24/08/2025
🌿🌿আজ একটি জটিল কেস উপস্থাপন করছি-টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট (TMJ) ব্যাধি।
🍁🍁রোগীর সমস্যা হচ্ছে ডান দিকের চোয়াল সব সময় কন কন করত তার সাথে জ্বলন ছিল আর রোগী সব সময় ওই চোয়ালে হাত বুলাতেন, এত টাই কষ্ট রাতে ঘুম হতো না, আসলে সমস্যা টা কি উনিও ঠিক করে বলতে পারত না যে দাঁতের মারির ব্যথা না দুই চোয়াল এর সংযোগ স্থলে ব্যথা , খালি জ্বালা ও ব্যথা অনুভব করতেন ।
👉👉এই সমস্যা নিয়ে উনি বহু ডাক্তার, ENT surgeon Dental Surgeon দেখিয়েছেন এমন কি কলকাতা হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ এ ও দেখিয়েছেন কিন্তু কেউ ই রোগ টা প্রপারলি ধরতে পারে নি ,নানা রকম টেস্ট করিয়ে ও রোগ ধরা পড়েনি তাদের কাছে ।
😔😔 হতাশ হয়ে একটা শেষ আশা নিয়ে কেন্টিয়ান চেম্বারে আসেন , কেস টেকিং করা হয় , কেস হিস্টোরি তে পাওয়া যায় উনার আক্কেল দাঁত উঠছিল ডান দিকের নিচের মারির শেষের দিকে এবং তার জন্য অসহ্য ব্যথা হয় আর তাই উনি একজন ডেন্টিস্ট এর কাছে যান সেই ডেন্টিস্ট তার দাঁত টি মারি কেটে বার করে দেন আর এর 6 মাস পর থেকে এই সমস্যা একটু একটু হতে শুরু হয়ে বড় আকার ধারণ করে । সম্ভবত সেখানে দাঁত তুলতে গিয়ে কোনো নার্ভ কম্প্রেস হয়ে যায় বা চোট পায় যার দরুন জ্বালা শুরু হয় টেম্পোরোম্যান্ডিবুলার সন্ধিতে এবং মারি ক্ষতিগ্রস্থ হওয়াতে ব্যথাও হয় ।
টোটালিটি করে আসে ফসফরাস ।
প্রেসক্রিপশন করা হয় ফসফরাস 0/1 ও 0/2 , একমাস পর রোগী এসে বলেন জ্বলন আছে তবে তীব্রতা কম, সেকেন্ড প্রেসক্রিপশন হয় ফসফরাস 0/4 এবং Heklalava 3X ট্যাব, রোগী তৃতীয় বার এসে বলেন তার জ্বলন আর নেই অনেক স্বস্তি পেয়েছেন , ঘুমাতে পারেন এখন , মারির ব্যথা টা আছে তবে কম , Heklalava 3X continue করা হয় আর তার সাথে ফসফরাস 0/4 রিপিট করা হয় ।
🍁🍁রোগী কেমন আছে সেটা তার মুখ থেকেই শুনুন।
🌿🌿এই রকম জটিল জটিল রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন Kentian Chamber এ, চেম্বার 📍বহরমপুরে , কান্তনগর কালভার্ট, ইন্দ্রপ্রস্থ, যোগাযোগ 087770 32962