13/06/2023
#ছোট ছোট মানুষের ছোট ছোট গল্প।
পুজোর জিন্স
ছোট্ট একটা মেয়ে, তেরো বছর বয়স। জঙ্গিপুরের কাছেই অখ্যাত একটা গ্রামে বাস।
বেচারীর পেট ক্রমশ ফুলে যাচ্ছিল, দূর থেকে দেখে মনে হতো, যেন গর্ভবতী হয়ে পড়েছে।
এ ছবি -সে ছবি ,এ ডাক্তার সে ডাক্তার.. অনেক জটিল জটিল কথাবার্তা শুরু হলো চারিদিকে। গরিব পরিবারে আর্থিক টানাটানি।
তারই মাঝে টাকা পয়সা জমিয়ে
সিটি স্ক্যান হলো শহরের নামি এক প্রতিষ্ঠানে ,বেরোলো জটিল এক টিউমারের কথা।
এবার উপায় ? অনেকেই রেফার করে দিল উচ্চতর জায়গায়।
একজন সহৃদয় ডাক্তারবাবু তাকে নিয়ে এলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে।
প্রায় ১০ দিন ভর্তি থাকার পর গত শুক্রবার ছোট্ট মেয়ের পেটে অনেক বড় একটা ইন্সেশন ( কাটা) পড়ল ।
বিস্তর কসরৎ এর পর বেরিয়ে এলো প্রায় কেজি দশকের একটা টিউমার ।একটা গামলা ভর্তি হয়ে গেল প্রায়।
ফুলে ওঠা পেটটা চুপসে গেল এক মুহূর্তে।
গরিব জেলার ভূমিপুত্র দুই ডাক্তারের মুখে তখন ছোট্ট হাসি।
অপারেশনের পর চোখ মেললো মেয়েটা।
"ছোট " জেলার "ছোট " ডাক্তার প্রশ্ন করল , ভালো আছিস? তোর অপারেশন হয়ে গেছে পেটটা দেখ এখন অনেক পাতলা..
বাচ্চা মেয়েটা দুর্বল ভাবে স্যালাইন চলা হাতটা তুলে পেটে হাত দিল তারপরে ডাক্তারের চোখে দিকে তাকিয়ে বলল , স্যার এবার তবে আমি পুজোয় জিন্স পরবো....
পুজোর শপিং করে ওঠার সময় না পাওয়া ডাক্তারের মনে তখন জানান দিল , পুজো আসছে। মা আসছেন। আর মা ছেলের মনের মধ্যে শরৎকালের পেঁজা তুলোর মেঘের মত একরাশ খুশি দিয়ে জন্য পুজোর গিফট পাঠিয়ে দিয়েছেন।
-------------------