28/09/2021
আজ উদ্বোধন হল
সংক্রমক রোগ ও বেলেঘাটা সাধারণ হাসপাতালের অত্যাধুনিক কোভিড সি সি ইউ। নবনির্মিত ৩৫টি অত্যাধুনিক শয্যা বিশিষ্ট এই কোভিড সি সি ইউ (আই বি ৩ ওয়ার্ড) উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মাননীয়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, উপস্থিত ছিলেন আই ডি ও বি জি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি মাননীয় শ্রী স্বপন সমাদ্দার মহাশয়, আই ডি ও বি জি হাসপাতালের অধ্যক্ষা মাননীয়া অধ্যাপিকা (ডা:) অণিমা হালদার মহাশয়া, আই ডি ও বি জি হাসপাতালের উপাধ্যক্ষ মাননীয় অধ্যাপক (ডা:) আশিস মান্না মহাশয়সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকবৃন্দ, নার্সিং স্টাফ বৃন্দ ও অসংখ্য স্বাস্থ্যকর্মীবৃন্দ। নবনির্মিত কোডিড সি সি ইউ এর ৩৫টি অত্যাধুনিক শয্যার মধ্যে ২৫টি অত্যাধুনিক শয্যা ও আনুষঙ্গিক প্রয়োজনীয় যন্ত্রপাতি দান করেছেন তথ্যপ্রযুক্তি সংস্থা ক্যাপজেমিনি। উক্ত অনুষ্ঠানে ক্যাপজেমিনির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা-ভুবনেশ্বরের স্থানীয় প্রধান শ্রী নির্মাল্য খান ও সংস্থার অন্যান্য সংশ্লিষ্ট কর্মীবৃন্দগন।
উপস্থিত বিশিষ্টজনেরা প্রত্যেকে আশাপ্রকাশ করেন, গুরুতর অসুস্থ কোভিড রোগীদের চিকিৎসায় এই কেন্দ্র ভীষণভাবে কাজে লাগবে।