16/01/2022
!
রবিবার মানেই আমাদের সাক্সেস স্টোরি শেয়ার করার দিন। আজকের স্টোরিগুলো আমার ব্যক্তিগতভাবে ভীষন প্রিয়। কেনো? বলি তবে।
এঁরা প্রত্যেকেই এনরোল করেছেন ডিসেম্বরের মাঝামাঝি। আমরা যারা ভাবছিলাম এখন ডায়েট প্ল্যান শুরু করে কি করবো..ক্রিসমাসে কেক খেতে পারবো না..ঘুরতে গিয়ে কিছু খেতে পারবোনা - তাদের মধ্যে থেকেই কয়েকজন ডিসাইড করেন..হেলদি ডায়েট স্টার্ট করার জন্য কোনো আইডিয়াল টাইম বলে কিছু হয়না। "সব মিটে যাক..তারপর ডায়েটের কথা ভাববো" - এই চিন্তাভাবনায় শুধু একটা জিনিসই হয়। ওজন বেড়ে যায় আরো কয়েক কেজি।
তাই ওনারা আমার উপর ভরসা করেন এবং ডিসেম্বরের পিক ফেস্টিভ সিজনে এনরোল করেন আমাদের সাথে। সবাই ক্রিসমাস সেলিব্রেট করেছেন..ঘুরতেও গেছেন। এবং তারপরও এই রেজাল্ট পেয়েছেন। আমি ভীষন খুশি।
তাহলে? The right time to start a good diet is today. হেলদি লাইফস্টাইল একটা অভ্যেস। রাতারাতি হয়না। কিন্তু আজ নয় একমাস পরে শুরু করলে আপনি যে কন্ডিশনে থাকতেন তার তুলনায় শুরুটা আজ করলে আপনি অনেক বেটার কন্ডিশনে থাকবেন ।
এবং লাস্টলি..ডায়েট মানে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া নয়। ডায়েট মানে সব খাবার খাওয়া এবং পরিমিত পরিমানে।
কাস্টোমাইজড প্ল্যানের জন্য ফোন/হোয়াটস্যাপে যোগাযোগ করুন 9123312748 নাম্বারে।