Dr Madhusudan Bhowmik

Dr Madhusudan Bhowmik My page is made for everyone including you too.My page describes pain, pleasure, personality and purpose of human life in lyrics.

please come, join ,deliver opinion and take the taste of every lines .Thank you .....Dr Bhowmik

মনের মতি           #ডাঃ মধুসূদন ভৌমিকযাইনি কোথাও ঘরেই আছি যেমনি ছিলাম আগেচমকে গেলাম হঠাৎ কেন এত পুলক জাগে !কারন বোধহয় শী...
06/11/2022

মনের মতি
#ডাঃ মধুসূদন ভৌমিক

যাইনি কোথাও ঘরেই আছি যেমনি ছিলাম আগে
চমকে গেলাম হঠাৎ কেন এত পুলক জাগে !
কারন বোধহয় শীতের আমেজ ! নাকি অন্যকিছু ?
চুপিসারে সাধুবেশে নিলাম মনের পিছু !
মন যে দেখি বাগ মানেনা ! ছুটছে ঘোড়ার মতই -
যতই আমি হদিশ খুঁজি এগিয়ে চলে ততই !
নাছোড়বান্দা আমিও কিন্তু যাচ্ছি সংগোপনে -
পাহাড়-সাগর-মরু-টপকে মন ঢুকছে বনে !
তরতরিয়ে ঝড়ের বেগে এগোয় মনের মাঝি
হঠাৎ খুশীর খবর নেবোই রেখে দিলাব বাজি ।
একটা হরিণ পেখম তুলে নাচে পথের পাশে
মন ছুটে যায় পাশ দিয়ে তার দেয়না লাগাম রাশে ।
মিষ্টি সুরে কোকিলবধূ কুহুকুহু ডাকে
বাঘসিংহ বাদ যায়না আছে পথের বাঁকে ।
ভ্রমর অলির পালা কীর্তন ঢুকছেনা তার কানে
যাচ্ছে কোথায় মন বাবাজি মনই সেটা জানে ।
চুপিসারে আমিও কিন্তু নিচ্ছি মনের পিছু
হঠাৎ যেন চমকালো মন একটু হলাম নিচু !
থমকালো মন বনফুলের স্বর্গরাজ্যে এসে
কে জানে মন কেন এল কাকে ভালবেসে ?
ঘনিয়ে এলো রাতের আঁধার পথ হারালো রবি ,
আবছা আলোয় দেখতে পেলাম প্রিয়ার প্রতিচ্ছবি ।
💐💐💐💐💐💐06/11/2022💐💐💐💐💐

বিশ্ব মাতৃ দিবস                  ডাঃ মধুসূদন ভৌমিক 'মা' শব্দে জাদু আছে মধু আছে জানি'মা' বিশ্বের শ্রেষ্ঠ শব্দ মনেপ্রাণে ম...
08/05/2022

বিশ্ব মাতৃ দিবস
ডাঃ মধুসূদন ভৌমিক

'মা' শব্দে জাদু আছে মধু আছে জানি
'মা' বিশ্বের শ্রেষ্ঠ শব্দ মনেপ্রাণে মানি
এই সেদিনও কাজে যেতাম
মায়ের মুখটি দেখে
অর্ধেক মন সঙ্গে নিতাম
অর্ধেক যেতাম রেখে ।
কর্মস্থলে হৈ-হুল্লোড় বহু বন্ধুর মেলা
হুহু করে দ্রুত বেগে ফুরিয়ে যেত বেলা
সব ভালো ,তবু মন খচখচ
ফিরতে হবে ঘরে
মায়ের জন্য মনটা সদাই
কেমন কেমন করে ।
মায়ের ছোঁয়া পরশমণি ! সব ক্লান্তির শেষ
মায়ের কোল , পাহাড় নদী ! আস্ত একটি দেশ
আমি এখন ছোট্টটি নই
খাইনি মায়ের দুধু
চোখের আড়াল হোলেই দেখি
মরুভূমি ধুধু ।
'মা' নেই মোর অর্থ আছে ,আছে বাড়িগাড়ি
কোন কিছুর সার নেই আজ, ছিন্ন যখন নাড়ি
সবার মাথায় মায়ের ছাতা
আমার মাথা খালি
আজ বিশ্ব মাতৃদিবস
আমার চোখে বালি ।
😢😢😢😢08/05/2022😢😢😢😢

বোশেখের রোদে ঝলসানো পাতাপতপত করে নড়ছে ,রোদ ঢালা রবি ঢলে অস্তাচলেতোমাকেই মনে পড়ছে ।ধপধপে সাদা বলাকারা ফিরেচিকচিক করে পাখন...
30/04/2022

বোশেখের রোদে ঝলসানো পাতা
পতপত করে নড়ছে ,
রোদ ঢালা রবি ঢলে অস্তাচলে
তোমাকেই মনে পড়ছে ।

ধপধপে সাদা বলাকারা ফিরে
চিকচিক করে পাখনা ,
গোধূলির দিয়া কেঁপে বলে হিয়া
স্মৃতি হয়ে প্রিয়া থাকনা ।

সাগরের বুকে ঢেউ উঠে বলে
স্মৃতি হয়ে কেন থাকবে ?
প্রেমময় মন জেনো আজীবন
ভালোবাসা মনে রাখবে ।

রাতজাগা চাঁদ ভাঙে স্মৃতিবাঁধ
স্বপ্নও হয় সত্যি !
সব মনে পড়ে বৈশাখী ঝড়ে
হোকনা তা এক রত্তি ।

কাকে রাখি আশে কারে আশপাশে
এ কোন অনাসৃষ্টি ?
বিনামেঘে আজ ধেয়ে আসে বাজ
স্মৃতি যেন শিলাবৃষ্টি !
**********30/04/2022**************

ঝর্ণার কান্নাডাঃ মধুসূদন ভৌমিক চোদ্দমাদোল নাম শুনেছো মেয়ে ?ঝর্ণা ঝরে চোদ্দ সিঁড়ি বেয়ে !দাঁড়িয়ে  যারা নীল পাহাড়ের নীচে ,স...
25/04/2022

ঝর্ণার কান্না
ডাঃ মধুসূদন ভৌমিক

চোদ্দমাদোল নাম শুনেছো মেয়ে ?
ঝর্ণা ঝরে চোদ্দ সিঁড়ি বেয়ে !
দাঁড়িয়ে যারা নীল পাহাড়ের নীচে ,
স্নানের মজা নিচ্ছে তা যে মিছে !
ঘুণাক্ষরেও টের পায়না তারা -
পানিস্পর্শেই তারা দিশেহারা !

হাসেন তিনি ঊর্ধে আছেন যিনি '
প্রথম পরশ পেয়ে ধন্য তিনি ;
কনায় কনায় জন্ম নেওয়া বারি --
কনে জন্ম চরণ ছুঁয়ে তারই !
তার হৃদয়ে সেটাই প্রথম ছোয়াঁ ,
ছোঁয়া তো নয় আত্মাশুদ্ধির মোয়া !

সারা জীবন যায়না তাকে ভোলা--
ছিন্ন গোলাপ পাঁপড়িগুলো খোলা ,
ঝর্ণা ছুঁয়ে নাচছে নকল লোক !
জলের কনার কি নিদারুণ শোক !
সে ভুলেনা প্রথম প্রেমের স্বাদ --
কি সুন্দর পবিত্র নিখাদ !

মুখিয়ে থাকে সারা জীবন ধরে--
কখন পাবে তারে নিজের করে !
হয়তো তুমি তেমনি এক মেয়ে ,
চেয়ে আছো প্রিয়র পথে চেয়ে--
আমি ধন্য আমিই ভাগ্যবান ,
তোমার ছোয়াঁ আজও যে অম্লান !

আমি পাগল উন্মত্ত ঢেউ---
আমার ছোঁয়া আর পাবেনা কেউ ,
তুমি আমার প্রথম ছোঁয়া নারী ;
তোমায় ভুলে থাকতে কি আর পারি ?
বেঁচে আছি বিধির বিধান মেনে--
আবার তোমায় বুকে নেব টেনে !

সেদিন- যেদিন ফিরবে মাটি ছেড়ে ,
আমার থেকে কেউ নেবেনা কেড়ে ;
ঝর্ণা নও আর চোদ্দ ঘাটের মেয়ে ,
ধন্য হবো আবার তোমায় পেয়ে ।
জন্ম-মৃত্যুর মাঝের স্বপ্ন-পথ ,
নকশা-কাটা মিথ্যা নকল রথ !
*********24/04/2022*********

18/04/2022

তুমি

ডাঃ মধুসূদন ভৌমিক

তুমি যখন বসো আমার পাশে চৈত্র বোশেখ কিংবা আষাড় মাসে
জরি দেওয়া নীল শাড়িটা পরে
দাবদাহে মুষড়ে পড়া দেহে একুল ওকুল দুকূল দিয়ে বেয়ে
হিমাচলের ঝর্ণা এসে ঝরে ।

যখন বলো এবার উঠি আমি তখন বুঝি তুমি কত দামি
মুখে বলি আচ্ছা তবে এসো
আধার ঘনায় গোপন হৃদিতলে মন পাখিটা মনেমনে বলে
এমনি করে অনেক ভালোবেসো ।

স্নানটি সেরে যখন ঢোকো ঘরে ভিজে চুলের গন্ধে ভুবন ভরে
কারো ভিতর হচ্ছে কেমনতরো
তুমি থাকো দেবদেবীদের নিয়ে ঝড় বয়ে যায় আমার উপর দিয়ে
বুঝেও তুমি না বুঝার ভান করো ।

যখন দেখি সন্ধ্যাপ্রদীপ হাতে গলায় আঁচল চাবি বাঁধা তাতে
তুলসিতলে প্রণাম করো তারে
কি জানি কি বিড়বিড়িয়ে বলো আমিও কিন্তু মনেমনে বলি
ভালোরেখো ভালোবাসি যারে ।
*******18/04/2022**********************

💝💝💝I LOVE YOU💝💝💝         😘Dr Madhusudan BhowmikDo you know ? Why you are so special to me ?Your closeness make me warmth...
13/02/2022

💝💝💝I LOVE YOU💝💝💝
😘Dr Madhusudan Bhowmik

Do you know ? Why you are so special to me ?
Your closeness make me warmth like a cup of tea !
Your voice alone can creat thousands of melody !
Your kiss alone is enough, to unlock my key !
Your eyes invite me , to hug you in my arm !
Your fragrance, makes me mad ! is not that charm ?
Your everything make me happy ,that's another clue !
Your femininity spell be bound to say- I love you !
💝💝💝💝💝14\02\2022💝💝💝💝💝

💝💝💝আই 💝 ইউ💝💝       😘ডাঃ মধুসূদন ভৌমিকতোমার কথা মনে এলেই সব ভুলে যাই আমি ,চোখের দেখা দেখেই আবার দরদরিয়ে ঘামি !তোমার নজর ত...
13/02/2022

💝💝💝আই 💝 ইউ💝💝
😘ডাঃ মধুসূদন ভৌমিক

তোমার কথা মনে এলেই সব ভুলে যাই আমি ,
চোখের দেখা দেখেই আবার দরদরিয়ে ঘামি !
তোমার নজর তড়িৎ যেন ঝিলিক মারে দেহে !
লোক দেখানো যতই বলি -তুমি আমার কেহে ?
তোমার চলন তোমার বলন সম্মোহিত করে
না এসে আর কেমন করে লুকিয়ে থাকি ঘরে ?
মুখে বলি দূরে থাকো ! আর এসোনা কাছে
মনে বলি - না ডেকে কি উপায় কিছু আছে !
একথা ঠিক,গরম খুঁজি লেপের ভিতর শীতে !
তোমার ছোঁয়া কাঁপন ধরায় আগুন ঝরে ফ্রিতে!
যতই ভাবি ঝাঁপ দেবনা বনহরিণীর প্রেমে
স্বপ্নে আবার তিনিই আসেন নকশা করা ফ্রেমে !
মুখ ফসকে বলে তো দিই -আসবে না মোর ঘরে,
দুদিন পরেই বিবাগী মন কেমন কেমন করে ।
মনকে বলি-বলিহারি ! আর পেলেনা নারী
জেনেবুঝে অবশেষে ফাঁসলে ফাঁসে তারই !
রণাঙ্গনে রনচন্ডী ,মানলাম ঠিকই আছে ,
অঙ্গ ছুঁলে ফোঁস কোরোনা এলে আমার কাছে ।
প্রেমের দিনে 'আই 💝 ইউ ' বলছি সবার মত,
কাটা ঘায়ে প্রলেপ দিচ্ছি নইলে বাড়বে ক্ষত !
💝💝💝💝💝14/02/2022💝💝💝💝💝

সবই দেখছেন সরস্বতী          @ ডাঃ মধুসূদন ভৌমিক যে খুকুটির ঘুম ভাঙতো রোদ উঠলে সকাল সাতে ,সে খুকু আজ স্নান সেরেছে ঘুম তাড়...
05/02/2022

সবই দেখছেন সরস্বতী
@ ডাঃ মধুসূদন ভৌমিক

যে খুকুটির ঘুম ভাঙতো রোদ উঠলে সকাল সাতে ,
সে খুকু আজ স্নান সেরেছে ঘুম তাড়িয়ে মাঝের রাতে !
তারই পরে ঢুকলো খুকু মায়ের ঘরে শাড়ির খোঁজে ,
ছিঁচকাঁদুনে পুঁচকিসোনা কোমরজুড়ে আঁচল গোঁজে ।
সাজুগুজু শেষই হয়না সকাল টপকে দশটা বাজে -
ভেবে ভেবে কুল পায়না কখন যাবে পুজোর কাজে ।
অবশেষে সইয়ের সাথে পুজোয় চললেন রুপবতী ,
আজ সকালে স্কুলের মাঠে তারাই নবীন সরস্বতী ।
অঞ্জলিতে আর এক মজা ফুল না ছুঁড়ে দেবীর পায়ে,
অনেক খুকু মুচকি হেসে ফুল ছুঁড়েছে দেবার গায়ে ।
পুরুত মশাই মন্ত্র পড়েন -"শোন যুগের নট ও নটি,
পুজোর নামে চলছেটাকি সবই দেখছেন সরস্বতী ।"
**********05/02/2022****************

জ্যোৎস্নালোকের যাত্রী           ডাঃ মধুসূদন ভৌমিক তোমার আকাশে এখনো চাঁদের আলোপূর্ণিমা যে তোমার ভীষন প্রিয় !শুকতারা ? সেও...
19/01/2022

জ্যোৎস্নালোকের যাত্রী
ডাঃ মধুসূদন ভৌমিক

তোমার আকাশে এখনো চাঁদের আলো
পূর্ণিমা যে তোমার ভীষন প্রিয় !
শুকতারা ? সেও আছে আগের মত ।
অন্ধকার তো আমার লাগে ভালো !
দেখবেনা কেউ বুকের পাঁজর খুলে ,
আঁধারঢাকা রক্তঝরা ক্ষত ।

ভাবছো নাকি ? অনেক কষ্টে আছি
ভিতর ভিতর যাচ্ছি জ্বলেপুড়ে !
জ্যোৎস্নালোকে তোমার খুশি দেখে ।
ফিসফিসিয়ে বলছি কানে কানে
এসেছিলাম বন্ধডেরা থেকে ,
ফিরে যাব সেই অমৃতলোকে-
অন্ধকারের কালো কালি মেখে ।

আমার কথা যদি মনে পড়ে
মনের দুয়ার বন্ধ করে দিও
স্বপ্ন দেখো লক্ষতারা নিয়ে
কেমন হবে তোমার স্বপ্নপুরী ।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি আমি
অন্ধকারে মনের আলো জ্বেলে
যেদিন আলো নিভবে মনের ঘরে
বন্ধ হবে সকল জারিজুরি ।

