Dr Purnima De Awal & A K Awal

Dr Purnima De Awal & A K Awal HOMEOPATHIC PHYSICIAN
Special Interest in Gynaecology & Obstetrics , Infertility Treatment, PCOD

   #হোমিওপ্যাথি✨দুই দিকের কিডনীতেই ছোট ছোট স্টোন (Kidney Stones) এবং সারভিক্সে নাবোথিয়ান সিস্ট (Nabothian Cyst) ছিল।👉 ম...
28/09/2025



#হোমিওপ্যাথি

✨দুই দিকের কিডনীতেই ছোট ছোট স্টোন (Kidney Stones) এবং সারভিক্সে নাবোথিয়ান সিস্ট (Nabothian Cyst) ছিল।

👉 মাত্র একবারের হোমিওপ্যাথিক ওষুধে ১ মাসের মধ্যেই এই দুটি সমস্যা সেরে যায়।

🔹 বর্তমানে রোগীর অন্যান্য সমস্যার জন্য চিকিৎসা চলছে।

👩‍⚕️ Dr. Purnima De Awal
🔸 With A. K. Awal
📞 9153030768
🕓 প্রতিদিন বিকেল 4pm – 7pm
📍 বেলডাঙ্গা, মুর্শিদাবাদ

28/09/2025
 #হোমিওপ্যাথি #কেস_সাকসেস_স্টোরিজ_38Bleeding in Pregnancy with Haemorrhagic Cyst    👉 প্রেগন্যান্সির সময় রোগিণীর ভ্যাজাই...
28/09/2025

#হোমিওপ্যাথি
#কেস_সাকসেস_স্টোরিজ_38

Bleeding in Pregnancy with Haemorrhagic Cyst

👉 প্রেগন্যান্সির সময় রোগিণীর ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছিল এবং আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় ডান দিকের ওভারীতে হেমারেজিক সিস্ট রয়েছে।

✅ হোমিওপ্যাথিক চিকিৎসার পর

◆ ব্লিডিং সম্পূর্ণ বন্ধ হয়ে যায়

◆ ওভারির সিস্ট সেরে যায়

◆ প্রেগন্যান্সি এখন একদম নরমালি কন্টিনিউ করছে 🙏

🌸 মায়ের ও সন্তানের সুস্থতার জন্য হোমিওপ্যাথি সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর
©
Dr_Purnima_De_Awal
A_K_Awal
9153030768
প্রতিদিন বিকাল 4pm-7pm
বেলডাঙ্গা, মুর্শিদাবাদ

20/09/2025
    #হোমিওপ্যাথি   প্রেগন্যান্সিতে জরায়ুর ফাইব্রয়েড / টিউমার ছিল এবং বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন/ বৃদ্ধি কম ছিল।      তা স...
20/09/2025



#হোমিওপ্যাথি

প্রেগন্যান্সিতে জরায়ুর ফাইব্রয়েড / টিউমার ছিল এবং বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন/ বৃদ্ধি কম ছিল।

তা সত্ত্বেও সঠিক সময়ে কোনো জটিলতা ছাড়াই নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি মাধ্যমে সন্তান জন্ম দেন এবং মা ও শিশু দুজনেই প্রসব পরবর্তী সময়ে ভালো ছিলেন।

©
Dr_Purnima_De_Awal
A_K_Awal
091530 30768

 #হোমিওপ্যাথি #কেস_সাকসেস_স্টোরিজ_37 #বাচ্চা_না_আসা      সময়ের ব্যবধান কম থাকায় দ্বিতীয় প্রেগন্যান্সিতে বাচ্চা নষ্ট করান...
13/07/2025

#হোমিওপ্যাথি
#কেস_সাকসেস_স্টোরিজ_37
#বাচ্চা_না_আসা




সময়ের ব্যবধান কম থাকায় দ্বিতীয় প্রেগন্যান্সিতে বাচ্চা নষ্ট করান। তারপর থেকে মাসিকের গন্ডগোল শুরু, 3/4 মাস পর পর মাসিক হতো।
পরে আবার বাচ্চা নিতে ইচ্ছুক হলে তখন আর প্রেগন্যান্সি আসছিল না।
একদিকে মাসিকের সমস্যা, সাথে ডান দিকের ওভারি বড়ো ছিল ও ওভারি- তে সিস্ট ছিল। মোটামুটি 7/8 মাস হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের পর, সেসব কাটিয়ে কনসিভ করেন এবং নরমাল ডেলিভারি মাধ্যমে প্রেগন্যান্সি জার্নি কমপ্লিট করেন।
ঐ প্রেগন্যান্সি থেকে
এখন ওনাদের 2 বছরের ছেলে রয়েছে।
রিপোর্টসহ-
©
DR_PURNIMA_DE_AWAL
A_K_AWAL

