09/11/2025
অ্যালার্জি নিরাময়ে হোমিওপ্যাথি
হোমিওপ্যাথি হল সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। সামগ্রিক উপসর্গের ভিত্তিতে ওষুধ নির্বাচনের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয়। ধুলো থেকে অ্যালার্জি হলে খেতে পারেন হিস্টামিন। রুটি খেলে অনেকের অ্যালার্জি হয়। এর জন্য আপনি খেতে পারেন নেট্রাম মিউর। ডিমে অ্যালার্জি থাকলে খেতে পারেন কার্বোভেজ। চা বা কফি থেকে অ্যালার্জি হলে নাক্সভোেম খেতে পারেন। উল্লেখ্য, ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।