14/10/2025
আঁচিল হওয়ার কারণগুলোঃ-
1. ভাইরাস সংক্রমণ (HPV):
সরাসরি সংস্পর্শে (যেমন কারো আঁচিল ছোঁয়া)
সংক্রমিত জিনিসপত্র ব্যবহার করলে (তোয়ালে, রেজার, নখ কাটার যন্ত্র ইত্যাদি)
2. ত্বকে ছোট কাটা বা ফাটল থাকলে:
ভাইরাস সহজে প্রবেশ করে এবং সেই জায়গায় আঁচিল হয়।
3. দুর্বল প্রতিরোধ ক্ষমতা (Low immunity):
যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তাদের শরীরে ভাইরাস সহজে ছড়িয়ে পড়ে।
4. আর্দ্র পরিবেশ:
ঘাম, আর্দ্রতা বা দীর্ঘক্ষণ পানি লাগা ত্বকে ভাইরাস দ্রুত ছড়ায় (যেমন—সাঁতারের পুলে)।