-----------------18/02/2022----------------

সকলের "সান্তা "                   ডাঃ মধুসূদন ভৌমিককাল ছিলো বড়দিন -এটুকুই সূত্র ,পৃথিবীতে এসেছিলেন - ঈশ্বরপুত্র ।তার আগে...
26/12/2021

সকলের "সান্তা "
ডাঃ মধুসূদন ভৌমিক

কাল ছিলো বড়দিন -এটুকুই সূত্র ,
পৃথিবীতে এসেছিলেন - ঈশ্বরপুত্র ।

তার আগে তাজ্জ্বব,ফ্রাইডের - রাত্রে ,
কেউ কিছু রেখে গেছে বিছানাতে -পাত্রে ।

ঘুম থেকে উঠে দ্যাখে - ঘোষেদের -অভিষেক,
লাল ফিতেয় বাঁধা আছে -ইয়াবড়া- ফ্রুটকেক ।

তাই নিয়ে পাড়াজুড়ে লেগেছিলো- উৎসব ,
ছোটবড়, বুড়োবুড়ি,শিশুদের- কলরব ।

তারি মাঝে হেঁকে গেল দুলেপাড়ার -দস্যি ,
তার পাওয়া উপহারে ফ্রুটকেক- নস্যি !

রাখা ছিল তার বেডে -হাতি ,ঘোড়া 'ময়না ,
তার দিদি পেয়ে গেছে -এক ব্যাগ গয়না ।

লিকলিকে দাদি বলে -এসেছিল খ্রিস্টমাস ,
দুইশত আশি A.D.র রাজা -সেন্ট নিকোলাস ।

ধপধপে সাদা দাঁড়ি -টুকটুকে লাল ড্রেস ,
সারাক্ষন হাসিখুশি - টগবগে তাজা ফ্রেস ।

দুই হাতে বিলোতেন -হীরা ,চুনি ,পান্না ,
কানে এলেই অসহায়, -দুখীদের কান্না ।

যেই রাতে জন্মালেন অবতার -যীশুখ্রিস্ট ,
তারপরেই বড়দিন মানুষের- মহাফিস্ট !

সেই রাতে চুপিসারে রেখে আসেন -উপহার ,
আমেরিকান সান্তা তিনিও এক -অবতার ।

নিকোলাসের নিক নাম হয়ে গেছে -সান্তা
গত রাতে দাদি পেলেন -'এক জাম পান্তা ।'
*********26-12-2021****************

💐শুধু তোমারই 💐       ডাঃ মধুসূদন ভৌমিকভাঙাইব তব অন্তরে যত  অভিমান জমে আছেঅধরা থেকোনা ধরা দাও মোরে, এইতো এসেছি কাছে ।আদরে...
29/11/2021

💐শুধু তোমারই 💐
ডাঃ মধুসূদন ভৌমিক

ভাঙাইব তব অন্তরে যত অভিমান জমে আছে
অধরা থেকোনা ধরা দাও মোরে, এইতো এসেছি কাছে ।
আদরে ভরাব কোমল অধর হৃদয়ে তুলিব ঢেউ
জড়ায়ে ধরিব লতার মত,দেখিতে পাবেনা কেউ।
সোহাগে সিক্ত মুদিত নয়নে আঁকিব রঙিন ছবি
আঁধারে ডুবিয়া রহিবে রাত্রি, ঘুমঘোরে রবে রবি।
শূন্য সিঁথিতে ভরিব সিঁদুর খোঁপায় গাঁথিব ফুল
প্রণয় জোয়ারে ভাসাব তোমারে,ভাঙিব মনের ভুল ।
চরণ কমলে বাঁধিব পায়েল হস্তে পরাবো বালা
হৃদয়সাগরে হারাইব চাবি ,কালের গতিতে তালা।
যুগ যুগ ধরে চলিবে প্রণয় ঝরিবে প্রণয় বারি
প্রমাণিত হবে আর কারো নয় ,আমি আছি শুধু
তোমারই ।
💐 💐 💐💐**29/11/2021**💐💐💐💐

কাশ্মীর ভ্রমনের" ট্যুর ডাইরি"(part ll )      ডাঃ মধুসূদন ভৌমিকপাটনিটপের ঝোড়ো হওয়াশিলাবৃষ্টি বাড়তি পাওয়াসঙ্গে খেলাম হাড় ক...
06/11/2021

কাশ্মীর ভ্রমনের" ট্যুর ডাইরি"(part ll )
ডাঃ মধুসূদন ভৌমিক

পাটনিটপের ঝোড়ো হওয়া
শিলাবৃষ্টি বাড়তি পাওয়া
সঙ্গে খেলাম হাড় কাঁপানো
শীতের কামড় রাতে ,
চব্বিশ নভেম্বর সাতসকালে
চিন্তার ভাঁজ সব কপালে
রামবানে জোর ল্যান্ড স্লাইডিং
ছাই যে বাড়াভাতে !

এবার যাবো শ্রীনগরে
টেম্পো ট্রাভেলস কারে চড়ে
পথের ধারের দৃশ্য দেখে
যাবো ডাল ভিউতে ,
ভাবছি বোধহয় আর হোলনা
হে ভগবান ! দ্বার খোলনা
কাশ্মীর টুর কি ভেস্তে যাবে
তোমার কারফিউতে ?

হঠাৎ খবর -" হ্যালো ডিয়ার !"
রামবান রোড হচ্ছে ক্লিয়ার
সেজেগুজে বসো গিয়ে
নিজনিজ সিটে ,
দারুন খবর -কি আনন্দ !
মন্দ ঘরে গোলাপ গন্ধ
ট্যুর ম্যানেজার দৌড়ে এসে
চাপড়ে দিলেন পিঠে ।

আর দেরি নয় , ছুটল গাড়ি
পাটনিটপ স্রেফ ছিন্ননাড়ি
স্বশরীরে স্বগ্গে যাবো
দেবদেবীদের দেশে ,
পথের দু'ধার বরফ মোড়া
গাছের ডালে ফুলের তোড়া
ঐ দেখা যায় পাহাড় যেথায়
মেঘচাদরে মেশে !

এসে গেল বৈষ্ণধাবা
পথের ধারে খাবাদাবা
বানিহালের ট্যানেল পথে
ঢুকবে এবার গাড়ি ,
গাড়ির ভিতর হুড়োহুড়ি
ফটো খিঁচায় নেইকো জুড়ি
দিনদুপুরে অন্ধকারে
স্বর্গে দেবো পাড়ি !

পুলওয়ামা রোডের ধারে
কেশর বেচার এক আসরে
হঠাৎ করে ড্রাইভার সাব
থামলো টি ব্রেকে ,
অফার এলো কাওয়া টি
ফুটলো রাগে মাথার ঘি
গিন্নি নেমে কিনছে কেশর
যাবেনা ডাল লেকে ।

ঝড়ল কিছু গাঁটের কড়ি
পেট শুকিয়ে পাটের দড়ি
গিন্নি এসে বসল পাশে
কেশর কেনার শেষে ,
অবশেষে ছাড়ল গাড়ি
এবার সটান স্বর্গে পাড়ি
সন্ধ্যাসাতে হোটেল পেলাম
ডাল লেকের পাড় ঘেঁষে ।

স্বর্গদ্বারের ফিতে কেটে
হোটেল ঢুকে ব্যালকনিতে
কি অপরূপ লেকের ভিউ
উঠল যে মন নেচে ,
ব্যস্ত ছিলাম হাজার কাজে
বেড়ানো কি আমায় সাজে
ভূস্বর্গ দেখব বলেই
ছিলাম বুঝি বেঁচে ।
*****DOP- 06/11/21*****

Address

Kolkata
700011

Telephone

+919434128519

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Madhusudan Bhowmik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category