19/08/2021
--------------------------------------------------------
[ Part ---> One ]
∆ 1) Aconitum napellus (Aconite nap) : -----
* Abbreviation --> Acon. nap.
** উৎস (Source) : ---> Aconitum napellus নামক এক প্রকার বিষাক্ত সপুষ্পক উদ্ভিদের পাতা ও মূল থেকে Aconite nap ঔষধটি প্রস্তুত করা হয়।
*** প্রাপ্তিস্থান : ---> পশ্চিম ও মধ্য ইউরোপ , মধ্য এশিয়া এবং রাশিয়া।
✓✓ পরিচিতি (Known as) : ----> Monkshood , Blue rocket , Mouse-bane , Wolf's bane , Leopard's bane etc.
** [N.B. > Aconitum napellus & Arnica montana উভয়ই Wolf's bane & Leopard's bane নামে পরিচিত।]
∆ 2) Arnica montana : -----
* Abbreviation ---> Arn. mon.
** উৎস : ----> Arnica montana নামক উজ্জ্বল হলুদ বর্ণের ফুল-বিশিষ্ট একটি গাছড়ার মূল , পাতা ও ফুল একত্র করে ঔষধটি প্রস্তুত করা হয়।
*** প্রাপ্তিস্থান : ----> পূর্ব এশিয়া , ইউরোপ ও USA.
✓✓ পরিচিতি : ----> Mountain arnica , Mountain to***co , Wolf's bane , Leopard's bane etc.
∆ 3) Bryonia alba : -----
* Abbreviation ----> Bry. alb.
** উৎস : ----> Wild hop নামক দ্রাক্ষা গোত্রীয় উদ্ভিদের মূল থেকে Bryonia alba ঔষধটি প্রস্তুত করা হয়।
*** প্রাপ্তিস্থান : -----> ইউরোপ ও উত্তর ইরান।
✓✓ পরিচিতি : -----> English mandrake , White bryony , Wild vine etc.
∆ 4) Belladonna : -----
* Abbreviation ----> Bell.
** উৎস : -----> Atropa belladonna নামক উদ্ভিদের পাতা ও ফুলসহ উদ্ভিদের অগ্রভাগ ঔষধ প্রস্তুতির কাজে লাগে।
(এটি বহুবর্ষজীবী প্রকৃত গুঁড়ি বিহীন উদ্ভিদ অর্থাৎ Perennial herbaceous plant. লম্বায় প্রায় দুই মিটার পর্যন্ত হয়।)
**** প্রাপ্তিস্থান : -----> মধ্য ও দক্ষিণ ইউরোপ , উত্তর আফ্রিকা। ভারতবর্ষ , আমেরিকা , ইংল্যান্ড , জার্মানী , ফ্রান্স প্রভৃতি দেশে চাষ করা হয়।
✓✓ পরিচিতি : -----> Deadly nightshade , Devil's berry etc.
(The Italian word "Belladonna" stands for "beautiful lady".)
∆ 5) Dulcamara : -----
* Abbreviation ----> Dulc.
** উৎস : -----> Solanum dulcamara নামক একটি লতা জাতীয় উদ্ভিদ থেকে Dulcamara ঔষধটি প্রস্তুত করা হয়। ঔষধ প্রস্তুতিতে মূলতঃ উদ্ভিদের কাণ্ডাংশ ব্যবহার করা হয়।
*** প্রাপ্তিস্থান : -------> এশিয়া ও ইউরোপ সহ পৃথিবীর প্রায় সর্বত্রই পাওয়া যায়।
✓✓ পরিচিতি : --------> Amara dulcis , Bitter nightshade , Woody nightshade , Violet bloom etc.
∆ 6) Nux vomica : -----
* Abbreviation -----> Nux vom.
** উৎস : -------> Strychnos nux-vomica নামক চিরহরিৎ বৃক্ষের পরিপক্ক শুষ্ক বীজ থেকে ঔষধটি প্রস্তুত করা হয়।
(Nux vomica বা কুচিলা বহু শাখা-প্রশাখা যুক্ত বড় আকারের বৃক্ষ জাতীয় উদ্ভিদ। উচ্চতায় 20 মিটার পর্যন্ত হয়ে থাকে।)
*** প্রাপ্তিস্থান : -------> ভারত ও চীন সহ দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় পাওয়া যায়।
✓✓ পরিচিতি : --------> Nux vom. , Kuchla , Kupilu , Poison nut , Semen strychnos , Vomit nut , Crow fig etc.
✓✓✓✓ N.B. -----> Nux vomica SHOULD NOT be used for liver disease.