Sanjeevani

Sanjeevani To help poor people and children..and looks after their health ...

ভালোবাসার দিনটি আমরা পালন করলাম শহীদ দিবস হিসেবে । ২০১৯ সালে পুলওয়ামা বোম্ব ব্লাস্ট এ ৪০ জন CRPF jawans দের প্রতি শ্রদ্...
15/02/2022

ভালোবাসার দিনটি আমরা পালন করলাম শহীদ দিবস হিসেবে । ২০১৯ সালে পুলওয়ামা বোম্ব ব্লাস্ট এ ৪০ জন CRPF jawans দের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি মিছিল করলাম এবং কিছু শুকনো খাবার বিতরণ করলাম।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের সংগঠনের তরফ থেকে রাত্রির ভবঘুরেদের ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের খাবার খাওয়ানো হলো...
27/01/2022

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের সংগঠনের তরফ থেকে রাত্রির ভবঘুরেদের ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের খাবার খাওয়ানো হলো ও কম্বল দেওয়া হলো ।

15/08/2021

সঞ্জীবনী প্রাথমিক শিক্ষা কেন্দ্রের (পোপরা)পড়ুয়াদের সাথে স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত খুশি । আজ অনেক ভালো সময় কাটালাম তাদের সাথে। তাদের যেনো ভবিষ্যত আরও উজ্জ্বল হয় তার জন্য আগামী দিনেও আমাদের পাঠশালা চলতে থাকবে।

এই অতি মহামারী করোনার দ্বিতীয় ঢেউ কে  আটকাতে মালদা জেলার সমস্ত  সেচ্ছাসেবী সংগঠন তাদের নিজেদের মতন করে বিভিন্ন ধরনের কা...
09/06/2021

এই অতি মহামারী করোনার দ্বিতীয় ঢেউ কে আটকাতে মালদা জেলার সমস্ত সেচ্ছাসেবী সংগঠন তাদের নিজেদের মতন করে বিভিন্ন ধরনের কাজ করে চলেছে-কেউবা ভবঘুরেদের খাবার খাইয়ে কেউবা অক্সিজেন দিয়ে কেউবা মাক্স ও স্যানিটাইজার দিয়ে মানুষকে সচেতন করে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে-এমন কি এই দ্বিতীয় করোনা ঢেউ এর জন্য মালদা ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেওয়ায় দূর থেকে আসা রোগীর পরিবারদের অসুবিধা হওয়ায় সঞ্জীবনী মালদা(NGO) যোদ্ধারা প্রতিনিয়ত রক্তদান করে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচিয়েছে। তাই এই করোনাকালে মালদা জেলার প্রত্যেক (NGO) ওর যোদ্ধাদের মানুষের পাশে থাকার জন্য কুর্নিশ জানাই ও তার সাথে সাথে আমাদের সঞ্জীবনী মালদার(NGO) প্রত্যেক যোদ্ধাদের কুর্নিশ জানাই এই করোনাকালে মানুষের পাশে থাকার জন্য।

সকলকে জানাই"পবিত্র খুশির ঈদ"-এর শুভেচ্ছা ও অভিনন্দন॥🕌🌙সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি এই করোনা ভাইরাস মহামারীর ব...
14/05/2021

সকলকে জানাই
"পবিত্র খুশির ঈদ"-
এর শুভেচ্ছা ও অভিনন্দন॥🕌🌙
সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি এই করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে আমরা নিশ্চিত জয় করবোই করবো॥
সকলে নিয়মিত ঘরে থাকুন,পরিস্কার পরিছন্ন থাকুন ত্রবং স্বাস্থ্য বিধি মেনে চলুন॥
করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না॥
⭐ ঈদ মোবারক ⭐

নতুন প্রজন্মের প্রত্যেকটি সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর তাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত করে সম্মানিত করার জন্...
28/03/2021

নতুন প্রজন্মের প্রত্যেকটি সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর তাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত করে সম্মানিত করার জন্য। আশা করছি আপনারা আগামী দিনেও মানুষের পাশে থাকবেন।🙏

আজ আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করলাম। কবিতা,আবৃত্তি,নাচ,গান ও বাচ্চাদের নানারকমের ম্যাজিক শো এবং শিশু শিক্ষা...
21/03/2021

আজ আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করলাম। কবিতা,আবৃত্তি,নাচ,গান ও বাচ্চাদের নানারকমের ম্যাজিক শো এবং শিশু শিক্ষা সচেতনতার মাধ্যমে #সঞ্জীবনী_প্রাথমিক_শিক্ষা_কেন্দ্রের উদ্ভোধন করলাম , পড়াশুনার জন্য যা যা দরকার প্রায় সেসব কিছু দেওয়া হলো এবং দুপুরের খাওয়ার খাওয়ানো হলো। এই বিশেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিল কুমার সাহা জেলা রক্তদান শিবির আহ্বায়ক ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা,
সুরজিৎ কুমার মন্ডল সমাজকর্মী সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা,মানব মন্ডল এবং শুভম হালদার বিজ্ঞানকর্মী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা, ডেভিড দাস অ্যাসিস্ট্যান্ট অধ্যক্ষ মালদা,দিলীপ দে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং অরিন্দম ঘোষ লেখক ও ব্যাবসায়ী মালদা।একটি শিক্ষক ও একটি শিক্ষিকা নিয়োগ করলাম যাতে সেখানে বাচ্চারা শিক্ষার জগৎ কে এগিয়ে নিয়ে যায়, আমাদের এই অভিনভ উদ্যোগটি সফল করতে যারা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করছি পরবর্তী দিনেও পাশে থাকবেন যাতে করে আমরা আরও উন্নতি সাধন করতে পারি।🙏
সাহায্যের জন্য:
ফোন পে/গুগল পে=70638 58523(রন্টু টিকাদার)

শুরুতেই আমাদের উদ্দেশ্য ছিল যে যেসব বাচ্চারা  শিক্ষার জগৎ থেকে দূরে সরে অন্ধকারে আছে তাদের কে শিক্ষার আলোতে আলোকিত করে ত...
19/03/2021

শুরুতেই আমাদের উদ্দেশ্য ছিল যে যেসব বাচ্চারা শিক্ষার জগৎ থেকে দূরে সরে অন্ধকারে আছে তাদের কে শিক্ষার আলোতে আলোকিত করে তোলা। আগামী ২১শে মার্চ দিনটি তে উদ্যোগটি সফল করতে চলেছি যাত্রাডাঙ্গা অঞ্চলের অন্তর্গত #মানঝিলকান নামক ছোট্ট গ্রামে প্রায় ১০০ টি বাচ্চার নিয়মিত শিক্ষা সামগ্রী সহ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা দান করে। আমরা আশা করছি পরবর্তী সময়ে আরও অনেক কিছু করতে পারবো তাদের জন্য।শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমাদের এই ইচ্ছা কে উদ্যম শক্তি তে পরিণত করে। আপনারা সকলেই আসুন এবং দিনটি কে সুন্দর থেকে সুন্দর্ময় করে তুলুন।
সাহায্যের জন্য:
Phone+ Google pay-70638 58523(Rantu Tikadar)

আজ আমাদের প্রিয় এক দাদা তার নাম বার বার বারন করার জন্য প্রকাশ করছি না , মোট ১০০টি বাচ্চার জন্য ডিম ভাত রান্না করে আমাদে...
19/03/2021

আজ আমাদের প্রিয় এক দাদা তার নাম বার বার বারন করার জন্য প্রকাশ করছি না , মোট ১০০টি বাচ্চার জন্য ডিম ভাত রান্না করে আমাদেরকে দিয়েছিল যাতে আমরা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি এবং তা আমরা যথাযথ ভাবে ইট ভাটার বাচ্চাদের মধ্যে বিলি করে দি। আমাদের সঞ্জীবনীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং এইভাবেই আমাদের পাশে থাকুন।

আজ এক বিয়েবাড়ি ও সাহাপুর শিবমন্দির এর নির্মাণ কল্পে ও মূর্তি স্থাপন এর প্রসাদ বেচেঁ যাওয়ায় সঞ্জীবনী পরিবার ও স্বপ্নছ...
09/03/2021

আজ এক বিয়েবাড়ি ও সাহাপুর শিবমন্দির এর নির্মাণ কল্পে ও মূর্তি স্থাপন এর প্রসাদ বেচেঁ যাওয়ায় সঞ্জীবনী পরিবার ও স্বপ্নছায়ায় আলোরদিশা পরিবার একত্রে খাওয়ার গুলো নিয়ে নিত্যানন্দ পুরের রাধাগোবিন্দ মন্দিরের সামনে ও রসিলাদহ আদিবাসী পাড়ায় বিলি করে। আপনাদের সকলকে অনুরোধ করছি যে অনুষ্ঠান বাড়ির খাওয়ার বেচেঁ গেলে নষ্ট করবেন না আমাদের জানাবেন আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় সেগুলো পৌঁছে দিবো।
কন্ট্যাক্ট:৮৯৭২৮২৮৯২২

সঞ্জীবনীর অন্যতম সদস্য এই নিয়ে পরপর তিনবার  রক্তদান করে মুমূর্ষ রুগীকে মৃত্যুর মুখ থেকে ফেরালো। অনেক অনেক ধন্যবাদ ও কৃত...
04/03/2021

সঞ্জীবনীর অন্যতম সদস্য এই নিয়ে পরপর তিনবার রক্তদান করে মুমূর্ষ রুগীকে মৃত্যুর মুখ থেকে ফেরালো। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাউল প্রকাশ দা কে এগিয়ে আসার জন্য। আপনাদের সকলকে অনুরোধ করছি রক্তদানে এগিয়ে আসুন।

এবারে একটি মরণাপন্ন ডেলিভারী পেসেন্ট কে রক্ত(O+) দান করলো সঞ্জীবনীর মেম্বার আনিতা।আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকব।
18/02/2021

এবারে একটি মরণাপন্ন ডেলিভারী পেসেন্ট কে রক্ত(O+) দান করলো সঞ্জীবনীর মেম্বার আনিতা।
আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকব।

Address

Sahapur Chhatianmore
English Bazar
732142

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjeevani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram