐতিহ্য হিসাবে আমিও কিছু অর্ডার করবো....আমার জন্য 200 টাকার গেরুয়া গামছা অর্ডার করা হোক এবং সেটা আমার সিটের পেছনে লাগানো হোক যা আমাকে সব সময় মনে করিয়ে দেয় যে গেরুয়া হলো ত্যাগ ও তপস্যার প্রতীক, আমি একজন সন্ন্যাসী আর আমার নিজের জন্য কিছুই চাইনা।
🙏যোগী আদিত্যনাথজী 🙏