    #হোমিওপ্যাথি    3 মাসের প্রেগন্যান্সিতে বাচ্চা নষ্ট হয়ে ভিতরেই রয়ে যায়।   ওয়াশ করাতে বলা হয়েছিল কিন্তু করাবেন না বলে...
06/07/2025



#হোমিওপ্যাথি


3 মাসের প্রেগন্যান্সিতে বাচ্চা নষ্ট হয়ে ভিতরেই রয়ে যায়।

ওয়াশ করাতে বলা হয়েছিল কিন্তু করাবেন না বলে আমাদের কাছে আসেন এবং শুধু ওষুধের দ্বারাই সেটি ক্লিয়ার হয়ে যায়।

ওনার আগেও মিসকারেজ হয়েছে। এই রকম কেসে প্রেগন্যান্সি আসার আগে এবং প্রেগন্যান্সি চলাকালীন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিলে মিসকারেজ এর সম্ভবনা বহুলাংশে কমে।

©
Dr_Purnima_De_Awal
A_K_Awal

    #হোমিওপ্যাথি    প্রথম বিয়ে 1.5 বছর টিকেছিল, কোনো বাচ্চা আসেনি। দ্বিতীয় বিয়ের 8 বছর চলছে আর এই দীর্ঘ সময়েও বহু চেষ্টা...
03/07/2025



#হোমিওপ্যাথি


প্রথম বিয়ে 1.5 বছর টিকেছিল, কোনো বাচ্চা আসেনি। দ্বিতীয় বিয়ের 8 বছর চলছে আর এই দীর্ঘ সময়েও বহু চেষ্টা করে কনসিভ করতে পারছিলেন না।

উনি আগের কোনো রিপোর্ট দেখাতে পারেননি। তাই নেক্সট বার টেস্ট করিয়ে নিয়ে আসতে বলা হয় এবং লক্ষণের ভিত্তিতে হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ওষুধ দেওয়া হয়।

ওনার মাসিক সাধারণত নিয়মিত হত। কিন্তু দ্বিতীয় ভিজিটের আগেই মাসিকের 10 দিন পার হয়ে যাওয়াতেও রক্তস্রাব হয়নি। তাই প্রেগন্যান্সি টেস্ট করেন আর তাতেই প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ চলে আসে।

হ্যাঁ, মাত্র একবারের হোমিওপ্যাথিক ওষুধ আর 1 মাসেই মধ্যেই সাড়ে নয় বছরের কষ্টের অবসান।

©
Dr_Purnima_De_Awal
A_K_Awal

    #হোমিওপ্যাথি   4 বছর ধরে বাচ্চার জন্যে চেষ্টা করছেন।  গ্রেড-2 ফ্যাটি লিভার, ডান দিকের ওভারিতে হেমারেজিক/ চকোলেট সিস্...
01/07/2025



#হোমিওপ্যাথি

4 বছর ধরে বাচ্চার জন্যে চেষ্টা করছেন।
গ্রেড-2 ফ্যাটি লিভার, ডান দিকের ওভারিতে হেমারেজিক/ চকোলেট সিস্ট ও প্রস্রাব ফেরার পরে মূত্রথলিতে প্রস্রাব রয়ে যাচ্ছিল।
আমাদের কাছে মাত্র একবার দেখিয়ে শুধু গ্রেড- 1 ফ্যাটি লিভার রয়েছে বাকি সবগুলি সেরে গেছে।
এবার ওনার বাচ্চা আসা সহজ হবে।

©
Dr_Purnima_De_Awal
A_K_Awal

 #হোমিওপ্যাথি #কেস_সাকসেস_স্টোরিজ_36 #বাচ্চা_না_আসা       2 বছর ধরে বাচ্চার জন্যে চেষ্টা করেও আসেনি।  মাসিকের সমস্যা ছিল...
09/06/2025

