24/12/2025
"Work from home" কথাটা এখন খুব পরিচিত একটা কথা। আক্ষরিক অর্থে খুব সুখের চাকরি বলা যেতে পারে। রোদে পুড়তে হয় না, বৃষ্টিতে ভিজতে হয় না কিংবা শীতে কাপতে কাপতে বাইরে বেড়াতে হয় না। তাই না??
আমিও সহমত একবারেই কিন্তু কিন্তু কিন্তু.... বাড়িতে যদি ছোট্ট ক্ষুদে থাকে আর হয় ভীষণ দুষ্টু তাহলে??
ASAP, EOD, ZOOM MEETING, DEADLINE, TARGET কিংবা ACHIEVEMENT এই সব কথা গুলোর মাঝে যখন কোনো নিষ্পাপ মুখ অধির আগ্রহে আপনার দিকে তাকিয়ে বলে মামমাম তোমার কোলে উঠবো, আমাকে হামি দাও আমার সঙ্গে খেলা করো আরো হাজারো রকমের বাহানা তখনো কি এই পরিস্থিতিটা এতটা সহজ হয়, একজন 24×7 সার্ভিস দাওয়া মায়ের জন্য??
হ্যাঁ মনে হতেই পারে তাহলে আর কাজ করার কি দরকার বাচ্চাকে নিয়ে সময় কাটালেই হয়।
কিন্তু বর্তমান সমাজে একটা বাচ্চাকে বড় করা অনেক বড় ব্যাপার আর অনেক খরচা। তাছাড়া একটা সময়ের পর ও বড় হয়ে যাবে ওর নিজের একটা আলাদা জগৎ হবে তখন আমার নিজের বলতে একাকীত্ব ছাড়া আর কি কিছু থাকবে? আজ আমি শুধু মাত্র মা না আমার একটা আলাদা পরিচয় আছে। আর এটাই আমার একান্ত নিজের জায়গা যেখানে আমি আমার শিক্ষা আর অভিজ্ঞতাকে কাজে লাগাই।
যেই সব মা দুটো দিক এক সঙ্গে সামলাচ্ছে তারা কোনো অংশেই স্বার্থপর বা নিজের বাচ্চাকে কম ভালোবাসে সেটা মোটেই না।
Appreciate করতে না পারলে অন্তত পক্ষে judge করবেন না।
Moms you are the best 💗🥰