12/11/2025
নার্সেস ইউনিটির নেতৃত্বে আজ 12/11/25 স্বাস্থ্য ভবনে বিক্ষোভ ডেপুটেশন ছিল ....
অন্যতম ইস্যু
কর্মক্ষেত্রে নিরাপত্তা
নার্সরা 24 ঘণ্টা যেহেতু ওয়ার্ডে থাকে তাই রুগীর পরিজন দের সমস্ত রোষের মুখে পড়তে হয় এই নার্সিং অফিসারদের কেই,
স্বাস্থ্য ভবনের আধিকারিকরা এসব জানেন না সেটা তো হতে পারে না , কিন্তু পরিস্থিতি পরিবর্তনের কোন প্রয়াস আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি ।
আর জি কর ঘটনার পরে এই পরিস্থিতি আরও বেড়েছে বই কমেনি ,
সুপ্রীম কোর্টের নির্দিষ্ট নির্দেশ থাকলেও পশ্চিম বঙ্গ প্রশাসন তার ছিটে ফোঁটাও
ব্যবস্থা করে নি ,
তার মানে তাদের কিছুই এসে যায় না কোন নিগ্রহ বা তার থেকে কোন খারাপ ঘটনাতেও ।
তাই হাসপাতাল বা সেন্টার কোন জায়গাতেই নার্স নিগ্রহ আমরা আর সহ্য করব না ।
শুধু প্রভাব শালী ছাড়া আর কারো নিরাপত্তা নেই আমাদের রাজ্যে ।
সাড়ে চার বছর কন্যা থেকে
সত্তর বছরের বৃদ্ধা
কলেজ পড়ুয়া
স্কুল ছাত্রী
নার্স
চিকিতসক
স্বাস্থ্যকর্মী
কিশোরী রুগী
পথ চলতি মহিলা
বাড়িতে থাকা মহিলা কারও নিরাপত্তা নেই ।
আমরা নার্সিং অফিসার এখনও অধিকাংশই মেয়ে এবং সমাজ বদ্ধ জীব তাই এগুলো এড়িয়ে যেতে পারি না ।
কর্মক্ষেত্রে নিরাপত্তা আমাদের দিতে হবে নয়ত আমরা বৃহত্তর আন্দোলনে যাব ।
স্বাস্থ্য ভবনে দশ দিন পরে আমরা জানতে যাব নিরাপত্তা নিয়ে কোন ব্যবস্থার কথা তারা ভাবছে কি না ।
এছাড়াও পদোন্নতি নিয়ে দীর্ঘসূত্রতা ,
নন-নার্সিং কাজ
নার্সিং অফিসাররা করবে না ,
তারা নার্সিং টাই করবে এই দাবি রাখা হয়েছে ।
সেন্টারে CHO বা health assistant female তারা কোন টাকা দিয়ে তাদের সেন্টার at per করবে না ,
এটা জানালে ওনারা যথেষ্ট গুরুত্ব দেন এবং এটা যাতে না হয় তার চেষ্টা করবেন বলে জানান ।
আজকের deputation নেওয়ার কথা ছিল DHS Sir এর কিন্তু উনি ব্যস্ত থাকার জন্য
Joint DHS , joint DHS nursing
Deputation নিয়েছেন।
এই মুহুর্তে নার্সিং অফিসার দের ঐক্যবদ্ধ থাকাটা
.
সবাইকে ভাবতে বলব ।
বড় আন্দোলন ছাড়া কোন উপায় নেই।
.