#হোমিওপ্যাথি
#কেস_সাকসেস_স্টোরিজ_36
#বাচ্চা_না_আসা





2 বছর ধরে বাচ্চার জন্যে চেষ্টা করেও আসেনি।

মাসিকের সমস্যা ছিল; 22~24 দিন পর পর হত, খুব বেশি ভাঙতো ও প্রচন্ড ব্যথা হত। PMS ছিল।

থাইরয়েডের সমস্যা ছিল; TSH- 85.1

জরায়ু মুখের বৃদ্ধি সাথে সিস্ট ছিল।

প্রথমবার #হোমিওপ্যাথিক ওষুধের পরই মাসিক নরমাল হয় এবং দ্বিতীবারে কনসিভ করেন।

বাচ্চা আসার পর, প্রেগনান্সিতে ব্লিডিং দেখা দিলে সেটিও #হোমিওপ্যাথিক ওষুধে বন্ধ হয়ে যায় ও প্রেগন্যান্সি কন্টিনিউ করতে থাকে।

এছাড়াও বিভিন্ন সমস্যা ছিল সেগুলিও সম্পূর্ণ চলে যায়।

Edited On: 12.07.25

এনার প্রেগনান্সিতে শ্বাসকষ্ট হচ্ছিল, অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে ইমার্জেন্সিতে এনে 3 বার নেবুলাইজেশান দিতে হয়েছিল 20 দিনের ভিতর তাতে সাময়িক আরাম হয়।

পরে আমাদের কাছে একই কষ্টের জন্যে এলে জানতে পারি 20 দিন আগের ওনার নিকট আত্মীয় মারা যায় এবং নিজে লাশের গোসল করান, সেই থেকে ভীষণ মৃত্যুভয় ও এই শ্বাসকষ্টের শুরু।

Etiology অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয় এবং আজ 18 দিনে একবারও শ্বাসকষ্ট হয়নি এবং মৃত্যুভয় ও এ বিষয়ক স্বপ্ন নেই।

রিপোর্টসহ -

©
DR_PURNIMA_DE_AWAL
A_K_AWAL

    #হোমিওপ্যাথিStyes (অঞ্জনি) & Chalazion (চোখের পাতায় সিস্ট) Cured©Dr_Purnima_De_AwalA_K_Awal
05/05/2025



#হোমিওপ্যাথি

Styes (অঞ্জনি) & Chalazion (চোখের পাতায় সিস্ট) Cured

©
Dr_Purnima_De_Awal
A_K_Awal

 #হোমিওপ্যাথি #কেস_সাকসেস_স্টোরিজ_35 #বাচ্চা_না_আসা   আগে একটি বাচ্চা আছে, আবার বাচ্চার জন্যে চেষ্টা করছিলেন কয়েক মাস ধর...
20/04/2025

#হোমিওপ্যাথি
#কেস_সাকসেস_স্টোরিজ_35
#বাচ্চা_না_আসা

আগে একটি বাচ্চা আছে, আবার বাচ্চার জন্যে চেষ্টা করছিলেন কয়েক মাস ধরে, কিন্তু প্রেগন্যান্সি আসছিল না।

পেশেন্টর রক্তাল্পতা আছে ( আগের প্রেগনান্সিতে 3 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন করতে হয়েছিল), এছাড়াও 3 বছর ধরে সাদাস্রাব হতো এবং মাসিকে গোটা গোটা ও কালো হয়ে ব্লিডিং হতো।

আমাদের কাছে হোমিওপ্যাথিতে প্রথম ভিজিটের পরেই উনি কনসিভ করেন। ঈদের দিন সকালেই খুশির খবর আসে, প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয়।

যেকোনো ধরনের বাচ্চা না আসার কেসে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সহজে কনসিভ করতে সাহায্য করে।

Edited On: 25.04.25

USG FPP

©
DR_PURNIMA_DE_AWAL
A_K_AWAL

Address

Barua Colony NH-34
Beldanga
742133

Opening Hours

Monday 10am - 12pm
4pm - 7pm
Tuesday 10am - 12pm
4pm - 7pm
Wednesday 10am - 12pm
4pm - 7pm
Thursday 10am - 12pm
4pm - 7pm
Friday 10am - 12pm
4pm - 7pm
Saturday 10am - 12pm
4pm - 7pm
Sunday 10am - 12pm
4pm - 7pm

Telephone

+919153030768

Alerts

Be the first to know and let us send you an email when Dr Purnima De Awal & A K Awal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Purnima De Awal & A K Awal:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category