30/03/2020
করোনা ভাইরাসকে প্রতিহত করতে সকলের ঘরে থাকা একান্তভাবে প্রয়োজনীয়।আর প্রয়োজনীয় প্রচুর পরিমাণে জল পান করা,জরুরি কাজে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা,আর বারবার সাবান দিয়ে হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা।তবে বর্তমানে সাবান কিংবা স্যানিটাইজার উভয়েরই আকাল।মানুষ হন্যে হয়ে খুঁজে চলেছে অথচ নামী ওষুধের দোকান গুলিতেও ফুরিয়ে গিয়েছে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি।এমতাবস্থায় "দীপ্তার্কের" নবাগতা সদস্যা অভিশ্রুতি নিজে দায়িত্ব নিয়ে সাবান গুড়ো করে,গ্লিসারিন ও স্যাভলন মিশিয়ে তৈরী করেছে ঘরোয়া হ্যান্ডওয়াশ।আমরা ২০ জন দরিদ্র মানুষের কাছে এই হ্যান্ডওয়াশ পৌঁছে দিতে চাই।এরই সাথে আমরা বিনামূল্যে বেশ কিছু জেনেরিক ও যৎসামান্য স্যাম্পেল ব্র্যান্ডেড ওষুধ ও পৌঁছে দিতে চাই সেই মানুষদের কাছে।তবে এখন দল বেঁধে কাজ করা সম্ভব নয়,আর পৃথক ভাবে অনেকের কাছে পৌঁছনোও মুশকিল।তাই আমরা কোনো দায়িত্ববান এন.জি.ও বা সংগঠনের হাতে এ'গুলি তুলে দিতে চাইছি যারা এই মুহূর্তে দরিদ্র মানুষদের হাতে খাওয়ার,ফলমূল, নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছেন।কেউ আগ্ৰহী হলে সত্বর যোগাযোগ করুন আমাদের(Swapnil Bandyopadhyay) সাথে।
যোগাযোগ নং- 9547613099.
আমরা আমাদের সঞ্চিত ওষুধের তালিকা এক্সপায়েরি ডেট সহ পোস্টের সাথে সংযুক্ত করলাম।সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন।
stock:
1.azithromycin 500(expiry jul,20) -263
2.paracetamol 500(apr,22) -226
3.metronidazole(dec,21)- 290
4.paracetamol 650(nov,21)- 272
5.ofloxacin(Apr,21)-284
6.amlodipine(may,21)- 40
7.cetrizine(may,22)-214
8.multivitamin- branded tablet-44+1 syrup
9.miconazole(jul,21)-12
10. ors(jan,21)-114
11. albendazole 400(jan,22)- 18
12. sucralfate(July,20)- 5
13.liquid cough syrup(jan,21)- 17
14. dry cough syrup(jan,21)-8
15.anti scabies lotion(oct,21)-3
16. moxif eye drop(mar,21)-18
17. wax cleaning ear drop(april,21)-12
18. antifungal ear drop(may,21)-3
19. ceflox drop(aug,20)-2