23/04/2021
১.
আগামীতে বাঁচতে হলে হোমিওপ্যাথিকে জীবনের সঙ্গী করে নিন।
- বিপ্লব মন্ডল
,
কেন এলোপ্যাথি বর্জন করবেন?
★এলোপ্যাথি ইমিউন সিস্টেমকে ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে।
★এন্টিবায়োটিক ব্যবহারে শরীরের সব ব্যাকটেরিয়া, উপকারী ও অপকারি উভয়ের ধ্বংস হয়,ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
★বিসদৃশ পদ্ধতিতে(এলোপ্যাথি) রোগীর চিকিৎসা হয়,
একক ঔষুধের বদলে মুড়িমুড়কির মতো কেবল ঔষুধ গিলতে হয়।একটা রোগ চাপা পড়ে আরো দশটা ঔষুধজনিত রোগের জন্ম দেয়।
২.
তাই একবারে একটি মাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় বলে হোমিওতে পাশ্বপ্রতিক্রিয়া প্রায়শই শূণ্য পর্যায়ে।
তাই প্রাকৃতিক চিকিৎসা নিন,সুস্থ থাকুন।
★ ভারতের আয়ূস মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত ও বিভিন্ন রাজ্য এই মহামারীর সফলতার সাথে চিকিৎসায় ও প্রতিষেধক হিসেবে ব্যবহৃত arsenic album 30 ঔষুধটির এক ডোজ নিন,
★কুক্ কুক্ কাশি,কফ তুলতে পারছেন না,সামান্য জ্বর, গা ব্যাথা তাহলে bryonia alba 200. ওষুধটি কয়েক ডোজ নিন
★ এর সাথে যদি মনে হয় শরীরের হাড় সব ভেঙে যাচ্ছে,- এমন ব্যাথা।মনে হয় কেউ হাতুড়ি দিয়ে পিটিয়েছে তবে Eupatorium perfoliatum.200 কয়েক ডোজ আপনাকে প্রশান্তি এনে দেবে।
★ অনেকের প্রচন্ড দূর্বলতা,চোখের পাতা খুলে রাখা দায়,জ্বরের পরে অবসাদ তবে Gelsemium 200 কয়েক ডোজ সজীবতা ফিরিয়ে আনবে।
★তবে নিজে ওষুধ সেবন না করে,নিকস্থ পাশ করা হোমিও ডাক্তারের শরণাপন্ন হেন।
করোনা ভীতি কাঠিয়ে ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখুন।
৩.
যে যেই ধর্মেরই হউক না কেন,প্রত্যেক ধর্মের রীতিনীতিকে শ্রদ্ধা করতে শিখুন,পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখুন।
★মনে রাখুন
এ পৃথিবীতে টিকে থাকতে হলে এবং পরকালে সফল হতে হলে আপনাকে দুটো কাজ করতে হবে
১। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ
২।সেজন্য আপনার চিন্তা,চেতনায় ও কর্মকে মানুষের কল্যানে নিয়োজিত করতে হবে।
@@ #আগে ও বলছে এখনও বলছি সঠিক হোমিওপ্যাথি ডাক্তার দেখান ।অন্য কোন ভুয়ো ডাক্তার এর ফাদে পা দেবেন না।
নিজে ভালো থাকুন অপর কেও ভাল রাখুন।