05/11/2025
☺️ REIKI First Degree Class
❤️ রেইকি শক্তি প্রতিদিন ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় ?
1. শরীরের ও মনের নেগেটিভিটি দূর হয়।
2. শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রাণশক্তির সঞ্চার হয়।
3. শরীরের ভিতরে জমে থাকা বিভিন্ন আবর্জনা রেইকি শক্তি দ্বারা বেরিয়ে যায়।
4. কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
5. দুশ্চিন্তা থেকে মুক্তি বা টেনশন ফ্রি জীবন।
6. চেতনার উন্নতি হয়।
7. রাগ, হিংসা, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি দূরীভূত হয়।
8. সম্পর্কের উন্নতি হয় অথবা অবাঞ্ছিত সম্পর্ক জীবন থেকে বেরিয়ে যায়।
9. বিশেষ করে সাতটি চক্রকে শক্তিশালী করে যা বাস্তবতা, কর্মক্ষমতা, ক্রিয়েটিভিটি, বুদ্ধির বিকাশ, করুণা দয়া ইত্যাদি আমাদের মধ্যে বাড়িয়ে দেয়।
10. রেইকি শক্তিকে প্রতিনিয়ত ব্যবহার করলে জীবনের বিভিন্নরকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
11. দূরবর্তী স্থানে অসুস্থ কাউকে রেইকি পাঠিয়ে সুস্থ করা যায়।
12. ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য রেইকি পাঠালে সেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়, বহু ক্ষেত্রে এটি প্রমাণিত।
13. সবথেকে বড় ব্যাপার নিজের ভিতর ইনটিউশন অনেকটাই বেড়ে যায় এবং দিন প্রতিদিন বাড়তে থাকে।
14. এই রেইকি শক্তি এতটুকু বলতে পারি আমরা যাদের পূঁজা করি অর্থাৎ দেব-দেবীদের থেকেও আরও উচ্চ চেতনা স্তর থেকে এসেছে, যার মাহাত্ম শুধুমাত্র প্রয়োগ করেই বোঝা সম্ভব।
15. সর্বশেষে জীবনে সার্বিক উন্নতির জন্য রেইকি শক্তি দারুণভাবে সাহায্য করে থাকে, কারণ এই শক্তি জানে কাকে কোথায় কিভাবে নিয়ে যেতে হবে?
আরও বহু উপকার রেইকি শক্তি দ্বারা পাওয়া যায়।
জীবনে অনেক কিছুই চেষ্টা করে দেখছেন রেইকি শক্তি ও ব্যবহার করে দেখুন।
একবার শেখা আর সারাজীবন উপকার পাওয়া।
রেইকি শেখার জন্য/ Treatment call/ Watsapp করুন- 8697365848✅
👉🏼 রেইকি ফার্স্ট ডিগ্রী ক্লাস:
রেইকি কি?
রেইকি ইতিকথা
রেইকি সম্বন্ধে কয়েকটি কথা
রেইকি কি কি করতে পারে
রেইকির পাঁচটি মূল নীতি
রেইকির জন্য প্রস্তুত হওয়া
চক্র এবং অরা
অ্যাটিউনমেন্ট বা শক্তিপাত
রেইকি ট্রিটমেন্ট
নিজেকে ট্রিটমেন্ট দেবার স্থান
অন্যকে ট্রিটমেন্ট দেবার স্থান
একুশ দিনের আত্মশুদ্ধি
দ্বিতীয় ডিগ্রী সম্বন্ধে কয়েকটা কথা
🌻 রেইকির উপকারিতা:-
🌸রেইকি ভাবাবেগ উন্মুক্ত করতে সাহায্য করে।
🌸রেইকি পীড়ন মুক্তি ঘটায়।
🌸রেইকি সূজনশীলতা বৃদ্ধি করে।
🌸রেইকি সচেতনতা বৃদ্ধি করে।
🌸রেইকি রােগের উৎপত্তিস্থল থেকে আরােগ্য সাধন এর চেষ্টা করে।
🌸রেইকি সম্পূর্ণ আরােগ্যকরণে সাহায্য করে
🌸রেইকি শক্তি বর্ধন করে।
🌸রেইকি শক্তির ভারসাম্য আনে।
🌸 রেইকি ঔষধহীন পার্শ্বপ্রতিকক্রিয়াহীন প্রক্রিয়া।
🌸রেইকি সরলতম প্রয়ােগবিধি।
🌸রেইকি দিব্য।
🌸রেইকি তুলনাহীন এবং কার্যকরী।
🌸রেইকি শিখতে কোনাে বয়স,
শিক্ষাগতযােগ্যতা, ধর্মীয় বাধানিষেধ নেই।
🌸রেইকি সুস্থ অসুস্থ শিশু থেকে বৃদ্ধ যে কোনাে মানুষ শিখে নিজের এবং অন্যের চিকিৎসা করতে পারেন।
🌸রেইকি দ্বারা পশুপাখি এমনকি উদ্ভিদদেরও আরােগ্য করা যায়।
Call/ Watsapp to get Reiki Training/ Treatment- 8697365848✅
https://youtu.be/cmYS-I-aZHw?si=iNMfNCY3tvCAGMOf
Please like, share and subscribe my youtube channel for more videos 🙏🏽