25/10/2025
একজন ডাক্তার হিসেবে বিশেষত একজন infertility স্পেশালিস্ট হিসেবে মনের মধ্যে একটা আশা ছিল যে নিজের মতন একটা চেম্বার হবে যেখানে নিজের মতন করে পেসেন্ট দেখতে পারবো , ট্রিটমেন্ট করতে পারবো কারো অধীনস্থ থেকে কাজ করতে হবে না , এবং পছন্দ না হলেও নিজের ইচ্ছা এবং মানবিকতার বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থে অপ্রয়োজনীয় ট্রিটমেন্ট করতে হবে না,
পথটা মসৃণ ছিল না কিন্তু অসংখ্য শুভানুধ্যায়ী বন্ধু নিজের সিনিয়র সকলের অকুণ্ঠ ভালোবাসায় এবং শুভাকাঙ্ক্ষায়। বিশেষত সবসময় প্রতিটা মুহূর্তে যাদেরকে সাথে পেয়েছি তাদের মধ্যে অন্যতম
Dr Indrani Lodh madam -জানিনা কি কারনে কিন্তু ম্যাডাম প্রথম মানুষ যিনি আমাকে প্রথমে ভুবনেশ্বর এয়ারপোর্টের ওয়েটিং লাউঞ্জ বসে প্রথমে আমায় বলেছিল যে "তুই নিজে সেন্টার কর তোকে দিয়ে হবে"সেদিনটা কোনদিন ভুলতে পারবো না ম্যাডাম.
Paramesh- যে আমার পার্টনারও বটে যার উপর ভরসা করে আমি আমার ডাক্তারিটা নিশ্চিন্তে করতে পারি
ইন্দ্রানীল দা,চন্দ্রনীল দা,যারা সত্যিকারের একজন সিনিয়র দাদার এর মত প্রতিটা জায়গাতে ঠিক এবং ভুল পদক্ষেপগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছে,
এছাড়াও আমার নিজের অনেক বন্ধু সিনিয়র জুনিয়ররা যারা প্রতি পদক্ষেপে পাশে থেকে সাহায্য করে অনুপ্রেরণা দিয়ে ,চলার পথটা খুব কষ্টের হলেও এগিয়ে চলার অনুপ্রেরণা দিয়েছিল,
শুধু ক্লিনিক খোলার জন্য নয় জীবনের প্রতিটা পদক্ষেপেই যে আমার প্রতি মুহূর্তে যে আমার অনুপ্রেরণা ,উদিতার কথাটা আলাদা করে উল্লেখ করাটা আতুক্তি হবে,
এবং সর্বোপরি আমারে ক্লিনিক খোলার পেছনে যাদের অনুপ্রেরণা সবথেকে বেশি করে কাজ করেছে তারা হচ্ছে আমার পেশেন্ট, যাদের নিঃস্বার্থ ভালবাসা ,বিশ্বাস এবং একজন তরুণ ডাক্তারের ওপর আস্থা তাদের শুভাকাঙ্ক্ষা তাদের আশীর্বাদ যেটা আমায় সব সময়ে অনুপ্রেরণা জুগিয়ে ছিল নিজের মতন করে কিছু একটা করার,
সেই অনুপ্রেরণা জায়গা থেকেই আজ পথচলা শুরু হলো আমার ,আপনার সকলের স্বপ্নের
" অভিলাষা ফার্টিলিটি এন্ড ওমেন্স কেয়ার"