16/03/2025
এই ব্যক্তি রাস্তা ভুল করে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা রেজিনগরে চলে এসেছে। কাছে একটি স্কুল সাইকেলও আছে। আপাতত রেজিনগরে সুস্থ আয়ুর্বেদ ও নবজীবন নার্সিংহোম এর সামনে আছে। কোন ব্যক্তি যদি এই ব্যক্তিকে চিনে থাকেন। তাহলে অবশ্যই ইনার বাড়িতে বা ইনার আত্মীয়স্বজনদেরকে খোঁজ দেবেন। উনার কথাবার্তা সব ঠিক আছে। আমার মনে হয় ভুলবশত ইনি চলে এসেছেন। সঙ্গে একটি সাইকেলও আছে। উনাকে নাম জিজ্ঞাসা করার পর উনি নিজে নাম বলছেন। কথাবার্তাও ঠিকঠাক বলছেন। উনার কাছ থেকে যেগুলো জিজ্ঞাসা করে পেয়েছি।
নাম- বিশ্বনাথ মাঝি।
গ্রাম-পিরোজপুর. বাগডাঙ্গার কোলে।
মুর্শিদাবাদ ও নদীয়ার ভিতরে হবে। আপাতত এই নাম্বারে যোগাযোগ করতে পারেন
Mob-9064454264
আপনাদেরকে অনুরোধ একটু পোস্টটিকে শেয়ার করে দিবেন। কারন আপনার শেয়ারের মাধ্যমে ইনি সঠিক বাড়ি খুঁজে পাবেন।