21/12/2021
স্ট্রোক কি?
কোন কারণে মস্তিষ্কের নিজস্ব রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার ফলে স্মায়ুকোষ নষ্ট হয়ে যাওয়াকে স্ট্রোক (stroke) বলে। স্ট্রোককে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় সেরিব্রো ভাসকুলার এ্যাকসিডেন্ট (CVA) বলা হয়
স্ট্রোক (stroke) চিকিৎসা :-
ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয়।
যেমন- মবিলাইজেশন এক্সারসাইজ (Mobilizing exercise),
-রেইনজ অব মোশন (ROM)এক্সারসাইজ,
- রিলাক্সেশন (Relaxation )এক্সারসাইজ,
-একটিভ ফ্রি এক্সারসাইজ(Active free exercise),
-একটিভ এসিসটেড এক্সারসাইজ (Active adsissted exercise) ,
-এসিসটেড রেজিসটেড এক্সারসাইজ Active resistred exercise),
-রেজিসটেড (Resisted) এক্সারসাইজ,
-বেলেন্স ট্রেনিং (Balance training),
-গেইট ট্রেনিং (Gait training) ,
-পিএনএফ (PNF) এবং বোবাথ (Bobath) -কেবাথ (Cobath) এক্সারসাইজ, মাসকুলার স্ট্রেচিং,
বিভিন্ন অর্থোসিস বা প্রসথেসিস ট্রেনিং ইত্যাদি বৈজ্ঞানিক পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে রোগী ধীরে ধীরে কর্মক্ষম ও সুস্থ হয়ে ওঠে।
Advice : postural change 2 hourly per day
With regard
Dr. D. Dey (PT)
BPT(HU), DEMS(Kol) CDNT, Sports Medicine, MIACP, MGAPT (Reg no.LM-22712)
LIFE MEMBER of IACP & MGAPT
Cont-9233347429 / 8961005939