05/12/2025
আজ উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ বিভাগের উন্নাও জেলায় জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে মহিলাজনসুনানি অনুষ্ঠিত হয়। উনাও ও হারদোই জেলার একাধিক অভিযোগ ও মামলা গুরুত্বের সাথে শোনা হয়েছে। প্রতিটি নারীকে ধৈর্যের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নারী সুরক্ষা, সম্মান ও ন্যায়ের প্রশ্নে NCW সর্বদা অঙ্গীকারবদ্ধ।
#মহিলাজনসুনানি #উত্তরপ্রদেশ #উনাও #হারদোই #নারীঅধিকার #নারীসুরক্ষা #ন্যায়েরপক্ষে #নারীশক্তি