28/07/2025
রোগ মুক্তির জন্য-
শ্রাবণ মাসের যে কোন সোমবার 108টা বেলপাতা নিতে হবে। এবার সাদা চন্দন জুঁই ফুলের আতর এবং গঙ্গাজল দিয়ে গুলে প্রতিটা বেলপাতায় একটা করে টিপ দেবেন। তারপর শিব ঠাকুরের অভিষেক সম্পন্ন করার পরে 1টা করে বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন এবং সেই সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এইভাবে 108টা বেলপাতা অর্পণ করুন এবং 108 বার মন্ত্র পাঠ করুন। ভক্তি এবং বিশ্বাস নিয়ে করুন অবশ্যই শুভ ফল পাবেন।