14/09/2025
2021 সালে করোনা পরিস্থিতিতে একটা কঠিন সময়ে 'Leafy Sky' তার যাত্রা শুরু করে মানসিক স্বাস্থ্যের উৎকর্ষতার অনুসন্ধানে। ব্যক্তিগত জীবনে অনেক কালো পরিস্থিতি কিভাবে মানুষকে তিলে তিলে শেষ করে দিতে পারে তা অভিশপ্ত 2016 ssc প্যানেল এর যোগ্য চাকরি হারা না হলে হয়তো বুঝতাম না। লাল, নীল রাজনীতির কথা কোনোদিন ই বুঝিনি, তবে নিজে সব সময় চেষ্টা করি যাতে এমন কোনো কাজ করতে পারি যা সমাজের বিশেষ করে মহিলা ও ভবিষ্যতের কান্ডারী যারা সেই নতুন প্রজন্মকে আরো শক্তিশালী করে তুলতে পারে। সেই লক্ষ্যে breath and bliss এর কাজ শুরু করার পরিকল্পনা ছিল বিগত বেশ কিছু সময় ধরে। চাকরি যাওয়ার ঘটনা ভেঙে দিয়েছে অনেকটাই, কিন্তু তবু কোথাও এখনও চেষ্টা করতে ইচ্ছা হয় একটা বজ্র কঠিন, সংযমী, তুখোড় বুদ্ধির ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার। এই দুঃসময়ে পাশে পেয়েছি Chess School কে, যারা আবার নতুন করে সব ভাবতে শিখিয়েছে। ' যোগ ও দাবা ' কম্বিনেশন টা অদ্ভুত ভাবে আমার পরিকল্পনায় নতুন আশার আলো জাগায়। Chess school এর ছাত্রী হিসাবে ওদের এফিসিয়েন্সি দেখেছি কতটা প্রফেশনালি ওরা কাজ করে তা আমাকে প্রতি নিয়ত অনুপ্রেরণা দিয়েছে এই অকালেও। তাই ওদের হাত ছাড়তে পারিনি, বলা ভালো ওরাই আমার হাত ছাড়েনি। তাই breath and bliss ও chess school এক সাথে শুরু করতে চলেছে একটা নতুন কর্মকাণ্ড একটা নতুন ভবিষ্যত গড়ে তোলার অঙ্গীকার নিয়ে। চাকরি, সরকার, ঈশ্বর এসব আর মানি না, তবে যেটা মনে করি আমি সিস্টেম কে চ্যালেঞ্জ করতে পারবনা কিন্তু সিস্টেমটাই বদলে দেওয়ার চেষ্টা করতেই পারি। সম্পাদনার কাজ শুরু করেছিলাম ' তিলোত্তমা ' দিয়ে। খুব শীঘ্রই এক নতুন পথ চলা শুরু করতে চলেছি এবং অদ্ভুত এক সমাপতন হয়েছে যে যেখানে কাজ শুরু করছি, সেই বাড়িটির নাম ও তিলোত্তমা ভবন। আমার কাজে আজীবন তিলোত্তমার উপস্থিতি অজান্তেই বিদ্যমান। জানিনা কেন এই নোংরা সিস্টেম এর বিরুদ্ধে কিছুই না করতে পারা এক হেরে যাওয়া মেরুদন্ডহীন অর্ধমৃত মধ্যবিত্ত হয়ে বেঁচে থাকাটা আমার কাছে ভীষণ যন্ত্রণার। তাই আর পিছিয়ে যাব না ঠিক করেছি। চাকরি থাকুক না থাকুক আমার প্রচেষ্টা বেঁচে থাকবে এই আশা রাখি।
তোমারা/আপনারা/তোরা কেউ যদি এই নতুনের অঙ্গীকারে পাশে থাকো/থাকেন/ তাহলে প্রদত্ত নম্বরে যোগাযোগ করে নিতে পারো/ পারেন/ পারিস।
Breath and Bliss Yoga Hub and Chess School
Location: তিলোত্তমা ভবন, খাদিনা মোড়, চুঁচুড়া, হুগলী।
যোগাযোগ: 8961258595