27/08/2025
১৫ লক্ষ টাকা নয়! ২৫ হাজারেই নতুন জীবন দিলেন এই ডাক্তার!তাহলে বলি পুরো ঘটনাটা।
লক্ষ্ণৌতে ৩ বছরের ছোট্ট শিশু খেলার সময় ছাদ থেকে প্রায় ২০ ফুট নিচে পড়ে যায়। এবং একটি লোহার র*ড তার মাথা ও কাঁধ ভেদ করে ঢু*কে যায়।💖
কার্তিককে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার পরিবারকে বলা হয় যে অস্ত্রোপচার করতেই হবে এবং খরচ ধরা হয়েছিল প্রায় ১৫ লক্ষ টাকা।💖
অসহায় পরিবার এত বড় অঙ্ক দিতে না পেরে পরে তাকে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি (কেজিএমইউ) ট্রমা সেন্টারে নিয়ে আসে। রাত তখন ১১:৪৫।সব ডাক্তার থাকে না। তখন এই ডাক্তার এখানে থাকে।💖
সেখানে নিউরোসার্জারি এই ডাক্তারের নেতৃত্বে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন। প্রায় ৩.৫ ঘন্টা ধরে চলে এই অস্ত্রোপচার।
অসহায় সেই পরিবারকে মোটামুটি ২৫ হাজার টাকার একটা বিল দেওয়া হয়।
এখন শিশুটি সুস্থ হয়ে উঠছে এবং আইসিইউতে থাকলেও স্থিতিশীল।
ছবিতে যাকে দেখা যাচ্ছে তাঁর নাম ড. অঙ্কুর বাজাজ।💖💖💖
এই ড. অঙ্কুরের নিজের মা একই হাসপাতালে হার্ট অ্যাটাকের পর ভর্তি ছিলেন। তবুও তিনি ব্যক্তিগত পরিস্থিতি একপাশে রেখে ছোট্ট শিশুর জীবন বাঁচানোকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।💖
ডাক্তার হলে এইরকম হওয়া উচিত। এই ধরণের সমস্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের আমাদের স্যালুট!💖💖💖
©অরূপ মিত্র