MY,Dream#Nanotechnology

MY,Dream#Nanotechnology My personal blog is for all people in the world to see natural and beautiful place around the world

22/11/2025

সামর্থ্য? কম-বেশী হতে পারে, তবে আমাদের যত্ন আর ভালোবাসার…কোন কমতি হবেনা।

🚾উপরে দেখে ভিতর বুঝার সাধ্য’কি আর সবার থাকে,হাসিমুখের আড়ালে কত কান্না লুকায় কে জানে কে রাখে।চোখে আনন্দ, মুখে হাসি —ভেতরে...
22/11/2025

🚾উপরে দেখে ভিতর বুঝার সাধ্য’কি আর সবার থাকে,
হাসিমুখের আড়ালে কত কান্না লুকায় কে জানে কে রাখে।
চোখে আনন্দ, মুখে হাসি —
ভেতরে তবু তোলপাড় ব্যথার ঢেউ,
যে দেখে না সে ভাবে সুখী,
যে বোঝে সে জানে—
এ এক নিঃশব্দে হয়ে যাওয়া ক্ষয়...

মানুষ এখন মুখ দেখে বিচার করে,
মন বোঝে না কেউ, সময় কারো হয় না,
ভালো থাকার অভিনয়টা এখন রীতিমতো শিল্প,
কিন্তু সেই অভিনয়ের পেছনে থাকে এক নিঃশেষ দাহন—
নিঃস্বার্থ, নিঃশব্দ, নিঃশেষিত জীবন...✅

22/11/2025

🚾তুমি জেনে রেখো, আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা অনুভূতিতে তুমি আছো। তোমার জন্য আমার ভালোবাসা কোনোদিন শেষ হবে না, কোনোদিন মুছে যাবে না। যত আঘাত দাও, যত কষ্ট দাও, যত দূরে সরে যাও না কেন আমার ভালোবাসা তোমাকে ঘিরেই থাকবে। তুমি বুঝতে না পারলেও আমি জানি, এই ভালোবাসা সীমাহীন, এই ভালোবাসা আজীবনের। যেদিন তুমি দেখবে আমার ভালোবাসা শেষ হয়ে গেছে, সেদিন তুমি ভেবে নিও আমি আর নেই। কারণ তুমি ছিলে আমার নিঃশ্বাসের কারণ, তুমি ছিলে আমার বেঁচে থাকার আলো। আমার ভালোবাসা যতদিন আছে, ততদিন আমি আছি; যেদিন আমার ভালোবাসা নেই, সেদিন আমার অস্তিত্বও নেই।

তুমি হয়তো কখনো বুঝবে না, কেউ একজন কত গভীরভাবে কাউকে ভালোবাসতে পারে, তার প্রতিটা স্বপ্নে, প্রতিটা প্রার্থনায়, প্রতিটা অশ্রুতে কাউকে বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু আমি জানি, আমি যতটা ভালোবেসেছি, তা কোনোদিন শেষ হওয়ার নয়। এই পৃথিবী ঘুরে গেলেও, এই আকাশ বদলে গেলেও, আমার হৃদয় তোমাকেই আঁকড়ে থাকবে। তুমি আমার দুনিয়া, তুমি আমার সবকিছু, আর তোমার জন্য এই ভালোবাসা চিরদিনের, শেষহীন"!!✅

🚾"একজন বলেছিলো ''চালাকি করে আপনি একটা মানুষকে হয়তো দু একবার ঠকাতে পারবেন..। কিন্তু এরপর যখন হা'রাবেন, সারাজীবনের জন্যই হ...
22/11/2025

🚾"একজন বলেছিলো ''চালাকি করে আপনি একটা মানুষকে হয়তো দু একবার ঠকাতে পারবেন..। কিন্তু এরপর যখন হা'রাবেন, সারাজীবনের জন্যই হা'রাবেন..!'' আসলে আপনি জিতেন নাই, আপনি হেরে গেছেন। হ্যাঁ আমি জানি আপনি তাকে ঠ'কিয়ে খুব খুশি থাকবেন, আপনার সময় ভালো যাবে। তারপর কোনো একদিন টের পাবেন 'সেই মানুষ টার মতো আর কেউ আপনাকে এতো ভরসা করে নাই! সেই মানুষ টার মতো আপনাকে কেউ এতো ভালোবাসে নাই..!

এরপর চাইলেও আর সেই মানুষ টা কে পাবেন না! আপনি শুরুতেও 'জিতে' যান নাই..! আপনি ই ঠ'কে গেছেন! কোনো না কোনো সময় আপনি আ'ফসোস করবেন, সেই আ'ফসোস আপনাকে আর 'শান্তি' দিবেনা..!!✅

জীবন আমাকে ধীরে ধীরে শিখিয়েছে—নিজের ভুল থেকে পালিয়ে বাঁচা যায় না।যখনই বুঝেছি কোথাও আমি ঠিক ছিলাম না,নিজের অহং সরিয়ে শান্...
22/11/2025

জীবন আমাকে ধীরে ধীরে শিখিয়েছে—
নিজের ভুল থেকে পালিয়ে বাঁচা যায় না।
যখনই বুঝেছি কোথাও আমি ঠিক ছিলাম না,
নিজের অহং সরিয়ে শান্ত মনে স্বীকার করেছি।

এটা আমার জন্মগত স্বভাব ছিল না,
সময় আমাকে বদলে দিয়েছে।
একসময় ভাবতাম নিজেকে সঠিক প্রমাণ করাই বড় কথা,কিন্তু পরে বুঝেছি ভুল মানা অনেক সহজ,
আর সেই স্বীকারোক্তিই মানুষকে হালকা করে।

আগে কেউ কোনো সিদ্ধান্ত নিলে
যদি তা আমার পছন্দ মতো না হত,
আমি তৎক্ষণাৎ বিরোধিতা করতাম।
মনে হত—আমার মতটাই ঠিক।
কিন্তু এখন আর তেমন লাগেনা।
মানুষ কী চাইলো, কী ভাবলো—
সেটাই তাদের জন্য যথেষ্ট।

কারণ সবাই নিজের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেয়।

ইদানীং আমি নিজের অবস্থান স্পষ্ট রাখি।
কথায় ঘুরপাক দেই না,
ভাব লুকানোর চেষ্টাও করি না।
যা মনে হয়, পরিষ্কারভাবে বলি।

নিজেকে পানি বানানোর চেষ্টা করছি—
যে কোনো পাত্রে ঢাললে যেমন রূপ নেয়,
তেমনি আমিও পরিস্থিতি অনুযায়ী বদলে যাচ্ছি।
নিজেকে আর কঠোর করে ধরে রাখছি না,
মানিয়ে নেওয়াকে দুর্বলতা নয়—
পরিপক্বতা ভাবছি।

এখন আর তর্ক নেই, রাগ নেই,
কোনো অভিযোগও নেই কারো প্রতি।
মানুষ যেমন চায়, তেমনই থাকুক—
আমি শুধু শান্তির সাথে নিজের পথটুকু বেছে নিচ্ছি,,,✅

🚾জীবনে এমন কাউকে বেছে নিন, যে 'মুগ্ধ নয়নে' এইভাবে তাকিয়ে থাকবে। যে আপনার দিকে তাকিয়ে নিজেই বলবে 'এই মানুষ টা এতো ভালো কে...
22/11/2025

🚾জীবনে এমন কাউকে বেছে নিন, যে 'মুগ্ধ নয়নে' এইভাবে তাকিয়ে থাকবে। যে আপনার দিকে তাকিয়ে নিজেই বলবে 'এই মানুষ টা এতো ভালো কেনো?'

জীবনে এমন কাউকে বেছে নিন যার সাথে থাকলে আপনার চেহারা এইভাবে গ্লো করবে! যার সাথে আপনাকে দেখলেই মানুষজন বুঝে যাবে 'আপনি অনেক সুখে আছেন'
জীবনে এমন কাউকে বেছে নিন, যার জন্য আপনাকে 'চেঞ্জ' হতে হবেনা, যে বলবে 'তুমি যেমন আছো,যেভাবে খুশি আছো সেভাবে থাকো। আমি সব সামলাতে পারবো!' ❤️

জীবনে এমন কাউকে বেছে নিন, যে ফিল করাবে আপনি ই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ,,,✅

,,

,,

,,

🚾সময়----সময় -- আমাদের বুঝিয়ে দেয় কোন মানুষটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ""ভয়ংকর ব্যাপার হলো ---সময় আমাদের এমন মানুষদ...
22/11/2025

🚾সময়----
সময় -- আমাদের বুঝিয়ে দেয়
কোন মানুষটা আমাদের জীবনে
কতটা গুরুত্বপূর্ণ "
"ভয়ংকর ব্যাপার হলো ---
সময় আমাদের এমন মানুষদের দিকে ইঙ্গিত দেয়
যে আমাদের সবচেয়ে কাছের, নিকটের, মানুষ "--
"জানেন"
"হৃদয়কে তখন মানানো যায় না,
যে আমি তার দ্বারা অবহেলিত হবো।"
"কিছু হারিয়ে ফেলে আস্থা
আর কিছু ফুরিয়ে ফেলা ডায়রির পাতা "
দু’টোই যেনো বুক ফাটানো আর্তনাদ,,,,✅

22/11/2025

🚾স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই, স্বামীর কথা শুনুন, পর্দা করুন, একটু ধৈর্য ধরুন, আর ভালো ব্যবহার করুন,,,✅

🚾মানুষ মূলত একা।জন্মেও একা, দুঃখেও একা, মৃত্যুতেও।কেউ কারো কান্না কাঁধে নিয়ে হাঁটতে পারে না।সান্ত্বনার শব্দগুলো কেবল বাত...
22/11/2025

🚾মানুষ মূলত একা।জন্মেও একা, দুঃখেও একা, মৃত্যুতেও।কেউ কারো কান্না কাঁধে নিয়ে হাঁটতে পারে না।সান্ত্বনার শব্দগুলো কেবল বাতাসে ভেসে বেড়ায়,আর ভেতরের নদীটা নিঃশব্দে বয়ে চলে একাই।
তাই হয়তো কারো পাশে বসে চুপচাপ থাকা
কখনও কখনও সবচেয়ে বড় সহমর্মিতা।
কেননা, সহমর্মিতা মানেই পাশে দাঁড়িয়ে কান্না করা নয়—কখনও কখনও তা হয় চোখ বন্ধ করে তার নিঃশব্দতা মেনে নেওয়া,,,✅

🚾মানুষ বোধহয় সবচেয়ে বেশি ভেঙে পড়ে যখন সে বুঝতে পারে কেউ তার অপেক্ষায় নেই আর!রোজ সকাল থেকে রাত অবধি চলে এক ভীষণ একাকীত্ব ...
22/11/2025

🚾মানুষ বোধহয় সবচেয়ে বেশি ভেঙে পড়ে যখন সে বুঝতে পারে কেউ তার অপেক্ষায় নেই আর!

রোজ সকাল থেকে রাত অবধি চলে এক ভীষণ একাকীত্ব ঘেরা জীবন।কোথাও যেন কেউ নেই আমার জন্য,কোথাও কেউ আমার জন্য উদগ্রীব হয়ে থাকে না,কোথাও কারো সময় হয়না আমাকে নিয়ে ভাবার।আমি আমার এই একাকী জীবন নিজেই টেনে চলি।আমার নিঃসঙ্গ জীবন ফুরায়,,,কিন্তু আমার আফসোস ফুরায় না।

⭕আচ্ছা কেউ কেন আমার অপেক্ষা করে না?✅

🚾জীবন ইতিমধ্যে কঠিন, এবং আমি এমন মানুষের পাশে থাকতে চাই না যারা এটিকে আরও কঠিন করে তোলে।আমার এমন মানুষ প্রয়োজন যারা বাড...
22/11/2025

🚾জীবন ইতিমধ্যে কঠিন, এবং আমি এমন মানুষের পাশে থাকতে চাই না যারা এটিকে আরও কঠিন করে তোলে।

আমার এমন মানুষ প্রয়োজন যারা বাড়ির মত অনুভব করে, যারা আরাম, শান্ত এবং শান্তির অনুভূতি নিয়ে আসে।

⭕এই ধরনের শক্তি আমার জীবনে প্রয়োজন,,,✅

🚾পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন? মূলতঃ এটা ন...
22/11/2025

🚾পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন? মূলতঃ এটা নির্ভর করে, আপনি তাদের প্রয়োজন কতদিন পর্যন্ত মেটাতে পারবেন? যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন। অর্থাৎ যদিও অপ্রিয় তবুও সত্য, "প্রয়োজনেই
প্রিয়জন"

তাই মানুষ চিনতে শিখুন, প্রয়োজনে একা বাঁচুন তবুও নিজে ভালো থাকুন। মনে রাখবেন একা থাকলে হয়তো মানুষের কষ্ট হয়, কিন্তু কেউ মরে যায় না।

অপমান গায়ে লাগাতে নাই,
কিন্তু মাথায় রাখতে হয়,,,✅

Address

Kolkata

Telephone

+916289585632

Website

Alerts

Be the first to know and let us send you an email when MY,Dream#Nanotechnology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MY,Dream#Nanotechnology:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram