Arogya

Arogya Ayurvedic Medicine & Herbal Cosmetics Store

25/01/2023
05/04/2020
26/03/2020

*চেনা ভেষজেই কামাল, করোনা-নিরাময়ের চিনা দাবিতে শোরগোল*
_*Published by: Tiyasha Sarkar | Posted: March 26, 2020 11:29 am Updated: March 26, 2020 1:34 pm*_

গৌতম ব্রহ্ম: সিটি স্ক্যান রিপোর্টে পরিষ্কার, ধাপে ধাপে কমেছে ফুসফুসের সংক্রমণ। ওষুধ? জটিল বা দুর্লভ কিছু নয়। এর উপাদান বলতে আদা, দারচিনি, যষ্ঠীমধুর মতো পরিচিত ১২টি মশলা। যা দিয়ে তৈরি করা হয়েছে পাঁচন। তা খেয়েই নাকি চাঙ্গা হয়ে যাচ্ছেন করোনা পজিটিভ রোগীরা। সংক্রমণ কমছে ফুসফুসের। এমনই দাবি করছেন চিনের তিন বিজ্ঞানী, যে দেশ থেকে ছড়িয়ে সারা বিশ্বকে মৃত্যুর আতঙ্কে আপাতত সিঁটিয়ে রেখেছে নোভেল করোনা ভাইরাস। কীভাবে খোঁজ মিলল এই দাওয়াইয়ের?

ওই গবেষকদের বক্তব্য, চিনারা প্রথাগত বা প্রচলিত ওষুধে বিশ্বাসী। যার প্রায় সিংহভাগই ভেষজ। এগুলো মানবশরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমন প্রায় বারোটি ভেষজকে বেছে নিয়ে একটি ক্বাথ বা পাঁচন বানিয়ে প্রয়োগ করা হয়েছিল কোভিড-১৯ পজিটিভ হওয়া ৭০১ জনের উপর। তাতেই ম্যাজিকের মতো কাজ হয়েছে বলে ওঁদের দাবি। ‘হেইলংজিয়াং ইউনিভার্সিটি অফ চাইনিজ মেডিসিন’-এর তিন বিজ্ঞানী জান-লিং রেন, আই হুয়া ঝাং এবং ঝি-জান ওয়াংয়ের সম্মিলিত রিসার্চ পেপারটি ৪ মার্চ প্রকাশিত হয়েছে ‘এলসভিয়ার’ নামক মেডিক্যাল জার্নালে। গবেষণায় আর্থিক সহযোগিতা করেছে ‘ভলান্টারি রিসার্চ প্রজেক্ট অফ ২০১৯-এনকোভিড নিউমোনিয়া।’ গবেষণাপত্রে বলা হয়েছে, ২০০৩-এ সার্স সংক্রমণের সময়ও এই ক্বাথ খাইয়ে অনেক রোগীকে সুস্থ করা হয়েছিল। এবার সেই ট্রায়াল চালানো হয় ৭০১ জন করোনা পজিটিভের উপর। ১৩০ জন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। একান্নটি ক্ষেত্রে উপসর্গগুলি গায়েব হয়ে গিয়েছে। ২৬৮টি ক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। ২১২টি ক্ষেত্রে নতুন করে শারীরিক অবস্থার অবনতি হয়নি। দেখা যায়, ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রেই দারুণ কাজ করেছে যষ্ঠীমধু, দারচিনি, আদার ক্বাথ। দাবির সপক্ষে রোগীদের ফুসফুসের সিটি স্ক্যান রিপোর্টও প্রকাশে্য আনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রোগীদের ফুসফুসের সংক্রমণ ধাপে ধাপে কমিয়ে দিচ্ছে আয়ুর্বেদ ওষুধ। স্বাভাবিক ভাবেই বিশ্বজুড়ে শোরগোল পড়েছে। ‘সায়েন্স ডায়রেক্ট’ জার্নালেও পেপারটি ‘আপলোড’ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মত, করোনা সংক্রমণের সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতার সরাসরি সম্পর্ক। *সুতরাং ইমিনোমডিউলেটর ওষুধ বা পথ্য কার্যকর হতেই পারে।* তবে আরও বিশদ গবেষণার প্রয়োজন। জার্নালটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন ভারত সরকারের আয়ুশ মন্ত্রকের কর্তারা। মত নেওয়া হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের। *পশ্চিমবঙ্গের আয়ুর্বেদ পরিষদের সহ-সভাপতি ডা. প্রদ্যোত বিকাশ কর মহাপাত্র বলেন, “জীবাণু নিয়ন্ত্রণে আয়ুর্বেদের অভিজ্ঞতা পাঁচ হাজার বছরের। তারই একাংশ প্রয়োগ করেছে চিনারা। এই ওষুধ প্রয়োগের জন্য ভারত সরকার নীতি তৈরি করুক। রোগীদের চিহ্নিত করুক। আমাদের পরিষদ সবরকম সহযোগিতা করবে।” এপ্রসঙ্গে কেন্দ্রীয় আয়ূশ সচিব ডাঃ রাজেশ কোটেচা বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। *বিষয়টির সত্যতা প্রমাণিত হলে কোভিড-১৯ মোকাবিলায় আয়ুর্বেদিক প্রোটোকল তৈরি করা হবে।”* ডাঃ বিশ্বজিৎ ঘোষ বলেন, মর্ডান মেডিসিনকে সুযোগ দেওয়া হয়, আয়ুর্বেদকেও দেওয়া হোক। মহামারি মোকাবিলায় আগেও আয়ুর্বেদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।”

Address

Alamganj Road, Vivekananda College More
Burdwan
713103

Opening Hours

Monday 9am - 1:30pm
4:30pm - 9pm
Tuesday 9am - 1:30pm
4:30pm - 9pm
Wednesday 9am - 1:30pm
4:30pm - 9pm
Thursday 9am - 1:30pm
4:30pm - 9pm
Friday 9am - 1:30pm
4:30pm - 9pm
Saturday 9am - 1:30pm
4:30pm - 9pm

Telephone

+919474858616

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arogya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Arogya:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram