03/12/2025
হঠাৎ বুক ধড়ফড়? আপনি কি ‘Anxiety Attack’-এর শিকার? মনে রাখবেন, আপনি একা নন!
হঠাৎ করে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে? হাত-পা ঘামছে? মনে হচ্ছে হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে?
এগুলো ‘Anxiety Attack’ বা তীব্র দুশ্চিন্তার লক্ষণ হতে পারে। সেই মুহূর্তে খুব ভয় লাগতে পারে, মনে হতে পারে বড় কোনো বিপদ আসছে। কিন্তু বিশ্বাস রাখুন—আপনি একা নন।
অ্যাংজাইটি বা দুশ্চিন্তার লক্ষণগুলো সাধারণত যেমন হয়:
😰 তীব্র ভয় বা আতঙ্ক গ্রাস করা।
💓 বুক ধড়ফড় করা বা পালস রেট বেড়ে যাওয়া।
🌬️ শ্বাস নিতে কষ্ট হওয়া বা দম বন্ধ লাগা।
🌀 মাথা ঘোরা বা শরীর কাঁপতে থাকা।
লজ্জায় বা ভয়ে চুপ করে থাকবেন না। সঠিক চিকিৎসায় এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শিহা ওয়েলনেস (SHIHA Wellness)-এ ডাক্তার মোজাফফর হোসেন আপনার মনের কথা শুনতে এবং আপনাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সর্বদা প্রস্তুত।
আমরা মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, এবং পাকুড় সহ আশেপাশের সমস্ত রোগীদের মানসিক ও স্নায়বিক চিকিৎসায় সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
আসুন, সুস্থতার পথে প্রথম পদক্ষেপটি আজই ফেলি। আমরা আপনার পাশে আছি।
👇 অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আজই যোগাযোগ করুন: 👇
📞 কল করতে ক্লিক করুন: 02269710685