26/11/2021
"Astro Private Tutor Class"
সপ্তম ক্লাস
S- চন্দ্র গ্রহকে ইন্ডিকেট করে। যদি কারো নামের প্রথম অক্ষর S দিয়ে শুরু হয়, তাহলে তার চন্দ্র গ্রহ খুব একটিভ। রাশিচক্রে যদি তার চন্দ্র ভালো অবস্থানে থাকে, তাহলে তার মন সবসময় ভালো থাকবে। মানসিকতা খুব উন্নত ধরণের হবে। মানুষের প্রতি তার আবেগ ভালোবাসা বৃদ্ধি পাবে। মানুষের জন্য সবসময় তার মন কাঁদবে। প্রকৃতির প্রতি তার খুব টান থাকবে। শিল্প কলায় আকর্ষণ থাকবে। ভালো কবিতা লিখবে।
T- বৃহস্পতি
রাশিচক্রে যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে, তবে বিদ্যা শিক্ষা ভালো হবে। আর্থিক অবস্থা ভালো হবে। খুব ভালো শিক্ষক হতে পারবে। সামাজিক সম্মান এবং স্বীকৃতি বৃদ্ধি পাবে।
U- প্লুটো
আধ্যাত্মিকতার কারক গ্রহ। কার আধ্যাত্মিকতা কতটুকু প্রাপ্তি হবে তা প্লুটো গ্রহ বলে দেবে।
V- বুধ
তোমার কথা বলার শক্তি, অনুকরণ ক্ষমতা, শিক্ষায় আগ্রহ, বুদ্ধিমত্তা, স্মরণ শক্তি, বালক সুলভ আচরণ, যোগাযোগ, বিজনেস, অঙ্কশাস্ত্র, হিসাব শাস্ত্র, বিশ্লেষণ ক্ষমতা এগুলো বৃদ্ধি পাবে। নেগেটিভ হলে তার বাজে প্রভাব পড়বে ।
W- মঙ্গল
মঙ্গল গ্রহ হলো সেনাপতি। সে শুধু লিডার হতে চায়। সে জানে না, শক্তি থাকলেই শুধু সেনাপতি হওয়া যায় না। তার জন্য বুদ্ধি, জ্ঞান এবং সবার প্রতি শ্রদ্ধা থাকা আবশ্যক।
X- বৃহস্পতি
রাশিচক্রে যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে, তবে বিদ্যা শিক্ষা ভালো হবে। আর্থিক অবস্থা ভালো হবে। খুব ভালো শিক্ষক হতে পারবে। সামাজিক সম্মান এবং স্বীকৃতি বৃদ্ধি পাবে।
Y- চন্দ্র
চন্দ্র নির্দেশ করে কল্পনাশক্তি। তার হৃদয় ও মানসিকতা কতোটা ভালো হবে। সাহিত্য, শিল্পকলায় আগ্রহ, গৃহ , সুখ শান্তি সব ভালো হবে যদি চন্দ্র ভালো পজিশনে থাকে। যদি এই লেটার দিয়ে কারো নাম হয়। তার মন খুব সফট হবে। যদি ও সে বাহিরে খুব নিষ্ঠুরতা দেখায়।
Z- বৃহস্পতি
ন্যায়পরায়ণতা, দার্শনিকতা , ধর্ম চিন্তা, সামাজিক কল্যাণ সংস্কার, নেতৃত্ব ক্ষমতা, বিনয়ী, ক্ষমাশীল, অর্থশাস্ত্র, বিদ্যালয়।
ধন্যবাদ।
সবাই বেশি বেশি করে ইনভাইট করবেন।