Reikimaster Avinandann B Saha

Reikimaster Avinandann B Saha Heal your Mind, body & Soul

☺️ REIKI First Degree Class❤️ রেইকি শক্তি প্রতিদিন ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় ?1. শরীরের ও মনের নেগেটিভিটি দূর হ...
05/11/2025

☺️ REIKI First Degree Class

❤️ রেইকি শক্তি প্রতিদিন ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় ?

1. শরীরের ও মনের নেগেটিভিটি দূর হয়।

2. শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রাণশক্তির সঞ্চার হয়।

3. শরীরের ভিতরে জমে থাকা বিভিন্ন আবর্জনা রেইকি শক্তি দ্বারা বেরিয়ে যায়।

4. কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

5. দুশ্চিন্তা থেকে মুক্তি বা টেনশন ফ্রি জীবন।

6. চেতনার উন্নতি হয়।

7. রাগ, হিংসা, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি দূরীভূত হয়।

8. সম্পর্কের উন্নতি হয় অথবা অবাঞ্ছিত সম্পর্ক জীবন থেকে বেরিয়ে যায়।

9. বিশেষ করে সাতটি চক্রকে শক্তিশালী করে যা বাস্তবতা, কর্মক্ষমতা, ক্রিয়েটিভিটি, বুদ্ধির বিকাশ, করুণা দয়া ইত্যাদি আমাদের মধ্যে বাড়িয়ে দেয়।

10. রেইকি শক্তিকে প্রতিনিয়ত ব্যবহার করলে জীবনের বিভিন্নরকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

11. দূরবর্তী স্থানে অসুস্থ কাউকে রেইকি পাঠিয়ে সুস্থ করা যায়।

12. ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য রেইকি পাঠালে সেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়, বহু ক্ষেত্রে এটি প্রমাণিত।

13. সবথেকে বড় ব্যাপার নিজের ভিতর ইনটিউশন অনেকটাই বেড়ে যায় এবং দিন প্রতিদিন বাড়তে থাকে।

14. এই রেইকি শক্তি এতটুকু বলতে পারি আমরা যাদের পূঁজা করি অর্থাৎ দেব-দেবীদের থেকেও আরও উচ্চ চেতনা স্তর থেকে এসেছে, যার মাহাত্ম শুধুমাত্র প্রয়োগ করেই বোঝা সম্ভব।

15. সর্বশেষে জীবনে সার্বিক উন্নতির জন্য রেইকি শক্তি দারুণভাবে সাহায্য করে থাকে, কারণ এই শক্তি জানে কাকে কোথায় কিভাবে নিয়ে যেতে হবে?

আরও বহু উপকার রেইকি শক্তি দ্বারা পাওয়া যায়।

জীবনে অনেক কিছুই চেষ্টা করে দেখছেন রেইকি শক্তি ও ব্যবহার করে দেখুন।

একবার শেখা আর সারাজীবন উপকার পাওয়া।

রেইকি শেখার জন্য/ Treatment call/ Watsapp করুন- 8697365848✅

👉🏼 রেইকি ফার্স্ট ডিগ্রী ক্লাস:
রেইকি কি?
রেইকি ইতিকথা
রেইকি সম্বন্ধে কয়েকটি কথা
রেইকি কি কি করতে পারে
রেইকির পাঁচটি মূল নীতি
রেইকির জন্য প্রস্তুত হওয়া
চক্র এবং অরা
অ্যাটিউনমেন্ট বা শক্তিপাত
রেইকি ট্রিটমেন্ট
নিজেকে ট্রিটমেন্ট দেবার স্থান
অন্যকে ট্রিটমেন্ট দেবার স্থান
একুশ দিনের আত্মশুদ্ধি
দ্বিতীয় ডিগ্রী সম্বন্ধে কয়েকটা কথা

🌻 রেইকির উপকারিতা:-

🌸রেইকি ভাবাবেগ উন্মুক্ত করতে সাহায্য করে।
🌸রেইকি পীড়ন মুক্তি ঘটায়।
🌸রেইকি সূজনশীলতা বৃদ্ধি করে।
🌸রেইকি সচেতনতা বৃদ্ধি করে।
🌸রেইকি রােগের উৎপত্তিস্থল থেকে আরােগ্য সাধন এর চেষ্টা করে।
🌸রেইকি সম্পূর্ণ আরােগ্যকরণে সাহায্য করে
🌸রেইকি শক্তি বর্ধন করে।
🌸রেইকি শক্তির ভারসাম্য আনে।
🌸 রেইকি ঔষধহীন পার্শ্বপ্রতিকক্রিয়াহীন প্রক্রিয়া।
🌸রেইকি সরলতম প্রয়ােগবিধি।
🌸রেইকি দিব্য।
🌸রেইকি তুলনাহীন এবং কার্যকরী।
🌸রেইকি শিখতে কোনাে বয়স,
শিক্ষাগতযােগ্যতা, ধর্মীয় বাধানিষেধ নেই।
🌸রেইকি সুস্থ অসুস্থ শিশু থেকে বৃদ্ধ যে কোনাে মানুষ শিখে নিজের এবং অন্যের চিকিৎসা করতে পারেন।
🌸রেইকি দ্বারা পশুপাখি এমনকি উদ্ভিদদেরও আরােগ্য করা যায়।























Call/ Watsapp to get Reiki Training/ Treatment- 8697365848✅

https://youtu.be/cmYS-I-aZHw?si=iNMfNCY3tvCAGMOf

Please like, share and subscribe my youtube channel for more videos 🙏🏽

USUI REIKI SECOND DEGREE CLASS🎯⬇️ Course Content ⬇️১. আধ্যাত্মিক রােগনির্ণয়২. আধ্যাত্মিক আরােগ্যকরণ৩. সঙ্গে দূরের মানুষ...
04/11/2025

USUI REIKI SECOND DEGREE CLASS🎯

⬇️ Course Content ⬇️

১. আধ্যাত্মিক রােগনির্ণয়
২. আধ্যাত্মিক আরােগ্যকরণ
৩. সঙ্গে দূরের মানুষকে আরােগ্য
৪. ইচ্ছাপূরণের আধ্যাত্মিক বিধি
৫. নেগেটিভ শক্তি বহিষ্কারবিধি
৬. বদভ্যাস ও নেশামুক্তিবিধি
৭. সঠিক ওজন প্রাপ্তিবিধি
৮. নিজ বাস্তুর পসিটিভিটি
৯. সম্পর্কের আরােগ্যকরণ
১০. লক্ষপূরণের বিধি
১১. অতীত জীবনের প্রভাবমুক্তি
১২. মানসিক এবং শারীরিক ভারসাম্যতা

Contact me to get REIKI Training:- 8697365848☎️

https://youtu.be/cmYS-I-aZHw?si=vwOuqmVVJGpoKNtK

Please like, share and subscribe my youtube channel for more videos🙏🏽

🔯 LAMAFERA Purnima Special Discount Classলামা ফেরা মাস্টার হিলার ক্লাসের কিছু ছবি, পরবর্তী ক্লাসে যুক্ত হতে ম্যাসেজ করুন...
03/11/2025

🔯 LAMAFERA Purnima Special Discount Class

লামা ফেরা মাস্টার হিলার ক্লাসের কিছু ছবি, পরবর্তী ক্লাসে যুক্ত হতে ম্যাসেজ করুন।

World's most Powerful Healing Technique!!!🤩

Original Course Fees Rs. 5500/-❌

PURNIMA SPECIAL Discount Class on 5th November 2025
Time:- 10:30am - 4pm
Discount Fees Rs. 5000/- with Certificate and manual✅

⚜️⚜️ 🕉️ লামা ফেরা 🕉️ একটি তিব্বতের বৌদ্ধদের ব্যবহৃত আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি, যেখানে গৌতম বুদ্ধের পবিত্র আত্মার নৈসর্গিক উপস্থিতিকে সাক্ষী রেখে গ্রহীতার আভামণ্ডলে (AURA) কিছু শক্তিশালী চিহ্ন এবং মন্ত্রের দ্বারা কম্পাঙ্ক (VIBRATIONS) বৃদ্ধি পায়।

⚜️ ভিতর থেকে নিম্নস্তরের শক্তি, ক্ষতিগ্রস্ত, কুশক্তির বিভিন্ন তরঙ্গ, বিভিন্ন রোগের শক্তিস্তরের তরঙ্গ, কালো জাদুর প্রভাব, তন্ত্র মন্ত্র, প্রেতবাঁধা ইত্যাদি ঋণাত্মক প্রভাব থেকে জীবনকে মুক্ত করার সম্ভাবনা উজ্জ্বল করে।

⚜️ আধ্যাত্মিক চেতনা এবং জ্ঞানের দৃষ্টি উন্মোচিত করে।

⚜️⚜️ Lama-Fera একটি 15 মিনিটের অত্যন্ত সরল একটি ক্রিয়া যাহা একজন সাধারণ গৃহবধূ থেকে যে কোনো সাধারণ সংসারী বা আধ্যাত্মিক পথের ব্যক্তি মাত্র একটি দিনের লামাফেরা কোর্স শিখে প্রয়োগ করতে পারেন নিজের বা অন্যের প্রয়োজনে।

⚜️⚜️ গৌতম বুদ্ধ এবং তার প্রদেয় শিক্ষার নির্যাস সম্মলিত করে এই পদ্ধতি হাজার হাজার বছর লুকিয়ে ছিল তিব্বতের লামা দের নিকট।

⚜️ লামাফেরা এমনই একটি আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি যেখানে -

🕉️ আপনার আভামণ্ডলকে (আমাদের সুক্ষ শরীরকে) জ্যোতিপূর্ণ করে তোলে।

🕉️ আপনার স্বাস্থ্য, ব্যবসা এবং ভিটা থেকে অপশক্তির অপসারণ করে।

🕉️ লামাফেরার প্রয়োগ আপনার হরমোনের নিঃস্বরণ, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, হজমপদ্ধতি কে ব্যবস্থাপিত এবং বলপ্রদান করে।

🕉️ সরাসরি শারীরিক বা আধ্যাত্মিক সমস্যার গোড়া থেকে নির্মূলনে সাহায্য করে।

🕉️ জাগরূকতা, জ্ঞানদান এবং জ্ঞানোন্নতির মার্গ উন্মোচন করে।

🕉️ আত্মবল, স্ফূর্তি, বিচক্ষণতা এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

🕉️ আইনি বা সম্পত্তিমূলক বিবাদে শুভফলের প্রাপ্তিতে সাহায্য করে।

🕉️ কালোজাদু, ক্রিয়াকলাপ, শাপ, নজরদোষ ইত্যাদির সুরক্ষা দেয়।

🕉️ প্রাচুর্যতা এবং সমৃদ্ধি আনে।

🕉️ শত্রু হইতে সুরক্ষা।


⚜️⚜️🕉️ লামা -ফেরা এর অন্যতম উপকার -----

১. বাস্তু দোষ, আর্থিক বাঁধা দূর,

২. আইনি সমস্যাজাল থেকে মুক্তি,

৩. ইচ্ছাপূরণ,

৪. জলকে চার্জ করার পদ্ধতি,

৫. দূরবর্তী চিকিৎসা পদ্ধতি,

৬. পূর্ণিমার বিশেষ অপশক্তির নিষ্কাশন বিধি,

৭. জীবনের অত্যন্ত জটিলতম সমস্যার সমাধান,

৮. নিজেকে গভীরভাবে হিলিং - শারীরিক, মানসিক, আধ্যাত্মিক শক্তিকে ভারসাম্য রাখা,

৯. কারুর মধ্যেকার অপশক্তিকে নিষ্কাশন,

১০. আত্মবিশ্বাস, সচেতনতা, জ্ঞান বৃদ্ধি

ইত্যাদি।

⚜️⚜️ লামা ফেরা শিখে এবং সঠিক পদ্ধতিতে এই বিদ্যা নিজের জীবনে প্রয়োগ করে বহু শুভ পরিবর্তন নিয়ে আসুন। ⚜️⚜️

আপনার জীবনে বহু শুভ পরিবর্তন আসুক এটাই কামনা করি।

আজ আমাদের সেন্টারে, রেইকি এবং লামা ফেরা হিলিং করা শুরু হল। ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করুন।

Booking Open!!!
Call/ WhatsApp:- 8697365848✅

https://youtu.be/BreIfH6kl4U?si=XjylWT798HrFVQik

Please like, share and subscribe my youtube channel for more videos🙏🏽

আজকের রেইকি প্রথম ডিগ্রী ডিসকাউন্ট ক্লাসের কিছু ছবিরেইকি শিখুন সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুনBest REIKI Training in KOL...
02/11/2025

আজকের রেইকি প্রথম ডিগ্রী ডিসকাউন্ট ক্লাসের কিছু ছবি
রেইকি শিখুন সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন
Best REIKI Training in KOLKATA 💯

আমাদের পরবর্তী ক্লাস 09.11.2025 তারিখে যুক্ত হতে বা আরো বিস্তারিত জানতে, ডাইরেক্ট মেসেজ করুন। আপনার সন্তানের বয়স যদি, 5 থেকে 15 মধ্যে হয়ে, আপনি যখন শিখতে আসবেন তাদেরকেও নিয়ে আসুন, তাদের বিনামূল্যে শেখানো হবে।

রেইকি প্রথম ডিগ্রী ক্লসে যা শেখান হবে
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
রেইকি কি?
রেইকির ইতিকথা
রেইকি সম্বন্ধে কয়েকটি কথা
রেইকি কি কি করতে পারে
রেইকির পাঁচটি মূল নীতি
রেইকির জন্য প্রস্তুত হওয়া
চক্র এবং অরা
অ্যাটিউনমেন্ট বা শক্তিপাত
রেইকি ট্রিটমেন্ট
নিজেকে ট্রিটমেন্ট দেবার স্থান
অন্যকে ট্রিটমেন্ট দেবার স্থান
একুশ দিনের আত্মশুদ্ধি
দ্বিতীয় ডিগ্রী সম্বন্ধে কয়েকটা কথা

🌷 রেইকির উপকারিতা:
রেইকি ভাবাবেগ উন্মুক্ত করতে সাহায্য করে।
রেইকি পীড়ন মুক্তি ঘটায়।
রেইকি সৃজনশীলতা বৃদ্ধি করে।
রেইকি সচেতনতা বৃদ্ধি করে।
রেইকি সম্পূর্ণ আরোগ্যকরণে সাহায্য করে।
রেইকি ঔষধহীন পার্শ্বপ্রতিকক্রিয়াহীন প্রক্রিয়া।
রেইকি সরলতম প্রয়োগবিধি।
রেইকি শিখতে কোনো বয়স, শিক্ষাগতযোগ্যতা,
ধর্মীয় বাধানিষেধ নেই।
রেইকি সুস্থ অসুস্থ শিশু থেকে বৃদ্ধ যে কোনো মানুষ শিখে নিজের এবং অন্যের চিকিৎসা করতে পারেন।
রেইকি দ্বারা পশুপাখি এমনকি উদ্ভিদদেরও আরোগ্য করা যায়।

Reiki Benefits👇🏾
🙌🏼 Reiki develops and maintains the immune system.
🙌🏼 It helps to increase the energy levels.
🙌🏼 It improves not only the confidence level, but also the overall personality of a person.
🙌🏼 It reduces stress, provides relaxation and enables one to handle pressure.
🙌🏼 It can also be used as a complimentary therapy in conjunction with conventional therapies.
🙌🏼 It helps one to recover from chronic and acute medical problems.
🙌🏼 Reiki promotes creativity and enables one to think in a positive manner.
🙌🏼 It can be used on every living being, including pets and pregnant ladies.
🙌🏼 Since Reiki is a positive energy, it never harms anyone in any manner.

Avinandann B Saha (REIKI MASTER TEACHER)

CROWN - Meditation & Healing Center
https://g.co/kgs/AoYbtH

Follow this link to WhatsApp us: https://wa.me/message/JWS63KEBIX6HI1
Call/ WhatsApp- 8697365848☎️

Youtube Channel: https://youtube.com/













02/11/2025

Best REIKI First Degree Discount Class in KOLKATA 💯

https://youtu.be/cmYS-I-aZHwযারা রেইকি অনলাইনে শিখতে আগ্রহী নন, সামনে থেকে সরাসরি এসে শিখতে চান তাদের জন্য বিশেষ অফারTra...
01/11/2025

https://youtu.be/cmYS-I-aZHw
যারা রেইকি অনলাইনে শিখতে আগ্রহী নন, সামনে থেকে সরাসরি এসে শিখতে চান তাদের জন্য বিশেষ অফার

Traditional Usui (Shiki Rhoyo) Reiki First Degree (ট্রাডিশনাল রেইকি প্রথম ডিগ্রী) CERTIFICATE COURSE যদি আমাদের কলকাতা সেন্টারে এসে শিখে যান 9th November (Sunday 11AM - 5PM) কেবল ওই দিন আপনি Rs 3000 পরিবর্তে মাত্র Rs 2000 দিতে হবে, ওই নির্দিষ্ট তারিখের জন্যই এই অফার প্রযোজ্য

সঠিক পদ্ধতিতে রেইকি শিখে শরীর ও মনকে সুস্থ রাখতে যোগাযোগ করুন Call/ WhatsApp:- 8697365848✅

মাত্র ১০জন বুকিং করতে পারেন

৫বছর থেকে ১৪বছর অব্দি বাচ্ছাদের ফ্রীতে শেখানো হয়, বাবা বা মায়ের মধ্যে একজনকে শিখতে হবে।

কি কি শেখানো হবে তার লিখিত রূপ
👇🏻
রেইকি প্রথম ডিগ্রী ক্লাস:
রেইকি কি?
রেইকি ইতিকথা
রেইকি সম্বন্ধে কয়েকটি কথা
রেইকি কি কি করতে পারে
রেইকির পাঁচটি মূল নীতি
রেইকির জন্য প্রস্তুত হওয়া
চক্র এবং অরা
অ্যাটিউনমেন্ট বা শক্তিপাত
রেইকি ট্রিটমেন্ট
নিজেকে ট্রিটমেন্ট দেবার স্থান
অন্যকে ট্রিটমেন্ট দেবার স্থান
একুশ দিনের আত্মশুদ্ধি
দ্বিতীয় ডিগ্রী সম্বন্ধে কয়েকটা কথা

রেইকি দ্বিতীয় ডিগ্রী ক্লাস:👇🏾
রেইকি চিহ্ন
অ্যাটিউনমেন্ট বা শক্তিপাত
রেইকি দূরবর্তী চিকিৎসা পদ্ধতি
দীর্ঘক্ষণের দূরবর্তী চিকিৎসা পদ্ধতি
পরিকল্পনার জন্য রেইকি
শুভকামনার জন্য রেইকি
রেইকি বাক্স
রেইকি মানসিক চিকিৎসা পদ্ধতি
সম্পর্ক সুদৃঢ়করণ পদ্ধতি
রেইকি বিদেহী আত্মার জন্য
শক্তি সঞ্চালন পদ্ধতি

HARDCOPY MANUAL & CERTIFICATE ARE INCLUDED

প্রত্যেক স্টুডেন্ট LUNCH পাবেন 2pm, স্টুডেন্ট ব্যতীত অতিরিক্ত ব্যক্তি (পরিবারের লোক বা অভিভাবক ইত্যাদি) সঙ্গে এলে মাথাপিছু কেবল Lunch এর জন্য Rs 150 অতিরিক্ত লাগবে

🙏🙏🙏 সম্পূর্ণ পড়ুন তারপর বিস্তারিত জানতে What's app 👇👇 https://wa.me/message/JWS63KEBIX6HI1

🌻 রেইকির উপকারিতা:~
🌸রেইকি ভাবাবেগ উন্মুক্ত করতে সাহায্য করে।
🌸রেইকি পীড়ন মুক্তি ঘটায়।
🌸রেইকি সৃজনশীলতা বৃদ্ধি করে।
🌸রেইকি সচেতনতা বৃদ্ধি করে।
🌸রেইকি রোগের উৎপত্তিস্থল থেকে আরোগ্য সাধন এর চেষ্টা করে।
🌸রেইকি সম্পূর্ণ আরোগ্যকরণে সাহায্য করে রেইকি শক্তি বর্ধন করে।
🌸রেইকি শক্তির ভারসাম্য আনে।
🌸রেইকি ঔষধহীন পার্শ্বপ্রতিকক্রিয়াহীন প্রক্রিয়া।
🌸রেইকি সরলতম প্রয়োগবিধি।
🌸রেইকি দিব্য।
🌸রেইকি তুলনাহীন এবং কার্যকরী।
🌸রেইকি শিখতে কোনো বয়স, শিক্ষাগতযোগ্যতা, ধর্মীয় বাধানিষেধ নেই।
🌸রেইকি সুস্থ অসুস্থ শিশু থেকে বৃদ্ধ যে কোনো মানুষ শিখে নিজের এবং অন্যের চিকিৎসা করতে পারেন।
🌸রেইকি দ্বারা পশুপাখি এমনকি উদ্ভিদদেরও আরোগ্য করা যায়।

CROWN - Meditation & Healing Center https://g.co/kgs/Yp3GXu
Call/ Whatsapp- 8697365848📲

Please share with your Family & Friends













📍 100% FREE REIKI Training For Kids (5-15) years With CertificateAwesome for having good concentration, healthy body & m...
27/10/2025

📍 100% FREE REIKI Training For Kids (5-15) years With Certificate

Awesome for having good concentration, healthy body & mind & future decisions....

Hey Parents! Get Free Reiki Training for Your Kids হ্যাঁ বাচ্চারাও রেইকি শিখতে পারে, অবাক হবেন না
বাচ্চাদের রেইকি শেখালে পড়াশোনায় মন বসে, একাগ্র হতে এবং শরীর মন সুস্থ হতে সাহায্য হয়

বাচ্চাদের সার্টিফিকেট সহ রেইকি ট্রেনিং সম্পূর্ণ বিনামূল্যে

১. বাচ্চারা এইটা শিখে সত্যি খুব আনন্দ পাবে যখন সে দেখবে হাত দিয়ে শক্তিপ্রবাহের জাদুর মতো অনুভূতি

২. নিয়মিত মাত্র ২০ থেকে ৩০ মিনিট রেইকি প্রাকটিস করলে বাচ্চা নিজেই পড়তে বসে মনোযোগ দিয়ে আনন্দ পাবে

৩. শরীর আগের থেকে প্রাকৃতিকভাবেই বেশি সুস্থ থাকবে এবং মানসিক অবসাদ বা রাগ বা চিড়চিড়ে ভাব, ঘুম না হওয়া, অত্যধিক বদ জেদি হওয়া কে ভারসাম্যে আনে

৪. জীবনের সঠিক ক্যারিয়ার নির্বাচন ও বুদ্ধি বিকাশে দারুন কাজ দেয়

৫. যদি কোনো বাচ্চা নিয়মিত রেইকি প্রাকটিস করে তাহলে ৬মাসে বাচ্চাকে আপনি অতিবিশেষ জ্যোতি লক্ষ্য করবেন তার আচার, বিচার, বুদ্ধি এবং একাগ্রতায়

৬. ভিতরের চাপা কষ্ট বা বলা কথার নেগেটিভিটি দূর করে

৭. আত্মবিশ্বাস ও পুরুস্বার্থের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক


🔴 একটা বাচ্চার পিছনে ৩ মাসে হরলিক্স, কমপ্লান, দুধ (যদি দেওয়া হয়) এর খরচ বনাম একটি রেইকি সুঅভ্যাস দুটোকে পাশাপাশি মিলিয়ে দেখলে প্রথমটি সময়ে সময়ে ফুরিয়ে যায় কিন্তু রেইকি অভ্যাস বটবৃক্ষের মতো জীবনব্যাপী ব্যাপ্তি ও ছায়া দিতে সক্ষম

যোগাযোগ সরাসরি করুন এখনই
Call/ Watsapp- 8697365848

✅ শর্ত সাপেক্ষ t&c applicable

https://youtu.be/cmYS-I-aZHw?si=vdcbA3R55crbTVXp

Please like, share and subscribe my youtube channel for more videos 🙏🏽

Amazing FEEDBACKS of Students about their Experiences🙏🏽
25/10/2025

Amazing FEEDBACKS of Students about their Experiences🙏🏽

FACE READING Full Professional Class🟣একজন ব্যাক্তি কে জানার সহজ ও অন্যতম  সেরা উপায় ।🧏🏻  🥰 হ্যাঁ ঠিকি দেখছেন , একজন মানু...
25/10/2025

FACE READING Full Professional Class🟣

একজন ব্যাক্তি কে জানার সহজ ও অন্যতম সেরা উপায় ।

🧏🏻

🥰 হ্যাঁ ঠিকি দেখছেন , একজন মানুষ এর মুখমন্ডল এর মধ্যেই তার পুরোটা জীবন প্রকাশ পায় ।
একজন ব্যাক্তির মুখমন্ডল দেখে খুব সহজেই তার ভুত , ভবিষ্যাৎ ,বর্তমান ও তার গ্রহের দশা ।
আয় উন্নতি কেমন হবে ।

📍 সেই ব্যাক্তিটি কেমন ব্যক্তিতের মানুষ বলা যেতেই পারে।
📍 এমন অনেক মানুষ আছেন না তারা নিজের রাশি , জন্ম তারিখ , জন্ম মাস কিছুই বলতে পারেন না তাদেরও এই রিডিং করা যায় ।

📍 সকলেই উপকৃত হোতে পারবেন এই উপায়
আসুন নিজের ও প্রিয় জনের জীবন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিন ।

Online Fees Rs. 1500/-(With PDF Certificate and manual)

Offline Fees Rs. 2500/-

Date:- 26th October 2025

📍এই সুবিধা পেতে যোগাযোগ করুন 👉🏻 WhatsApp:- 8697365848 ✅

💐 BASIC CHALDEAN NUMEROLOGY courseWebinar highlights:-1. Importance of Numerologyনিউমরোলজির প্রয়োজনীয়তা2. Characteristic...
24/10/2025

💐 BASIC CHALDEAN NUMEROLOGY course

Webinar highlights:-
1. Importance of Numerology
নিউমরোলজির প্রয়োজনীয়তা

2. Characteristics of numbers 1 to 9
সংখ্যা ১-৯ এর বৈশিষ্ট্য

3. What your Birthdate tells about you
আপনার জন্মদিন কি বলে আপনার সম্বন্ধে

4. Planetary effects on Numerology
নিউমরোলজিতে গ্রহের প্রভাব

Language: Bengali
Online: Zoom Meeting

Book your Seat NOW
👇👇👇👇👇👇👇👇
https://wa.me/message/JWS63KEBIX6HI1

🔢একজনের জন্ম তারিখ, নাম কি বলে তার সম্বন্ধে, নিজেরটা জানুন, আপনার প্রিয়জন বা অন্যদের ব্যাপারে ও জানুন বা তাদের জানতে সাহায্য করুন।

Advance Chaldean Numerology Class
Advance সেলদিয়ান নিউমরলজি ক্লাস

Course Content:

1. Meaning of numbers, 0-9
০ - ৯ সংখ্যার মনে, তারা কোন গ্রহের সাথে যুক্ত, তাদের পজিটিভ ও নেগেটিভ গুণগুলি কি

2. Birthday number, 1-31
একজনের জন্মদিন থেকে তার চরিত্র সম্বন্ধে কি বোঝা যায়।

3. Meaning of alphabets, A to Z
A - Z, কোন সংখ্যার সাথে যুক্ত, ও তাদের গুন।

4. Life path number (destiny number)
আপনি এই জীবনে কি উদ্দ্যেশ্যে পূরণ করতে এসেছেন।

5. Name (first name, full name)
আপনার নামের প্রথম ভাগ, কোন নম্বরের দ্বারা প্রভাবিত, সেটা আপনার সম্বন্ধে কি বলে।

আপনার পুরো নাম, কোন নম্বরের দ্বারা প্রভাবিত, সেটা আপনার সম্বন্ধে কি বলে।

6. Heart desire number
আপনার ইচ্ছা গুলি কি ধরনের।

7. Secret self number
আপনার কল্পনা গুলি কি রকমের।

8. Maturity number
আপনি ৪০ বছরের পর কোন নম্বরের দ্বারা প্রভাবিত হবেন।

9. Attitude number
আপনার জীবনের প্রতি দৃষ্টি ভঙ্গি কি রকম।

10. Balance number
আপনি যখন বিপদে পড়েন, কোন নম্বরের গুনের সাহায্যে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

11. Personal year
চলতি বছরটা কেমন কাটতে পারে।
কি করা ঠিক হবে বা কি করা ঠিক হবেনা।

12. Personal month
চলতি মাস্টা কেমন কাটতে পারে। কি করা ঠিক হবে বা কি করা ঠিক হবেনা।

13. Personal day
দিনটা কেমন কাটতে পারে।

14. Mobile Number
আপনার মোবাইল নম্বর কি বলছে

Manual: English(Pdf)
E-Certificate

BASIC Numerology Online Course Fees Rs. 1500/-
ADVANCE Numerology Online course fee Rs. 6500/-✅

https://youtu.be/jD3CwtwMIsY?si=12wFFnduWXeFgjms

Please, like share and subscribe my youtube channel for more videos 🙏🏽

Call/ Watsapp For Registration- 8697365848👇👇👇👇👇👇

সকলকে জানাই শ্রী শ্রী কালীপূজো ও শুভ দীপাবলীর আন্তরিক প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন।
23/10/2025

সকলকে জানাই শ্রী শ্রী কালীপূজো ও শুভ দীপাবলীর আন্তরিক প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Kolkata
700037

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+918697365848

Alerts

Be the first to know and let us send you an email when Reikimaster Avinandann B Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Reikimaster Avinandann B Saha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram