09/06/2025
#হোমিওপ্যাথি
#কেস_সাকসেস_স্টোরিজ_36
#বাচ্চা_না_আসা
2 বছর ধরে বাচ্চার জন্যে চেষ্টা করেও আসেনি।
মাসিকের সমস্যা ছিল; 22~24 দিন পর পর হত, খুব বেশি ভাঙতো ও প্রচন্ড ব্যথা হত। PMS ছিল।
থাইরয়েডের সমস্যা ছিল; TSH- 85.1
জরায়ু মুখের বৃদ্ধি সাথে সিস্ট ছিল।
প্রথমবার #হোমিওপ্যাথিক ওষুধের পরই মাসিক নরমাল হয় এবং দ্বিতীবারে কনসিভ করেন।
বাচ্চা আসার পর, প্রেগনান্সিতে ব্লিডিং দেখা দিলে সেটিও #হোমিওপ্যাথিক ওষুধে বন্ধ হয়ে যায় ও প্রেগন্যান্সি কন্টিনিউ করতে থাকে।
এছাড়াও বিভিন্ন সমস্যা ছিল সেগুলিও সম্পূর্ণ চলে যায়।
Edited On: 12.07.25
এনার প্রেগনান্সিতে শ্বাসকষ্ট হচ্ছিল, অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে ইমার্জেন্সিতে এনে 3 বার নেবুলাইজেশান দিতে হয়েছিল 20 দিনের ভিতর তাতে সাময়িক আরাম হয়।
পরে আমাদের কাছে একই কষ্টের জন্যে এলে জানতে পারি 20 দিন আগের ওনার নিকট আত্মীয় মারা যায় এবং নিজে লাশের গোসল করান, সেই থেকে ভীষণ মৃত্যুভয় ও এই শ্বাসকষ্টের শুরু।
Etiology অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয় এবং আজ 18 দিনে একবারও শ্বাসকষ্ট হয়নি এবং মৃত্যুভয় ও এ বিষয়ক স্বপ্ন নেই।
রিপোর্টসহ -
©
DR_PURNIMA_DE_AWAL
A_K_AWAL