19/10/2025
🙏 *প্রণয় দা-*
প্রায়ই মহাশূন্যতা অনুভব করতে হয়েছে ।
অনেক বিষয়ে আলোচনা করে মনের মধ্যে শান্তি পাওয়া যেত।
কালো হউক বা সাদা, দাদা-কেমন লাগছে !,
সুযা উত্তর- দুর্দান্ত।
বন্ধুত্ব হল বিশ্বাস, ভালোবাসা ও একে অপরের প্রতি ভরসা দিয়ে তৈরি একটি পবিত্র বন্ধন।
বন্ধুদের স্মৃতি এই দুটি শব্দের মাঝে লুকিয়ে আছে হাজারো ফেলে আসা মুহূর্ত।
"তোমার মতো বন্ধু খুঁজে পাওয়া কঠিন, আর স্মৃতি ভুলে যাওয়া অসম্ভব।”
*দাদা যেখানে থাক ভালো থেকো এই প্রার্থনা রইল 🙏*