Kidney & Liver Transplant India

Kidney & Liver Transplant India সকল বাংলাদেশি পেসেন্ট কে অবগতির জন্য ?

09/04/2022
ইন্ডিয়াতে চিকিৎসা করাতে আগ্রহী সকল পেসেন্ট কে, অবগতি করা হচ্ছে,যদি কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্ট করাতে চান ইন্ডিয়ার যে ...
29/03/2022

ইন্ডিয়াতে চিকিৎসা করাতে আগ্রহী সকল পেসেন্ট কে, অবগতি করা হচ্ছে,যদি কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্ট করাতে চান ইন্ডিয়ার যে কোন ইন্টারন্যাশনাল হসপিটালে ,
আপনার শর্তে সাপেক্ষে আমরা লিখিত চুক্তিতে কাজ করিয়ে দিবো!!!
ভিসা + ডোনার+ পেপার + সকল প্রয়োজনীয় A to Z কাজ আমরা সম্পুর্ন ভাবে করে থাকি!!!
আপনারা যে কোন প্রকার চিকিৎসার দ্রুত পাবার জন্য যোগাযোগ করুন, আপনার সাথে আমাদের কাজেই পরিচয় হবে ইনশাআল্লাহ!!!

ইন্ডিয়াতে চিকিৎসা করাতে আগ্রহী সকল পেসেন্ট কে, অবগতি করা হচ্ছে,যদি কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্ট করাতে চান ইন্ডিয়ার যে ...
29/12/2021

ইন্ডিয়াতে চিকিৎসা করাতে আগ্রহী সকল পেসেন্ট কে, অবগতি করা হচ্ছে,যদি কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্ট করাতে চান ইন্ডিয়ার যে কোন হসপিটালে, আপনার শর্তে সাপেক্ষে আমরা লিখিত চুক্তিতে কাজ করিয়ে দিবো!!!
ভিসা + ডোনার+ পেপার + সকল প্রয়োজনীয় কাজ আমরা সম্পুর্ন ভাবে করে থাকি!!!
আপনারা যে কোন প্রকার চিকিৎসার দ্রুত পাবার জন্য যোগাযোগ করুন, আপনার সাথে আমাদের কাজেই পরিচয় হবে ইনশাআল্লাহ!!!

বর্তমান সময়ে দিন দিন বেড়েই চলেছে  #কিডনির সমস্যা। সাধারণত কিছু  #অসতর্কতার জন্যই দেখা দেয় এই ধরণের সমস্যা যা পরবর্তীতে ক...
20/11/2021

বর্তমান সময়ে দিন দিন বেড়েই চলেছে #কিডনির সমস্যা। সাধারণত কিছু #অসতর্কতার জন্যই দেখা দেয় এই ধরণের সমস্যা যা পরবর্তীতে কিডনি #ড্যামেজের কারণে পরিণত হয়। তবে কিছু #খাবার আছে যা কিডনিকে #সুস্থ রাখতে সাহায্য করে থাকে। এক নজরে জেনে নিন সেই #খাবারগুলো সম্পর্কে।

১। #আপেল উচ্চ আঁশযুক্ত খাবার। আপেল কাঁচা বা রান্না করে অথবা প্রতিদিন এক গ্লাস আপেলের #জুস খেলে কিডনি ভালো থাকবে।

২। #পেঁয়াজে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনোয়েড রয়েছে, যা রক্তের চর্বি দূর করে। ফলে #কিডনি সুস্থ থাকে। পেঁয়াজে পটাশিয়াম, প্রোটিন আছে যা কিডনির জন্য অনেক উপকারী।

৩। #কিডনি সুস্থ রাখতে খেতে পারেন লাল #ক্যাপসিকাম। লাল ক্যাপসিকামে পটাশিয়াম আছে যা কিডনি সুস্থ রাখতে সাহায্য করে।

৪। #মাছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা ইনফ্লামেশন হ্রাস করে এবং #কিডনি সুস্থ রাখে।

৫। #রসুন ইনফ্লেমেটরি ও কোলেস্টেরল কমাতে বেশ কাজ করে। এতে #অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় দেহের প্রদাহ দূর করে থাকে। সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে #হার্ট ও #কিডনি ভালো থাকে।

৬। #অলিভ অয়েল #হৃদস্বাস্থ্য সুস্থ রাখার পাশাপাশি কিডনিও ভালো রাখে। এতে প্রচুর পরিমাণ ওলিক অ্যাসিড এবং #অ্যান্টি ইনফ্লামেটরি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা #অক্সিডেসন কমিয়ে কিডনি সুস্থ রাখে।

প্রতিটা ফল আল্লাহর নেয়ামত, কিন্তু কিছু কিছু সময় মানুষের জন্য খারাপের দিকটাও চলে আসে, কামরাঙ্গাতে caramboxin নামক এক ধরণে...
31/10/2021

প্রতিটা ফল আল্লাহর নেয়ামত, কিন্তু কিছু কিছু সময় মানুষের জন্য খারাপের দিকটাও চলে আসে,
কামরাঙ্গাতে caramboxin নামক এক ধরণের বিষ থাকে। সাধারণত সুস্থ কিডনি তা দেহ থেকে বের করে দিতে পারে, কিন্তু chronic kidney disease এর রোগীর ক্ষেত্রে তা শরীরে জমা হয়ে রক্তের সাথে মস্তিষ্কে চলে যায়। এই বিষ মস্তিষ্কে যাওয়ার পর যা হতে পারে : ১/ হেঁচকি ২/অবশতা ও দুর্বলতা ৩/ বমি বমি ভাব
৪/ মানসিক অস্থিরতা ৫/ মেন্টাল কনফিউশন
৬/ খিঁচুনি এবং সবশেষে মৃত্যু।

এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, 'আমার তো কিডনির সমস্যা নাই, তাহলে আমি কি কামরাঙ্গা খেতে পারব?' উত্তর হল : প্রথমত, আপনি হয়তো জানেন না আপনার কিডনিতে কোন সমস্যা আছে কি না; দ্বিতীয়ত, প্রতিরোধই উত্তম পন্থা। জেনেশুনে কেন বিষ খাবেন?

পোস্টটা পড়ে থাকলে নিজে সাবধান হোন
আপনজনকেও এই বিষ থেকে রক্ষা করেন।

24/10/2021

বিঃদ্রঃ
১/ কলকাতায় কখনো কিডনি ট্রান্সপ্লান্ট এর জন্য আসলে সময় সম্পর্কে এবং ডোনারের সাথে সম্পর্ক,,, তার উপর নির্ভর করে কাজ করবেন!!!
আগে অবস্থা বুঝে নিবেন।
কারন কখনো কাজ কম্পিলিট হয়, আবার অনেক সময় ৫/৬ মাস ঘুরিয়ে আপনার বিদায় হতে হবে,,, তাই এই ক্ষেত্রে খেয়াল রাখা উচিত!!!

২/ যদি দিল্লি আসেন, তাহলে খুব সহজে, সল্প সময় কাজ হয়ে যায়,,, ১ মাস সময় লাগে ট্রান্সপ্লান্টের প্রসেস শেষ করতে ইনশাআল্লাহ।

কিন্তু কখনো ভালো কম্পানি ছাড়া আসবেন না,,, এবং আসার সময় ১০০% লিখিতো চুক্তি করে আসবেন,,, যাতে কখনো আপনার টাকা গুলো কে অপচয়ে করার সাহস না হয়!!!!

আর কেউ যদি বলে যে আপনাকে 15000 USD তে কাজ করিয়ে দিবো তাহলে মনে রাখবেন সে আপনাকে ফাদে ফেলতে চাচ্ছে,,,

আপনার সকল কাজ শেষ করে যেতে, খরচ হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা, কিন্তু শেখানে যদি কেউ বলে আপনাকে ১২ থেকে ১৫ লাখে হয়ে যাবে এটা আপনাকে ফাদে ফেলে দিবে।

সর্বদা বুঝে শুনে কাজ করন এবং সুস্থো থাকুন!!!
সুন্দর সমাজ গরুন!!!

17/10/2021
07/10/2021

প্রশ্ন : প্রধান কি লক্ষণ দেখলে রোগী বুঝবে যে তার কিডনিতে সমস্যা হয়েছে?

উত্তর : কিছু বিষয় মনে রাখতে হবে যা গুরুত্বপূর্ণ।

শরীর যদি ফুলে যায়, আর সেই ফোলাটা যদি শুরু হয় মুখমন্ডল থেকে।
প্রস্রাবের পরিমাণ স্বাভাবিকের তুলোনায় কমে গেলে।
প্রস্রাব যদি লাল হয় বা রক্ত যায়।
কোমড়ের দুই পাশে যদি ব্যথা হয়। এই ব্যথা তলপেটেও হতে পারে।
উচ্চ রক্তচাপ দেখা দিলে।
তাছাড়া কিছু রোগ আছে যা থাকলে তাদের অবশ্যই কিডনি পরীক্ষা করে নিতে হবে। যেমন ধরুন : কারও যদি ডায়াবেটিক থাকে, উচ্চ রক্তচাপ থাকে, কখন যদি কারও মুখমন্ড ফুলে গিয়ে থাকে, যদি কারও ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, এমন কোন মানুষ যদি থাকে যে খুব বেশি হাটাচলা করেন না-বসে বসে কাজ করেন, কোন করণে যার দীর্ঘদিন ব্যথার ঔষুধ খেতে হয়েছে এবং যারা পানি কম পানে অভ্যস্থ, বংশে যদি কারও কিডনি রোগ থাকে এসব ইতিহাস থাকলে বছরে অন্তত দুইবার কিডনি পরীক্ষা করা উচিৎ।

Address

Jasola Vihar
110025

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kidney & Liver Transplant India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kidney & Liver Transplant India:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram