31/07/2025
চেনা জানা বেশ কয়েকজন ডাক্তার বাবুদের নাম লিখতে বড্ড ইচ্ছে করছে, বার বার বলা সত্ত্বেও যারা নিজেদের প্রিন্ট করা চার্ট পেশেন্ট দের কে দিয়ে চলেছে। আর প্রিয় জনগণ এবার একটু ভাবতে শিখুন , সবাই মিলে যখন একইরকম ডায়েট চার্ট ফলো করছেন, তাহলে যেকোনো রোগের ক্ষেত্রেও সবাই একই ওষুধ খাবেন, দয়া করে ডাক্তার এর কাছে যাবেন না
এই দামি ছবিটা সোশ্যাল মিডিয়াতে ঘুড়ে বেড়াচ্ছে আমিও পেয়ে গেলাম। কি দারুন ব্যাপার বলুনতো টাকা লাগলো না কোথাও যেতে হলো সোশ্যাল মিডিয়ার দয়াতে পেয়ে গেলাম কি সহজে তাই না। কাল থেকেই follow করা শুরু করবো।
কি?? আপনিও তাই ভাবছেন?? ভুলেও এমন করবেন না। প্রতি বছর ভুঁড়ি ভুঁড়ি স্টুডেন্ট নিউট্রিশন নিয়ে পড়াশোনা করে কিন্তু এখনো অনেক জায়গাতে তাদের জায়গাটা চিকিৎসক নিয়ে রেখেছেন ফলস্বরূপ এই খাদ্য তালিকা। খুব স্বাভাবিক ভাবেই একজন সদা ব্যস্ত চিকিৎসকের পক্ষে আপনার পছন্দ কিংবা বলা ভালো কাস্টোমাইজ খাদ্য তালিকা বানিয়ে বোঝানোর মতন সময় নেই তাই এই ব্যবস্থা। তাও সেই পাস করা সুডেন্ট গুলো সুযোগ পায় না ফলে ফিল্ড পরিবর্তন করতে বাধ্য হয়।
আচ্ছা সব ডায়াবেটিক পেশেন্ট একই খাদ্য তালিকা follow করবেন!! কেনো?? সমস্ত সুগার পেশেন্ট কি একই ওষুধ খান?? তাহলে একই খাদ্য তালিকা হবে কেনো??
ভাবুন তো একবার!!!
ভাবতে শিখুন কেমন??