Kentian Chamber

Kentian Chamber 🌿 Authentic Classical Homoeopathy
👨‍⚕️ Dr. S.K.

Saha (B.Sc., BHMS – WBUHS)
🔹 8+ Years in Chronic & Lifestyle Disease Treatment
📍 Berhampore | Online & Offline Consultations
For Appointment
👉👉 📞 8777032962/
🌐www.kentianchamber.in

🌸 World PCOS Day – September 01 🌸Polycystic Ovarian Syndrome (PCOS) আজকের দিনে মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা।👉 সঠি...
01/09/2025

🌸 World PCOS Day – September 01 🌸
Polycystic Ovarian Syndrome (PCOS) আজকের দিনে মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা।

👉 সঠিক সময়ে Early Diagnosis, Lifestyle Changes এবং Proper Homoeopathic Care নিলে এই সমস্যার সমাধান সম্ভব।

⚠️ PCOS-এর সাধারণ লক্ষণসমূহ –

অনিয়মিত মাসিক

অতিরিক্ত ওজন বৃদ্ধি

মুখে বা শরীরে অস্বাভাবিক লোম

চুল পড়া / ত্বকের সমস্যা

গর্ভধারণে সমস্যা,

আপনিও যদি এরকম সমস্যা তে ভোগেন এখানে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাকে সঠিক রাস্তা জানিয়ে দেব।

💊 হোমিওপ্যাথিতে PCOS-এর জন্য সঠিক চিকিৎসা দীর্ঘস্থায়ী আরাম দিতে পারে, শরীরের হরমোনাল ব্যালেন্স ফিরিয়ে আনে।

📌 Kentian Chamber
📍 Kantanagar Kalvart, Berhampore, Indraprastha
📞 Contact: 8777032962
সোমবার বাদে প্রতিদিন সকাল 9 টা 30 থেকে বেলা 12 টা 30পর্যন্ত রোগী দেখা হয়।

🎉 শুভ গণেশ চতুর্থী 🎉🪔 বিঘ্নহর্তা শ্রীগণেশ আমাদের জীবনের সমস্ত দুঃখ-দুর্দশা দূর করে সুস্থতা ও শান্তি প্রদান করুন।💊 এই শুভ...
27/08/2025

🎉 শুভ গণেশ চতুর্থী 🎉

🪔 বিঘ্নহর্তা শ্রীগণেশ আমাদের জীবনের সমস্ত দুঃখ-দুর্দশা দূর করে সুস্থতা ও শান্তি প্রদান করুন।

💊 এই শুভ দিনে প্রতিজ্ঞা করি –
👉 রোগকে অবহেলা নয়, সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণই সুস্থ জীবনের মূলমন্ত্র।
👉 প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসার জন্য জার্মান হোমিওপ্যাথি আপনার পাশে আছে।

📍 Kentian Chamber, Kantanagar Kalvart, Berhampore, Indraprastha
📞 8777032962

✨ সুস্থ থাকুন, আনন্দে থাকুন ✨
শুভ গণেশ চতুর্থী 🌸

Kentian Chamber এর তরফ থেকে আমি ড: এস কে সাহা সকল কে জানাই গনেশ চতুর্থী র শুভেচ্ছা ।সকলে ভালো থাকুন সুস্থ থাকুন , যেকোনো...
27/08/2025

Kentian Chamber এর তরফ থেকে আমি ড: এস কে সাহা সকল কে জানাই গনেশ চতুর্থী র শুভেচ্ছা ।
সকলে ভালো থাকুন সুস্থ থাকুন , যেকোনো স্বাস্থ্য জনিত সমস্যা তে হোমিও চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া হীন এবং সঠিক ক্ল্যাসিক্যাল হোমিও চিকিৎসা তে দ্রুত আরোগ্য সম্ভব যেকোনো জটিল একাধিক রোগে।
📍Kentian Chamber, Berhampore, কান্তনগর কালভার্ট, ইন্দ্রপ্রস্থ।
যোগাযোগ নম্বর 087770 32962

#হোমিওপ্যাথি

24/08/2025

🌿🌿আজ একটি জটিল কেস উপস্থাপন করছি-টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট (TMJ) ব্যাধি।

🍁🍁রোগীর সমস্যা হচ্ছে ডান দিকের চোয়াল সব সময় কন কন করত তার সাথে জ্বলন ছিল আর রোগী সব সময় ওই চোয়ালে হাত বুলাতেন, এত টাই কষ্ট রাতে ঘুম হতো না, আসলে সমস্যা টা কি উনিও ঠিক করে বলতে পারত না যে দাঁতের মারির ব্যথা না দুই চোয়াল এর সংযোগ স্থলে ব্যথা , খালি জ্বালা ও ব্যথা অনুভব করতেন ।
👉👉এই সমস্যা নিয়ে উনি বহু ডাক্তার, ENT surgeon Dental Surgeon দেখিয়েছেন এমন কি কলকাতা হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ এ ও দেখিয়েছেন কিন্তু কেউ ই রোগ টা প্রপারলি ধরতে পারে নি ,নানা রকম টেস্ট করিয়ে ও রোগ ধরা পড়েনি তাদের কাছে ।
😔😔 হতাশ হয়ে একটা শেষ আশা নিয়ে কেন্টিয়ান চেম্বারে আসেন , কেস টেকিং করা হয় , কেস হিস্টোরি তে পাওয়া যায় উনার আক্কেল দাঁত উঠছিল ডান দিকের নিচের মারির শেষের দিকে এবং তার জন্য অসহ্য ব্যথা হয় আর তাই উনি একজন ডেন্টিস্ট এর কাছে যান সেই ডেন্টিস্ট তার দাঁত টি মারি কেটে বার করে দেন আর এর 6 মাস পর থেকে এই সমস্যা একটু একটু হতে শুরু হয়ে বড় আকার ধারণ করে । সম্ভবত সেখানে দাঁত তুলতে গিয়ে কোনো নার্ভ কম্প্রেস হয়ে যায় বা চোট পায় যার দরুন জ্বালা শুরু হয় টেম্পোরোম্যান্ডিবুলার সন্ধিতে এবং মারি ক্ষতিগ্রস্থ হওয়াতে ব্যথাও হয় ।
টোটালিটি করে আসে ফসফরাস ।
প্রেসক্রিপশন করা হয় ফসফরাস 0/1 ও 0/2 , একমাস পর রোগী এসে বলেন জ্বলন আছে তবে তীব্রতা কম, সেকেন্ড প্রেসক্রিপশন হয় ফসফরাস 0/4 এবং Heklalava 3X ট্যাব, রোগী তৃতীয় বার এসে বলেন তার জ্বলন আর নেই অনেক স্বস্তি পেয়েছেন , ঘুমাতে পারেন এখন , মারির ব্যথা টা আছে তবে কম , Heklalava 3X continue করা হয় আর তার সাথে ফসফরাস 0/4 রিপিট করা হয় ।
🍁🍁রোগী কেমন আছে সেটা তার মুখ থেকেই শুনুন।
🌿🌿এই রকম জটিল জটিল রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন Kentian Chamber এ, চেম্বার 📍বহরমপুরে , কান্তনগর কালভার্ট, ইন্দ্রপ্রস্থ, যোগাযোগ 087770 32962

Kentian Chamber এর নতুন পালক যদিও ওরা kentian spelling টা ভুল করেছে, নতুন করে আবার পাঠাবে বলেছে , থ্যাংকস Just Dial for ...
23/08/2025

Kentian Chamber এর নতুন পালক যদিও ওরা kentian spelling টা ভুল করেছে, নতুন করে আবার পাঠাবে বলেছে , থ্যাংকস Just Dial for প্রমোটিং my Clinic Kentian Chamber by Supar star Amitav Bacchan

12/08/2025
🎉 শুভ রাখী বন্ধন 🎉🩺 Kentian Chamber – আপনার সুস্থতার অঙ্গীকারআজ রাখী বন্ধনের দিনে, আমরা শুধু ভাই-বোনের সম্পর্কই নয়, স্ব...
09/08/2025

🎉 শুভ রাখী বন্ধন 🎉
🩺 Kentian Chamber – আপনার সুস্থতার অঙ্গীকার

আজ রাখী বন্ধনের দিনে, আমরা শুধু ভাই-বোনের সম্পর্কই নয়, স্বাস্থ্য আর সুস্থতার বন্ধনও উদযাপন করি।
যেমন রাখীর সুতো ভাই-বোনের নিরাপত্তা ও ভালোবাসার প্রতীক, তেমনি হোমিওপ্যাথি হল আপনার সুস্থ জীবনের জন্য একটি মজবুত অঙ্গীকার। 💙

💡 আমাদের প্রতিশ্রুতি:
✔️ ব্যক্তিগতভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা
✔️ নিরাপদ, প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন ওষুধ
✔️ দীর্ঘস্থায়ী রোগের মূল কারণ দূরীকরণ

📍 ঠিকানা: Kentian Chamber, Kantanagar Kalvart, Berhampore, Indraprastha
📞 যোগাযোগ: 8777032962

🌿 এই রাখী বন্ধনে, নিজের ও প্রিয়জনের স্বাস্থ্যকে দিন হোমিওপ্যাথির সুরক্ষা।
Kentian Chamber-এর সাথে থাকুন — কারণ স্বাস্থ্যই হলো সবচেয়ে বড় উপহার। # #রাখীপূর্ণিমা

🛑 বর্ষার জ্বর? অবহেলা নয়! সময়মতো চিকিৎসা নিন! 🛑🌧️ বর্ষাকালে ভাইরাল জ্বর দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই না জেনে প্যারাসিটামল বা ...
07/08/2025

🛑 বর্ষার জ্বর? অবহেলা নয়! সময়মতো চিকিৎসা নিন! 🛑

🌧️ বর্ষাকালে ভাইরাল জ্বর দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই না জেনে প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক খেয়ে শরীরকে আরো দুর্বল করে ফেলেন।

⚠️ সতর্ক হোন! জ্বর কমাতে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক খেয়ে নিজের শরীর দুর্বল করবেন না। নিজের ক্ষতি না করে হোমিওপ্যাথিতে ভরসা করুন।
🌿 হোমিওপ্যাথি আপনাকে উপশম নয়, মূল কারণ ধরে সুরক্ষা দেয় – পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।

🌧️ বর্ষাকালে ভাইরাল জ্বর ছড়িয়ে পড়ছে দ্রুত!
সাবধান হোন এবং লক্ষণগুলো দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন।

⚠️ সাধারণ লক্ষণ:
✅ জ্বর ও মাথা ব্যথা
✅ গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া
✅ হাত-পা ও গায়ে ব্যথা
✅ ঘন ঘন কাশি ও দুর্বলতা

🎯 বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসায় দ্রুত উপশম!
🎓 Dr. S. K. SAHA
B.Sc.(H), BHMS(WBUHS)
Ex-House Physician – M.B.H.M.C.H (Govt. of W.B.)
🔬 ক্লাসিকাল হোমিওপ্যাথি বিশেষজ্ঞ

🏥 Kentian Chamber
📍 বহরমপুর, ইন্দ্রপ্রস্থ, কান্তনগর কালভার্ট
📞 Call for Appointment: 8777032962
আজ বৃহস্পতি বার রোগী দেখা হবে কান্তনগর কালভার্ট এ সকাল ৯ টা ৩০ থেকে বেলা ১২ টা ৩০ পর্যন্ত এবং বিকেল ৫ টা ৩০ থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখা হবে গোরা বাজার এর চেম্বারে।

📢 এখন আর না ভেবে ডাক্তারের পরামর্শ নিন –
ভাইরাল জ্বরের মূল কারণ ধরে চিকিৎসা করান হোমিওপ্যাথিতে!
🌿 নিরাপদ, কার্যকর ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন সমাধান।

📢 ভাইরাল জ্বর হলে নিজে ওষুধ খেয়ে নয় – অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।

✨ নিরাপদ | কার্যকর | পার্শ্বপ্রতিক্রিয়াহীন

👉👉রোগিণীর সমস্যা pcos, বিগত ৮ বছর ধরে , এলোপ্যাথিক ওষুধ ছাড়া মাসিক হতো না যে মাসে ওষুধ খেতেন সেই মাসে হতো যে মাসে খেতেন...
06/08/2025

👉👉রোগিণীর সমস্যা pcos, বিগত ৮ বছর ধরে , এলোপ্যাথিক ওষুধ ছাড়া মাসিক হতো না যে মাসে ওষুধ খেতেন সেই মাসে হতো যে মাসে খেতেন না হতো না , তার সাথে ছিল কিছু মানসিক সমস্যা আর মাসিক এর দিন গুলিতে অসহ্য পেটে ব্যথা।
🌬️ দীর্ঘ দিন ধরে হরমোনাল পিল খেতে খেতে না না ধরনের উপসর্গ দেখা দেয় তার সাথে মানসিক সমস্যা গুলো আরো বাড়ে। তাই আমার খোঁজ পেয়ে উনি আসেন গত মাসে , আমি চিকিৎসা শুরু করি একদম ক্ল্যাসিক্যাল পদ্ধতিতে সাথে সমস্ত ওষুধ বন্ধ রাখতে বলি,
🌿ওষুধ দিয়েছিলাম Ars Alb 0/2,0/3
34 দিনের মাথায় মাসিক একদম ক্লিয়ার হয় , নরমাল হয়ে যায় , সাথে ব্যথা টা ও ছিল না , মানসিক ভাবে ও উনি অনেকটা সুস্থ , এটাই হোমিওপ্যাথির ম্যাজিক।

আপনিও যদি এই রকম সমস্যা তে ভোগেন আজই যোগাযোগ করুন Kentian Chamber এ
📞 087770 32962




Address

৮৮/১৪/কে ডা সুন্দর গোপাল ধর লেন
Berhampore
742103

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+918777032962

Website

https://eka.care/doctor/dr-santu-kumar-saha-homeopathy-physician-berhampore, http

Alerts

Be the first to know and let us send you an email when Kentian Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kentian Chamber:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category