WBTMCP Allied & Healthcare Cell

WBTMCP Allied & Healthcare Cell Political Organization For Allied & Healthcare Profession
(1)

❤️
03/12/2025

❤️

📢 প্রেস বিবৃতি:WBUHS, SALTLAKE - SECTOR 1  *বিএসসি অ্যালাইড হেলথ সায়েন্স কোর্স প্রতিটা মেডিক্যাল কলেজে খোলার দাবি সহ বি...
03/12/2025

📢 প্রেস বিবৃতি:
WBUHS, SALTLAKE - SECTOR 1

*বিএসসি অ্যালাইড হেলথ সায়েন্স কোর্স প্রতিটা মেডিক্যাল কলেজে খোলার দাবি সহ বিভিন্ন ইস্যুতে আজ পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে এর উপাচার্যের সঙ্গে তৃণমুল ছাত্র পরিষদ অ্যালাইড হেলথকেয়ার সেলের জোরালো বৈঠক ।।*

আজ WBTMCP Allied & Healthcare Cell-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (WBUHS) মাননীয় উপাচার্য মহাশয়ের সঙ্গে বিভিন্ন দাবি ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের Allied & Healthcare শিক্ষার বিস্তার, Clinical Demonstrator থেকে Professor পর্যন্ত পূর্ণাঙ্গ ফ্যাকাল্টি নিয়োগ, MSc ও PhD প্রোগ্রাম চালু করতে হবে , NCAHP গাইডলাইন অনুযায়ী কোর্স রূপায়ণ, “Paramedical” শব্দের পরিবর্তে “Allied & Healthcare” শব্দের বাধ্যতামূলক ব্যবহার ।।

বৈঠক শেষে প্রতিনিধি দল আশাবাদী যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শীঘ্রই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং রাজ্যের Allied & Healthcare শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে ।।

জয় বাংলা 🔥💚ধন্যবাদ রূপসী বাংলা মিডিয়া 🙏❤️
02/12/2025

জয় বাংলা 🔥💚

ধন্যবাদ রূপসী বাংলা মিডিয়া 🙏❤️

02/12/2025

প্রেস বিবৃতি ✊❤️
ধন্যবাদ বর্তমান পুরুলিয়া সংবাদমাধ্যম কে 💚

প্রেস বিবৃতি : ২স্বাস্থ্যসাথী ভবন , কলকাতা পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ Allied & Healthcare Cell জানাচ্ছে যে রাজ্যের স্...
01/12/2025

প্রেস বিবৃতি : ২
স্বাস্থ্যসাথী ভবন , কলকাতা

পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ Allied & Healthcare Cell জানাচ্ছে যে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে NHM, NUHM ও XVFC-এর অধীনে জরুরি ভিত্তিতে OT Technician/Technologist, ICU Technician/Technologist এবং Radiology Technician/Technologist পদ সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে এই গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ক্ষেত্রগুলিতে কোনো স্বীকৃত পদ না থাকায় হাজারো প্রশিক্ষিত টেকনোলজিস্ট বঞ্চনার মুখে পড়ছেন। অন্য রাজ্যগুলো ইতিমধ্যেই এসব পদ সৃষ্টি করে স্বাস্থ্যসেবার মান বাড়িয়েছে। তাই পশ্চিমবঙ্গেও অবিলম্বে এই পদগুলি চালু করে উপযুক্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানাচ্ছে সংগঠন।

আজ এই দাবি নিয়ে Mission Director-এর সঙ্গে সদর্থক আলোচনা হয় এবং আমাদের পক্ষ থেকে একটি বিস্তারিত গণডেপুটেশন জমা দেওয়া হয়েছে। সংগঠন আশা করছে, দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রেস বিবৃতি : ১ স্বাস্থ্য ভবন , সল্টলেক, কোলকাতা পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ Allied & Healthcare Cell জানাচ্ছে যে সম্...
01/12/2025

প্রেস বিবৃতি : ১
স্বাস্থ্য ভবন , সল্টলেক, কোলকাতা

পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ Allied & Healthcare Cell জানাচ্ছে যে সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় প্রকাশিত ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তিতে BMLT অর্থাৎ ল্যবরোটোরি সায়েন্স দের গ্রাজুয়েটদের কোনো অগ্রাধিকার বা স্বীকৃতি না দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। শুধু DMLT অর্থাৎ ডিপ্লোমা প্রার্থীদের সুযোগ দেওয়ায় রাজ্যের হাজারো গ্রাজুয়েট ছাত্রছাত্রী ও পাসআউট তরুণ-তরুণী অন্যায়ভাবে বঞ্চিত হচ্ছেন, যা বর্তমান সময়ে স্বাস্থ্যব্যবস্থার প্রয়োজনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।

এই বিষয়টি নিয়ে আজ Mission Director-এর সঙ্গে আমাদের সংগঠনের সদর্থক বৈঠক হয় এবং ল্যাব টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট নিয়োগে BMLT/BMLS গ্রাজুয়েটদের প্রেফারেন্স যুক্ত করার ব্যাপারে একটি বিশদ গণডেপুটেশন জমা দেওয়া হয়েছে। সংগঠন স্পষ্টভাবে জানিয়েছে যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাওয়া গ্রাজুয়েটদের ন্যায্য অধিকার, এবং এটা অবিলম্বে সংশোধন করা জরুরি। সংগঠনের প্রত্যাশা, স্বাস্থ্য দপ্তর খুব শীঘ্রই এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

আজ দুপুর ১২  টায় স্বাস্থ্য ভবনে গন ডেপুটেশন সামিল হও ।।  National Health Mission এর আন্ডারে বিভিন্ন রিক্রুটমেন্টগুলিতে ...
01/12/2025

আজ দুপুর ১২ টায় স্বাস্থ্য ভবনে গন ডেপুটেশন সামিল হও ।। National Health Mission এর আন্ডারে বিভিন্ন রিক্রুটমেন্টগুলিতে লক্ষ করা যাচ্ছে BMLT অর্থাৎ বাচালার্স ডিগ্রি কে একসেপ্ট করা হচ্ছে না, এই বিষয়টা সত্যি দিন দিন আর মেনে আমরা নেবনা । ডিপ্লোমা এর পাশাপশি উচ্চ শিক্ষিত দের কেও সুযোগ দিতে হবে। এই দাবি নিয়ে আজ NHM ,NUHM ,XVFC মিশন ডিরেক্টর এর সাথে বৈঠক ..“পথে এবার নামতে হবে পথেই হবে আগামীর লড়াই”,সবাইকে মাঠে নেমে এক হতে ,হাত এ হাত রেখে এই কর্মসূচি কে সাফল্যমণ্ডিত করতেই হবে ।।এই বিষয় নিয়ে আজ স্বাস্থ্য ভবন এ যে কর্মসূচি ঠিক করা হয়েছে, সেখানে সকল প্রফেশনাল র এবং দলীয় প্রতিনিধি রা নিজেদের সব কাজ ফেলে আমি বলব নিজেদের ভবিষৎ রক্ষার্থে এগিয়ে আসা উচিত যাতে DMLT এর পাশাপশি BMLT /BMLS যারা পড়ছে বা পড়া শেষ হয়ে গেছে তারাও আগামীদিন এ এই রিক্রুটমেন্ট গুলোতে অংশ নিতে পারে এবং তাদের ও ভবিষৎ সুরক্ষিত করতে পারে।।❤️

নিজেদের অস্তিত্ব ও আত্মসম্মান ও পরিচয় রক্ষার লড়াইয়ে নির্দ্ধিধায় সবাইকে শামিল হওয়ার আন্তরিক আহ্বান ও শুভকামনা রইল। কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ🔥❤️✊

আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১ তারিখ দুপুর ১২টার সময় আমরা সংঘবদ্ধভাবে একসাথে NHM মিশন ডিরেক্টরের সাথে একটি শান্তিপূর্ণ বৈঠ...
29/11/2025

আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১ তারিখ দুপুর ১২টার সময় আমরা সংঘবদ্ধভাবে একসাথে NHM মিশন ডিরেক্টরের সাথে একটি শান্তিপূর্ণ বৈঠক করতে যাবো। এই বৈঠকের মূল উদ্দ্যেশ্য ডিপ্লোমার পাশাপাশি BMLT দের যাতে NHM ,NUHM & XVFC এর রিক্রুটমেন্ট এই অগ্রাধিকার দেওয়া হয় ...এই বৈঠকের লক্ষ্য কোনো প্রতিবাদ নয় বরং বিনয়ী, সুস্পষ্ট ও যুক্তিসম্মতভাবে আমাদের সমস্যাগুলো তুলে ধরা এবং তার দ্রুত সমাধানের অনুরোধ জানানো। আমরা বিশ্বাস করি, সংগঠিতভাবে গেলে আমাদের কথার গুরুত্ব আরও বাড়বে।

সবার কাছে অনুরোধ নিজের ভবিষ্যৎ ও পেশার মর্যাদার জন্য এই দিনে উপস্থিত থাকুন। একসাথে হলেই পরিবর্তন সম্ভব।❤️

NHM, NUHM ও XVFC রিক্রুটমেন্ট এ BMLT/ BMLS ছাত্রছাত্রীদের অগ্রাধিকার নিশ্চিত করার দাবিতে — স্বাস্থ্যভবন চলো! আমাদের অধিকার, আমাদের দাবি - চলো একসাথে দাঁড়াই ...♥️

Proud for Allied & healthcare ❤️Ready for NEET UG START FROM 2026.FOR ALLIED & HEALTHCARE COURSES...
26/11/2025

Proud for Allied & healthcare ❤️

Ready for NEET UG START FROM 2026.FOR ALLIED & HEALTHCARE COURSES...

প্রেস বিবৃতি: ২নিউ দিল্লি , ইন্ডিয়া (২৪/১১/২৫)আজ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ  অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার সেল  নয়াদ...
24/11/2025

প্রেস বিবৃতি: ২
নিউ দিল্লি , ইন্ডিয়া (২৪/১১/২৫)

আজ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার সেল নয়াদিল্লিতে NCAHP তে চেয়ারপার্সন এর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় । একটি বিশেষ গুরুত্বপুর্ন বিষয় নিয়ে NCAHP এর প্রকাশিত ড্রাফট রেজিস্ট্রেশন বিধি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ অসঙ্গতি ও বাদ পড়া বিষয় আমাদের নজরে এসেছে। RTI তথ্য অনুযায়ী MSc Medical Biochemistry ও MSc Medical Microbiology কোর্স দুটি Allied & Healthcare Professions Act, 2021–এর আওতাভুক্ত নয়, অথচ নতুন খসড়া নোমেনক্লেচারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বিভিন্ন স্তরের মেডিক্যাল ল্যাবরেটরি পেশাজীবীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

এছাড়া কারিকুলামে থাকা সত্ত্বেও MMLS (Microbiology) কোর্সকে খসড়া বিধিতে অন্তর্ভুক্ত করা হয়নি এবং MMLS (Biochemistry)–কে Biochemist হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও MMLS (Microbiology) কে Microbiologist হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি যা স্পষ্ট বৈষম্য।

উপরোক্ত বিষয়গুলির সংশোধনসহ চূড়ান্ত নিয়মাবলি দ্রুত প্রকাশের জন্য আমরা NCAHP এর প্রতি জোর আবেদন জানাচ্ছি, যাতে দেশের সকল Allied & Healthcare পেশাজীবীর ভবিষ্যৎ সুরক্ষিত হয়।।

ধন্যবাদান্তে ,
পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ অ্যালাইড এন্ড হেলথকেয়ার সেল ।।

প্রেস বিবৃতি : ১নিউ দিল্লি , ২৪/১১/২৫আজ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ  অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার সেল  নয়াদিল্লিতে NC...
24/11/2025

প্রেস বিবৃতি : ১
নিউ দিল্লি , ২৪/১১/২৫

আজ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার সেল নয়াদিল্লিতে NCAHP তে চেয়ারপার্সন এর কাছে Critical Care Technology (CCT) কোর্সটিকে অবিলম্বে NCAHP Act এর আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানায়। বর্তমানে WBUHS সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে CCT কোর্স চালু থাকলেও আরটিআই এর তথ্য অনুযায়ী এটি এখনো NCAHP Act, 2021 এ অন্তর্ভুক্ত নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা ও জাতীয় স্বীকৃতির স্বার্থে কোর্সের অবিলম্বে অন্তর্ভুক্তি এবং এছাড়াও NCAHP এর অফিসিয়াল রেগুলেশন প্রকাশ এবং প্রতিটি রাজ্যে Allied Healthcare Council দ্রুত গঠনের দাবি তোলা হয়। সংগঠনের স্টেট জয়েন্ট কনভেনর সূর্য সিংহ মহাপাত্র বলেন, Critical Care Technologist রা হাসপাতালের আইসিইউ ব্যবস্থার মূল ভরসা, তাই কোর্সের দ্রুত স্বীকৃতি প্রয়োজন। তিনি আরও জানান, দেশজুড়ে হাজারো ছাত্রছাত্রী ইতিমধ্যেই এই কোর্স সম্পন্ন করেছে । কোর্সের নির্দেশিকা সব রাজ্যে আলাদা আলাদা থাকার কারণে এবং জাতীয় স্বীকৃতি না থাকায় সবাই চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যা অবিলম্বে দূর করা জরুরি।।

ধন্যবাদান্তে,
পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার সেল।।

🚨⚠️ EXAM NOTICE  ( VIDE ADV .DATED -07/08/25)  .....EXAM DATE -14/01/26 BEST OF LUCK ALL THE ALLIED & HEALTHCARE  PROFES...
21/11/2025

🚨⚠️ EXAM NOTICE ( VIDE ADV .DATED -07/08/25) .....EXAM DATE -14/01/26

BEST OF LUCK ALL THE ALLIED & HEALTHCARE PROFESSIONALS...❣️

Address

A/P/1/A CHS LTD, Canal South Road , Metropolitan Co-Operative Housing Society Limited
Kolkata
700105

Telephone

+918777544778

Website

Alerts

Be the first to know and let us send you an email when WBTMCP Allied & Healthcare Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to WBTMCP Allied & Healthcare Cell:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram