DEEPTARKA - Jubo Shaktir Jagoron

DEEPTARKA - Jubo Shaktir Jagoron It's a voluntary organization from Jalpaiguri. Established by a bunch of youths in 2015.

14/02/2021

আজ ১৪ই ফেব্রুয়ারি(২০২১)।ভালোবাসা দিবসের এই বিশেষ দিনে সবার সুস্থ ও নিরোগ জীবন কামনা করে এই পরিমাণ ওষুধ তুলে দেওয়া হল Green Jalpaiguri-NGO এর হাতে।এই সংস্থা ফার্মাসিস্ট ও চিকিৎসকের সাহায্যে বিভিন্ন free health check up camps এ দরিদ্র মানুষদের কাছে আগেও অনেক ওষুধ সুষ্ঠুভাবে বন্টন করেছে।প্রসঙ্গত উল্লেখ্য দীপ্তার্ক আগেও এই সংস্থাকে ওষুধ দিয়ে সাহায্য করেছে।বন্ধনীতে প্রতিটি ওষুধের এক্সপায়ারি ডেট ও দিয়ে দেওয়া হল।

1.Paracetamol 500(apr,22)- 126
2. Metronidazole(dec,21)- 205
3.paracetamol 650(nov,21)- 132
4. Ofloxacin(Apr,21)- 120
5.cetrizine(may,22)- 100
6.miconazole(July,21)- 6
7. Anti scabies lotion(oct,21)-2
8. Wax cleaning ear drop(Apr,21)- 6
9. Moxif eye drop(mar,21)- 18

গত ১৫ই এপ্রিল,২০২০, "জলপাইগুড়ি হিউম্যানিটি গ্ৰুপ" এর হাতে আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য তুলে দিলাম।এই সংগঠন এখনও পর্য...
18/04/2020

গত ১৫ই এপ্রিল,২০২০, "জলপাইগুড়ি হিউম্যানিটি গ্ৰুপ" এর হাতে আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য তুলে দিলাম।এই সংগঠন এখনও পর্যন্ত পঞ্চাশটির ও বেশী দুঃস্থ পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্ৰী যথা চাল,ডাল,আলু,সয়াবিন, পেঁয়াজ, তেল ও সাবান তুলে দিয়েছে।আপনাদের সাহায্য ও আশীর্বাদ পেলে ভবিষ্যতে আরও অনেক পরিবারের পাশে আমরা সকলে দাঁড়াতে পারবো আশা করি

07/04/2020
আজ, ৬ষ্ঠ এপ্রিল,২০২০,"দীপ্তার্ক"  ঘরোয়া হ্যান্ডওয়াশ সহ নিম্নলিখিত জেনেরিক ও  যৎসামান্য ব্র‍্যান্ডেড ওষুধ পুনরায় বিনামূল্...
06/04/2020

আজ, ৬ষ্ঠ এপ্রিল,২০২০,"দীপ্তার্ক" ঘরোয়া হ্যান্ডওয়াশ সহ নিম্নলিখিত জেনেরিক ও যৎসামান্য ব্র‍্যান্ডেড ওষুধ পুনরায় বিনামূল্যে তুলে দিল গ্ৰিন জলপাইগুড়ি N.G.O এর সম্পাদক শ্রী অঙ্কুর দাস মহাশয়ের হাতে।ওনারা নানাবিধ সামাজিক কাজের পাশাপাশি নিয়মিত দরিদ্র মানুষদের দু'বেলা খাওয়ান এবং তাদের অসুখ বিসুখের সময় বৈধ প্রেসক্রিপশন অনুযায়ী ও রেডক্রস সোসাইটির ফার্মাসিস্টের তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ওষুধ বিনামূল্যে প্রদান করে থাকেন।আমাদের কাছে এখনও বেশ কিছু ওষুধ রয়েছে। কেউ আগ্ৰহী হলে সত্বর যোগাযোগ করুন আমাদের(Swapnil Bandyopadhyay) সাথে।
যোগাযোগ নং- 9547613099.
সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন।

যেই ওষুধ আমরা আজ প্রদান করলাম:-

1.Azithromycin 500- 101
2. Multivitamin- 24
3.. Ors- 56
4. Sucralfate- 2
5. liquid cough syrup- 17
6. dry cough syrup-8
7. Homemade handwash-4

আমাদের কাছে বর্তমানে সঞ্চিত ওষুধের তালিকা:-

1.Paracetamol 500- 126
2. Metronidazole- 190
3.paracetamol 650- 132
4. Ofloxacin- 120
6.amlodipine- 24
7.cetrizine- 100
8.miconazole- 6
9. Anti scabies lotion-2
10. Wax cleaning ear drop- 6
11. Albendazole 400- 18
12. Moxif eye drop- 18

*Expiry date আগের একটি পোস্টে ওষুধের তালিকার সাথেই দেওয়া আছে।কেউ চাইলে দেখে নিতে পারেন।

আজ, ১লা এপ্রিল,২০২০,"দীপ্তার্কের" নবাগত সদস্যা অভিশ্রুতির নিজে হাতে তৈরী ১০ বোতল ঘরোয়া হ্যান্ডওয়াশ সহ নিম্নলিখিত জেনেরিক...
01/04/2020

আজ, ১লা এপ্রিল,২০২০,"দীপ্তার্কের" নবাগত সদস্যা অভিশ্রুতির নিজে হাতে তৈরী ১০ বোতল ঘরোয়া হ্যান্ডওয়াশ সহ নিম্নলিখিত জেনেরিক ও যৎসামান্য ব্র‍্যান্ডেড ওষুধ বিনামূল্যে তুলে দেওয়া হলো গ্ৰিন জলপাইগুড়ি N.G.O এর সম্পাদক শ্রী অঙ্কুর দাস মহাশয়ের হাতে।ওনারা নানাবিধ সামাজিক কাজের পাশাপাশি নিয়মিত দরিদ্র মানুষদের দু'বেলা খাওয়ান এবং তাদের অসুখ বিসুখের সময় দেখানো ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী গুরুত্বপূর্ণ ওষুধ প্রদান করে থাকেন।আমাদের কাছে এখনও বেশ কিছু ওষুধ রয়েছে। কেউ আগ্ৰহী হলে সত্বর যোগাযোগ করুন আমাদের(Swapnil Bandyopadhyay) সাথে।
যোগাযোগ নং- 9547613099.
সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন।

যেই ওষুধ আমরা প্রদান করলাম:-

1.Azithromycin 500- 150
2. Paracetamol 500- 100
3. Metronidazole- 100
4.paracetamol 650- 140
5. Ofloxacin- 144
6.amlodipine- 20
7.cetrizine- 114
8. Multivitamin- 20
9.miconazole- 6
10. Ors- 58
11. Sucralfate- 3
12. Ceflox drop- 2
13. Wax cleaning ear drop- 6
14. Anti scabies lotion -1
15. Home made Handwash- 10

আমাদের কাছে বর্তমানে সঞ্চিত ওষুধের তালিকা:-

1.Azithromycin 500- 113
2. Paracetamol 500- 126
3. Metronidazole- 190
4.paracetamol 650- 132
5. Ofloxacin- 140
6.amlodipine- 24
7.cetrizine- 100
8. Multivitamin- 24
9.miconazole- 6
10. Ors- 56
11. Sucralfate- 2
12. Anti scabies lotion-2
13. Wax cleaning ear drop- 6

*Expiry date আগের পোস্টে ওষুধের তালিকার সাথেই দেওয়া আছে।কেউ চাইলে দেখে নিতে পারেন।

করোনা ভাইরাসকে প্রতিহত করতে সকলের ঘরে থাকা একান্তভাবে প্রয়োজনীয়।আর প্রয়োজনীয় প্রচুর পরিমাণে জল পান করা,জরুরি কাজে বাইরে ...
30/03/2020

করোনা ভাইরাসকে প্রতিহত করতে সকলের ঘরে থাকা একান্তভাবে প্রয়োজনীয়।আর প্রয়োজনীয় প্রচুর পরিমাণে জল পান করা,জরুরি কাজে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা,আর বারবার সাবান দিয়ে হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা।তবে বর্তমানে সাবান কিংবা স্যানিটাইজার উভয়েরই আকাল।মানুষ হন্যে হয়ে খুঁজে চলেছে অথচ নামী ওষুধের দোকান গুলিতেও ফুরিয়ে গিয়েছে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি।এমতাবস্থায় "দীপ্তার্কের" নবাগতা সদস্যা অভিশ্রুতি নিজে দায়িত্ব নিয়ে সাবান গুড়ো করে,গ্লিসারিন ও স্যাভলন মিশিয়ে তৈরী করেছে ঘরোয়া হ্যান্ডওয়াশ।আমরা ২০ জন দরিদ্র মানুষের কাছে এই হ্যান্ডওয়াশ পৌঁছে দিতে চাই।এরই সাথে আমরা বিনামূল্যে বেশ কিছু জেনেরিক ও যৎসামান্য স্যাম্পেল ব্র‍্যান্ডেড ওষুধ ও পৌঁছে দিতে চাই সেই মানুষদের কাছে।তবে এখন দল বেঁধে কাজ করা সম্ভব নয়,আর পৃথক ভাবে অনেকের কাছে পৌঁছনোও মুশকিল।তাই আমরা কোনো দায়িত্ববান এন.জি.ও বা সংগঠনের হাতে এ'গুলি তুলে দিতে চাইছি যারা এই মুহূর্তে দরিদ্র মানুষদের হাতে খাওয়ার,ফলমূল, নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছেন।কেউ আগ্ৰহী হলে সত্বর যোগাযোগ করুন আমাদের(Swapnil Bandyopadhyay) সাথে।
যোগাযোগ নং- 9547613099.
আমরা আমাদের সঞ্চিত ওষুধের তালিকা এক্সপায়েরি ডেট সহ পোস্টের সাথে সংযুক্ত করলাম।সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন।

stock:

1.azithromycin 500(expiry jul,20) -263
2.paracetamol 500(apr,22) -226
3.metronidazole(dec,21)- 290
4.paracetamol 650(nov,21)- 272
5.ofloxacin(Apr,21)-284
6.amlodipine(may,21)- 40
7.cetrizine(may,22)-214
8.multivitamin- branded tablet-44+1 syrup
9.miconazole(jul,21)-12
10. ors(jan,21)-114
11. albendazole 400(jan,22)- 18
12. sucralfate(July,20)- 5
13.liquid cough syrup(jan,21)- 17
14. dry cough syrup(jan,21)-8
15.anti scabies lotion(oct,21)-3
16. moxif eye drop(mar,21)-18
17. wax cleaning ear drop(april,21)-12
18. antifungal ear drop(may,21)-3
19. ceflox drop(aug,20)-2

13/01/2020

গতকাল,১২ ই জানুয়ারী,২০২০, আমাদের সংগঠন ছয় বছরে পা রাখলো।স্বামীজির স্বপ্ন ও আশীর্বাদকে পাথেয় করে আমরা চেষ্টা করেছি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াতে ।খুব সীমিত সামর্থ্যের সাহায্যে আমরা কাজ করার চেষ্টা করেছি।কতটা পেরেছি,কতটা পারিনি তার বিচারের দায়িত্ব মানুষ আর মহাকালের হাতে।নেপালের ভূমিকম্প পীড়িতদের ত্রাণ পাঠানোর মধ্যে দিয়ে ২০১৫ সালে শুরু হয়েছিল আমাদের যাত্রা।তারপর থেকে প্রতি শারদীয়ায় দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ,শীতের প্রারম্ভে কম্বল দান,রক্তদান শিবির আয়োজন,বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন ও বিনামূল্যে ওষুধ প্রদান,শিশু শ্রমিক স্কুলের পড়াশোনার জন্য প্রয়োজনীয় ব্ল‍্যাকবোর্ড,চক প্রদান,ওই শিশুদের পায়ের মাপ নিয়ে হাওয়াই চটি প্রদান,অনুভব হোম সহ বিভিন্ন অনাথ আশ্রমগুলোতে তাদের প্রয়োজনমতো বিভিন্ন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমরা।অনেক দুঃস্থ মানুষ যাঁরা চিকিৎসার ক্ষেত্রে আমাদের কাছে সাহায্যের আবেদন করেছেন, তাদের ও আমরা সাধ্যমত সাহায্য করার চেষ্টা করেছি।এছাড়াও প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে বিশ্ব পরিবেশ দিবসে আমরা সকল আগ্ৰহীর হাতে বিনামূল্যে চারাগাছ তুলে দিয়েছি এবং শিশুদের স্কুল সহ শহরের যেই সকল বিদ্যালয় গুলিতে বৃক্ষ পরিচর্যার অনুকূল পরিবেশ রয়েছে সেইসব বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের সাথে হাতে হাত মিলিয়ে চারাগাছ রোপণ করেছি আমরা,যাতে পরিবেশ সম্পর্কে এখন থেকেই তারা সচেতন হতে পারে।চা বাগানগুলোতে এখনও পর্যন্ত আমরা পৌছাতে পারিনি এই ব্যর্থতা আমরা মাথা পেতে নিচ্ছি।পরবর্তীক্ষেত্রে চা বাগানগুলিতেও যাতে আমরা প্রয়োজনমত কাজ করতে পারি তা নিয়ে আমরা আলোচনা করছি।আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা, পরামর্শ, সমালোচনা অত্যন্ত প্রয়োজন।সকলে পাশে থাকবেন ভালো থাকবেন।।

গতকাল ২৪ শে অক্টোবর, ২০১৯ (বৃহস্পতিবার) আমরা জলপাইগুড়ির সেনপাড়া-কালীতলা রোডের ( সেনপাড়া ) খড়িবেচি আর. আর. প্রাথমিক বিদ্...
25/10/2019

গতকাল ২৪ শে অক্টোবর, ২০১৯ (বৃহস্পতিবার) আমরা জলপাইগুড়ির সেনপাড়া-কালীতলা রোডের ( সেনপাড়া ) খড়িবেচি আর. আর. প্রাথমিক বিদ্যালয়ে ( বাসুদেব পাঠশালা ) একটি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলাম এবং সুকান্তনগর কলোনির প্রায় ১৫০ জন দুঃস্থ মানুষের চিকিৎসার পর আমরা তাদের হাতে বিনামূল্যে ঔষধ তুলে দেই।যারা নানারকম শারীরিক যন্ত্রণা এবং প্রতিবন্ধকতায় কাবু হয়ে পড়েছেন তাদের জন্য ছিল ফিজিওথেরাপির ব্যবস্থাও। আমাদের সাথে ছিলেন জেনারেল ফিজিশিয়ান ডা: শিলাদিত্য ভাদুড়ি, অপ্টোমেট্রিস্ট শ্রী প্রতাপ বসাক ও শ্রী অজেয় রায়। ফিজিওথেরাপির দায়িত্ব খুব যত্নসহকারে সামলেছেন শ্রী সপ্তদীপ রায় এবং ঔষধ প্রদানে সাহায্য করেছেন শ্রী ননীগোপাল শীল। এছাড়াও আমাদের সাথে ছিলেন নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজের এম.বি.বি.এস. চতুর্থ বর্ষের ছাত্র শ্রী দেবমাল্য ভট্টাচার্য এবং শ্রী দেবোপম দত্ত, যারা অক্লান্তভাবে জেনারেল ফিজিশিয়ানকে সাহায্য না করলে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। আমরা সকলের কাছে কৃতজ্ঞ তাদের বহুমূল‍্যবান সময় আমাদের শিবিরে ব্যয় করার জন্য। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই ডা: স্বাগতম বসু বিশ্বাস, ডা: রজত দেবদাস, শিক্ষক শ্রী ধ্রুবজ্যোতি পাল মহাশয়, অঙ্গনওয়ারি কর্মী শ্রীমতি স্বপ্না ভৌমিক, শ্রীমতি মমতা মাঝি, জলপাইগুড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ, বেলাকোবা প্রাথমিক চিকিৎসাকেন্দ্র এবং যারা আমাদের আর্থিকভাবে এবং ঔষধ জোগাড় করে সাহায্য করেছেন তাদের সকলকে।

26/08/2019

আগামী অক্টোবর মাসে, দূর্গা পুজোর পরবর্তী সময়ে আমাদের সংগঠন থেকে একটি সমাজসেবামূলক কাজ করা হবে। জলপাইগুড়ির কোন অঞ্চলে কি ধরনের কাজ করা যেতে পারে, সে'বিষয়ে সর্বসাধারণের মতামত চাই॥

এই post টির comment section-এ অথবা সংগঠকদের Facebook ও WhatsApp-এ কিংবা আমাদের E-Mail-এর মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন।
আমাদের E-Mail ID : jal.deeptarkaassociation15@gmail.com

॥ধন্যবাদ॥

শুক্রবার (৯/৮/২০১৯) জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল  'দীপ্তার্ক - যুব শ...
09/08/2019

শুক্রবার (৯/৮/২০১৯) জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল 'দীপ্তার্ক - যুব শক্তির জাগরণ'। বিশ্ব উষ্ণায়ন ধামাচাপা দিতে বৃক্ষরোপণ এবং তার পরিচর্যার গুরুত্ব শুধু পরীক্ষায় লেখা অনুচ্ছেদ/প্রবন্ধ রচনার মধ্যেই যাতে সীমাবদ্ধ না থাকে তার জন্যই এই উদ্যোগ নেওয়া‌। জল শহরের বিভিন্ন স্কুলের বিভিন্ন বয়সী ছাত্র-ছাত্রীদের সাথে শিং ভেঙে বাছুরের দলে নাম লিখিয়ে কাজ করতে বেশ ভালো লাগলো। প্রায় ৭০ টি চারাগাছ নিয়ে বিদ্যালয়গুলিতে রোপন করা হয় ও পথচলতি কিছু উৎসাহী মানুষের মধ্যে বিতরণ করা হয়। পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে ও ক্ষুদে পড়ুয়াদের এবিষয়ে আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

16/10/2018

১৪ই অক্টোবর দীপ্তার্ক থেকে ডাঙাপাড়া ধাইপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে ১৫০জন রোগীর সাধারণ স্বাস্থ্য পরীক্ষা,চক্ষু পরীক্ষা,রক্তে শর্করার পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনমত ফিজিওথেরাপি করা হল এবং হাতে সম্পূর্ণ বিনমূল্যে ওষুধ তুলে দেওয়া হল

Address

Uday Sangha Club, Gandhi More, Corporation Street, Jalpaiguri/
Jalpaiguri
735101

Website

Alerts

Be the first to know and let us send you an email when DEEPTARKA - Jubo Shaktir Jagoron posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DEEPTARKA - Jubo Shaktir Jagoron:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram