29/11/2025
🔥🔥অণ্ডকোষ বা টেস্টিস 🔥🔥
বেশি স"হবাস করলে অন্ড*কোষ ঝুলে যায় –
সত্যি নাকি মিথ্যা? আসুন জেনে নিন
অনেকে ভাবে, বেশি স"হবাস মানেই ঝুলে যাবে।আসলে এটা পুরোপুরি সত্য নয়!
স**হবাসে সাময়িকভাবে অণ্ড*কোষ নিচে নেমে যেতে পারে,
কারণ শরীর গ*রম হয়, ত্বক ঢিলা হয়।
তবে এটা স্বাভাবিক ও সাময়িক।
অনিয়ন্ত্রিত জীবনযাপন হঠাৎ করে ডায়েট করে শরীর কমানো। অনেক সময় ধরে ঢিলা প্যান্ট, লুঙ্গী, ধুতি পরিধান করা।
এবং ভিতরে অন্তবাস বা জাঙ্গিয়া পরিধান না করা।
এছাড়াও জেনেটিক কিছু কারণ থাকে পূর্বপুরুষদের যদি এই সমস্যা থেকে থাকে তাহলে অনেক সময় তাদের জিনগত বৈশিষ্ট্যের কারণে এটা বয়ে বেড়াতে হয় অন্যদের।
এস্থায়ীভাবে ঝুলে যাওয়া সাধারণত বয়স বা ত্বকের কারণে হয়।
মেলামেশার কারণে যে এমনটি হয় এর কোন বৈজ্ঞানিক তথ্য নেই।
(Collected)