13/11/2025
আজ একটি দুঃখজনক বেদনাদায়ক ও অযৌক্তিক ঘটনা ঘটেছে প্রয়াসের জায়গাতে, আকাশমনি দেবদারু ও লম্বু গাছ মিলিয়ে মোট ১৫ টি গাছ বিক্রি করে দেয়া হয়েছে কাউকে না জানিয়ে। আমরা কিছু সদস্য বিকেল সাড়ে তিনটের সময় লোকমারফত খবর পাবার পরে গিয়ে দেখি গাছ কেটে গাড়িতে তোলা হয়ে গেছে ।
গাছ কাটার কারণ সহ পুরনো কিছু সমস্যার জন্য আগামীকাল একটি সদস্য মিটিং ডাকা হয়েছে । প্রয়াসের সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য আবেদন ও অনুরোধ করা হচ্ছে । *বিশেষ_করে*
*প্রাণকৃষ্ণ* বসাক
*সমরেশ* দাস ও
*জীবন* বসাক
উপস্থিত থাকবেন
প্রয়াসের সকল সাধারণ সদস্য তরফ হইতে এই মিটিং এর আহ্বান করা হয়েছে।
স্থান প্রয়াসে নিজস্ব জায়গ , সময় প্রয়াস এর হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে কথা বলে জানিয়ে দেয়া হবে ।