30/11/2025
এবারের LFC Diagnostics ও Himalaya Babycare-এর যৌথ উদ্যোগে আয়োজিত সম্পূর্ণ বিনামূল্যের শিশু স্বাস্থ্য–পরীক্ষা ক্যাম্প সফলভাবে সম্পন্ন হলো।
৩০শে নভেম্বর আয়োজিত এই ক্যাম্পে বহু অভিভাবক তাদের ছোট্ট সোনামণিদের নিয়ে উপস্থিত ছিলেন, যেখানে প্রখ্যাত নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রাজদীপ আগরওয়াল শিশুদের স্বাস্থ্যপরীক্ষা করেন অত্যন্ত যত্ন ও দক্ষতার সঙ্গে।
এদিন ছোটদের জন্য বিনামূল্যে Himalaya Baby Products বিতরণ করা হয়, যা অভিভাবকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।
আপনাদের ভালোবাসা ও অংশগ্রহণেই এই উদ্যোগ আরও অর্থবহ হয়ে উঠেছে।
আগামী দিনেও শিশুদের সুস্বাস্থ্যকে কেন্দ্র করে এমন আরও আয়োজন করার প্রতিশ্রুতি রইল।