Your Health Matters

Your Health Matters Your Health Matters helps you to manage your Weight/Medical Condition with the help of well balanced homecooked customized diet plans.

Reach out to us to book a consultation.

 ! রবিবার মানেই আমাদের সাক্সেস স্টোরি শেয়ার করার দিন। আজকের স্টোরিগুলো আমার ব্যক্তিগতভাবে ভীষন প্রিয়। কেনো? বলি তবে। এঁর...
16/01/2022

!

রবিবার মানেই আমাদের সাক্সেস স্টোরি শেয়ার করার দিন। আজকের স্টোরিগুলো আমার ব্যক্তিগতভাবে ভীষন প্রিয়। কেনো? বলি তবে।

এঁরা প্রত্যেকেই এনরোল করেছেন ডিসেম্বরের মাঝামাঝি। আমরা যারা ভাবছিলাম এখন ডায়েট প্ল্যান শুরু করে কি করবো..ক্রিসমাসে কেক খেতে পারবো না..ঘুরতে গিয়ে কিছু খেতে পারবোনা - তাদের মধ্যে থেকেই কয়েকজন ডিসাইড করেন..হেলদি ডায়েট স্টার্ট করার জন্য কোনো আইডিয়াল টাইম বলে কিছু হয়না। "সব মিটে যাক..তারপর ডায়েটের কথা ভাববো" - এই চিন্তাভাবনায় শুধু একটা জিনিসই হয়। ওজন বেড়ে যায় আরো কয়েক কেজি।

তাই ওনারা আমার উপর ভরসা করেন এবং ডিসেম্বরের পিক ফেস্টিভ সিজনে এনরোল করেন আমাদের সাথে। সবাই ক্রিসমাস সেলিব্রেট করেছেন..ঘুরতেও গেছেন। এবং তারপরও এই রেজাল্ট পেয়েছেন। আমি ভীষন খুশি।

তাহলে? The right time to start a good diet is today. হেলদি লাইফস্টাইল একটা অভ্যেস। রাতারাতি হয়না। কিন্তু আজ নয় একমাস পরে শুরু করলে আপনি যে কন্ডিশনে থাকতেন তার তুলনায় শুরুটা আজ করলে আপনি অনেক বেটার কন্ডিশনে থাকবেন ।

এবং লাস্টলি..ডায়েট মানে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া নয়। ডায়েট মানে সব খাবার খাওয়া এবং পরিমিত পরিমানে।

কাস্টোমাইজড প্ল্যানের জন্য ফোন/হোয়াটস্যাপে যোগাযোগ করুন 9123312748 নাম্বারে।

    ❤️আজ ভাবলাম আপনাদের সাথে কয়েকটা টিপ শেয়ার করে যাই। এই টিপগুলো আপনাকে অবশ্যই হেল্প করবে নিজের ক্যালোরি ইনটেককে কন্ট্র...
11/01/2022



❤️

আজ ভাবলাম আপনাদের সাথে কয়েকটা টিপ শেয়ার করে যাই। এই টিপগুলো আপনাকে অবশ্যই হেল্প করবে নিজের ক্যালোরি ইনটেককে কন্ট্রোলে রাখতে।

১. সারাদিনে অন্তত তিন লিটার জল খান : আমাদের বডি ওয়েট হলো আমাদের মাসল মাস..ফ্যাট টিস্যু..বোন এবং ওয়াটার ওয়েটের যোগফল। মাসল এবং বোন খুবই জরুরি উপাদান আমাদের শরীরের। কিন্তু অতিরিক্ত ফ্যাট বা জল শরীরের ওজনকে বাড়ানো ছাড়া আর কোনো কাজ করেনা। আপনি যদি জল কম খান..সেক্ষেত্রে আপনার শরীর জল রিটেন করা শুরু করবে কারন শারীরবৃত্তীয় কাজের জন্য জল অত্যন্ত প্রয়োজনীয়। একবার ওয়াটার রিটেনশন শুরু হয়ে গেলে সেই সাইকেলকে ব্রেক করা খুব কঠিন। আপনি যদি ডায়েট প্রপারলি ফলো করেন..অথচ জল কম খান..আপনার ওজন কমবেনা। কারন ওয়াটার রিটেনশন। পর্যাপ্ত পরিমাণে জল খান। ঠিক যতটা আপনার শরীরের জন্য প্রয়োজন।

২. নেভার স্কিপ আ মিল : মেটাবলিজম হলো সেই প্রসেস যা আমাদের শরীরের অতিরিক্ত এনার্জিকে বার্ন করতে সাহায্য করে। খাবার আর মেটাবলিজমের সম্পর্কটা অনেকটা পেট্রল এবং গাড়ির মত। সময়ে সময়ে রিফিল করলে তবেই গাড়ি চলবে..নইলে আটকে যাবে। আপনি যদি একটি প্রপার রুটিন মেনটেন করেন এবং সময় মেনে খান..আপনার শরীর জ্বালানি পাবে এবং মেটাবলিজমও সঠিক হবে। আপনি ফ্যাট বার্ন করতে পারবেন।

৩. কম পরিমাণে বেশি বার খাবার খান : নিজের সারাদিনের খাওয়া দাওয়াকে কমপক্ষে পাঁচটি মিলে ভাগ করে খান। একবারে অনেকটা খেয়ে নিলে খাওয়ার পর রক্তে গ্লুকোজের স্পাইক অনেক বেশি হয়। আমাদের ইনসুলিন সর্বদা সতর্ক রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজকে একটি মেটাবলিক পাথওয়ের দ্বারা ইনসুলিন ফ্যাটে পরিবর্তন করে স্টোর করে ফেলে আমাদের শরীরের অ্যাডিপোজ টিস্যুতে। ফলস্বরূপ হেলদি খাবার খেয়েও ফ্যাট ডিপোজিট করে ফেলেন আপনি।

৪. বাড়িতেই রান্না করুন ডেলিকেসি : যে কোনো প্রিয় ডিশ বাইরে থেকে অর্ডার করার থেকে রান্না করুন বাড়িতেই। বাইরের যেকোনো ডিশকে অ্যাপিলিং বানানোর জন্য তাতে ফুড কালার..ফ্লেভার এনহ্যান্সার এবং আরো অনেক অজানা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় বিভিন্ন সস এবং এমএসজি। এই প্রতিটা জিনিসের কেমিক্যাল কম্পোজিশন যদি খুঁটিয়ে দেখেন..দেখবেন উপাদান হিসেবে সোডিয়ামের নাম জ্বলজ্বল করছে। সোডিয়াম আপনাকে মেরে ফেলবেনা। কিন্তু সোডিয়াম জলপ্রিয় মৌল। শরীরে জল রিটেন করতে এর জুড়ি মেলা ভার। এক প্লেট ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন আপনার ওজন এক কেজিও বাড়াতে পারে। বাড়িতে রান্না করলে আপনি রান্নায় ব্যবহৃত উপাদানগুলোর ব্যাপারে শিওর হতে পারেন। তাতে এই রিস্কটা কমে। এছাড়া আরেকটি কারণ আছে। সেটা সাইকোলজিক্যাল। কুকিং প্রসেসে নিজেকে যত ইনভলভ করবেন তত আপনার হাঙ্গার কমবে। অল্প খেয়েও আপনি স্যাশিয়েটেড ফিল করবেন।

৫. প্রতিটা মিলে অন্তত একটি হাই কোয়ালিটি প্রোটিন রাখুন : প্রোটিন সমৃদ্ধ খাবার খুব কম পরিমাণে খেলেও পেট ভরে যায়। ব্রেকফাস্টে রাখুন একটা গোটা ডিম..লাঞ্চে মাছ বা মাংস..ডিনারে পনির বা মাছ বা মাংস। পেট ভরবে এবং প্রোটিন হেল্প করবে মাসল বিল্ডিং এবং আপনার সেল রেজুভিনেশনেও।

আর কি! শুরু করে দিন তবে ❤️

©সূর্য্যানী

কাস্টোমাইজড প্ল্যানের জন্য যোগাযোগ করুন 9123312748 নাম্বারে।

 ! আমরা নিজেদের জার্নি শুরু করি ২০২১ জুনের মাঝামাঝি থেকে। আমাদের মূল উদ্দেশ্য ছিলো খাদ্যপ্রিয় বাঙালিরা যারা ডায়েটের নামে...
07/01/2022

!

আমরা নিজেদের জার্নি শুরু করি ২০২১ জুনের মাঝামাঝি থেকে। আমাদের মূল উদ্দেশ্য ছিলো খাদ্যপ্রিয় বাঙালিরা যারা ডায়েটের নামে ভয় পান এবং সেই কারনেই ওজন বা ফিটনেস সংক্রান্ত ব্যাপারে সমস্যায় পড়েন তাদের ডায়েটের ভয় কাটিয়ে শরীরের খেয়াল রাখতে আগ্রহী করে তোলা।

গত বছর অজস্র টেস্টিমোনিয়াল পেয়েছি। ২০২১ এর সেরা প্রাপ্তিগুলির মধ্যে এগুলোও থাকুক।

আমরা আপাতত ওজন বা মেটাবলিক কমপ্লিকেশনের উপর ডিপেন্ড করে তিনমাস এবং পাঁচমাসের প্যাকেজ অফার করছি।

এবং এই প্যাকেজের বেস্ট পার্ট হলো..এই তিন বা পাঁচমাস..তিনটে বা পাঁচটা ক্যালেন্ডার মান্থ নয়। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এই ডিউরেশনটা নিজেরা ডিসাইড করতে পারেন। এবং এখানেই আমাদের পার্থক্য অন্যান্য ফিটনেস এবং ডায়েট ক্লিনিকের সাথে।

আশা করি ২০২২ এ আরো ভালো রেজাল্ট এচিভ করতে পারবো আমরা ❤️

গত কয়েকদিন অসুস্থতার কারনে আমরা অনবোর্ডিং বন্ধ রেখে ছিলাম। জানুয়ারির স্লট আজ থেকে ওপেন হলো। কাস্টোমাইজড ডায়েট প্ল্যানের জন্য আমাদের ফোন/মেসেজ করুন 9123312748 নাম্বারে৷

  ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার পাঁচটি সহজ উপায়।
02/01/2022




ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার পাঁচটি সহজ উপায়।

সারা বিশ্বে ক্রমাগত বেড়ে চলেছে ডায়াবেটিসের সমস্যা। ডায়াবেটিসে ভোগা রোগীর সংখ্যা বেড়ে চললেও এই রোগটি সম্পর্ক...

  কোলকাতার শীতের রঙ। একটা প্লেটে একটা কমপ্লিট মিল। সঙ্গে একবাটি ঘন মুসুর ডাল খেলেই প্রোটিনের চিন্তাও আর করতে হবেনা ❤️শাক...
28/12/2021





কোলকাতার শীতের রঙ। একটা প্লেটে একটা কমপ্লিট মিল। সঙ্গে একবাটি ঘন মুসুর ডাল খেলেই প্রোটিনের চিন্তাও আর করতে হবেনা ❤️

শাক সবজি সবসময় ধুয়ে কাটতে হয়। এতে ওয়াটার সলিউবল ভিটামিনগুলোর লস কম হয়। এছাড়া কড়াই চাপা দিয়ে কম আঁচে রান্না করলে যেসব ভিটামিন হিট সেন্সিটিভ তাদেরও রান্নায় ধরে রাখা অপেক্ষাকৃত সহজ হয়। শাকসবজিরা ফাইবার সমৃদ্ধ এবং নেগেটিভ ক্যালোরির মাস্টার। ওজন নিয়ন্ত্রণে রাখতে জুড়ি মেলা ভার।

আলুর দোষ সবসময় ধরা ঠিক নয়। আলু কিন্তু পোটাশিয়ামের খনি। পোটাশিয়াম খুব প্রয়োজনীয় একটা মিনারেল যেটার আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কি সেই ভূমিকা - ওয়ান টু ওয়ান কনসাল্টেশনে বলে দেবো। এখানে লিখতে গেলে ইতিহাস লিখতে হবে।

যাই হোক..কাস্টোমাইজড ডায়েট প্ল্যানের জন্য মেসেজ/ফোন করুন 9123312748 নাম্বারে।

 ! নতুন বছর এসেই গেলো প্রায়..সঙ্গে নতুন "আমি"-কে খোঁজারও সময় হলো আবার। গত চার পাঁচবছর ধরে প্রতি জানুয়ারিতে রেজলিউশন নিয়ে...
26/12/2021

!

নতুন বছর এসেই গেলো প্রায়..সঙ্গে নতুন "আমি"-কে খোঁজারও সময় হলো আবার। গত চার পাঁচবছর ধরে প্রতি জানুয়ারিতে রেজলিউশন নিয়েছেন কিন্তু হেকটিক শিডিউলের চক্করে জিমের ইয়ারলি প্ল্যানটার জন্য পে করেও গিয়ে উঠতে পারেননি..অথবা বোরিং ডায়েট প্ল্যানের অত্যাচারে কোনোমতে একমাস ফলো করেই বাধ্য হয়েছেন প্ল্যান ফলো করা ছাড়তে? ওয়েল! ওজন কমানো বা মেটাবলিক ডিস অর্ডার রিভার্স করা আর ততটাও কমপ্লিকেটেড নয়।

এর নতুন বছরের বুকিং শুরু হচ্ছে আজ থেকে। যেহেতু ইতিমধ্যেই আমরা জানুয়ারির জন্য প্রচুর স্লট অকুপাই করতে বাধ্য হয়েছি..তাই আগামী সাতদিন আমরা শুধুমাত্র সেই এনরোলমেন্টগুলোই করবো যারা নিজেদের " নিউ ইয়ার নিউ মি" রেজলিউশন সেকেন্ড জানুয়ারি থেকে শুরু করছেন।

ডিসেম্বরে ব্যক্তিগত অসুবিধার জন্য খুব কম মানুষকে অনবোর্ড করতে পেরেছি। তাই যারা পিং করেছিলেন তাদের অনুরোধ করবো আরেকবার ইনবক্সে হানা দিতে বা আমাদের কল করতে। এছাড়া..স্লট সংখ্যা সীমিত। তাই..শিগগিরই 🙂

কন্সালটেশন এবং এনরোলমেন্টের জন্য ফোন করুন 9123312748 নাম্বারে।

সঙ্গে রেখে গেলাম কিছু টেস্টিমোনিয়াল ❤️❤️

 অগাস্ট আঠেরো থেকে অক্টোবর পঁচিশের জার্নি। 83.8Kgs থেকে 76Kgs. আমি ওয়েট গেন করা শুরু করি ২০১৮ এর শেষ থেকে। অনিয়মিত লাইফস...
16/11/2021



অগাস্ট আঠেরো থেকে অক্টোবর পঁচিশের জার্নি। 83.8Kgs থেকে 76Kgs.

আমি ওয়েট গেন করা শুরু করি ২০১৮ এর শেষ থেকে। অনিয়মিত লাইফস্টাইল..স্ট্রেস..আর অবশ্যই হরমোনাল ইমব্যালেন্স ছিলো এর কারনগুলোর মধ্যে মেন।

২০২০ এর মাঝামাঝি থেকে ২০২১ এর অর্ধেকেরও বেশি সময় নিজের দিকে তাকাতে পারতাম না। পছন্দের ড্রেস পরা ছেড়ে দিয়েছিলাম। সোশ্যাল মিডিয়ায় চার বছর আগের ফোটো আপডেট করতাম আর গ্রুপ ফোটো তোলার হলেই সবার পিছনে দাঁড়িয়ে ভুঁড়ি লুকোনোর চেষ্টা করতাম।

ফিজিক্যাল এপিয়ারেন্সের কথা তো নাহয় বাদ দিলাম। কিন্তু যে আমি এককালে পাঁচ কিলোমিটার একঘন্টায় হাঁটতাম..সেই আমি পাঁচশো মিটার হাঁটতে গেলেও মনে হতো হাওয়ায় অক্সিজেন কম পড়ছে। এছাড়া হরমোনাল ইমব্যালেন্স আমার মুড..ইটিং প্যাটার্ন..স্লিপ প্যাটার্ন এবং জেনিটাল হেলথেরও বারোটা বাজিয়ে দিচ্ছিলো।

ভিসার মেডিক্যাল করাতে যাওয়ার সময় জীবনের সবচেয়ে বড় শকটা পাই। ওজন চুরাশি কেজির কাছাকাছি। বাড়ি এসে বেস্ট ফ্রেন্ডকেও বলতে পারিনি লজ্জায়।

গত অগাস্টে বন্ধুর বিয়ে ছিলো। সেখানে একটি গ্রুপ ফোটোতে নিজেকে দেখে চটকা ভাঙলো। মনে হলো Slowly I am poisoning myself. তখনই ভাবলাম..জন্মদিনে নিজেকে গিফট করার জন্য সবচেয়ে বেস্ট অপশন হলো A Healthier Version of me.

অগাস্ট থেকে অক্টোবর..নিজের প্রতি খেয়াল রেখে আপাতত এখানে এসে পৌঁছেছি। কি করেছি আমি? আপনাদের যা প্রিচ করেছি..তাইই প্র‍্যাকটিস করেছি। আমার টার্গেট ওয়েট 65kgs. আশা করছি জানুয়ারি অবধি পৌঁছেই যাবো। কি বলেন?

আমার ওয়েটলস কার্ভ দেখলে বুঝবেন অনেকটাই স্লো। কিন্তু তার কারন হলো আমি শুধু ফ্যাট লসে ফোকাস করিনি। সাইমাল্টেনিয়াসলি ফোকাস করেছি মাসল বিল্ডিংয়েও।

এবং আমি ভালো আছি।

কাস্টোমাইজড ডায়েট প্ল্যানের জন্য এখুনি যোগাযোগ করুন 9123312748 নাম্বারে।

 ! ফেস্টিভ সিজন শেষ। পুজোর এই সময়টায় আমরা আমাদের কোনো রকস্টারকে কোনো রেস্ট্রিকশনে রাখিনি। আমি শুধু বলেছিলাম..যা খেতে ইচ্...
09/11/2021

!

ফেস্টিভ সিজন শেষ। পুজোর এই সময়টায় আমরা আমাদের কোনো রকস্টারকে কোনো রেস্ট্রিকশনে রাখিনি। আমি শুধু বলেছিলাম..যা খেতে ইচ্ছে হবে খাবে..কিন্তু নির্ধারিত কোয়ান্টিটিতে। আমাদের রকস্টাররা পুজো জমিয়ে এনজয় করেছে..ঘুরতে গেছে এবং স্টিল পুজোর পরে তাদের থেকে যা আপডেট পেয়েছি তা দিল গার্ডেন গার্ডেন করে দেওয়ার জন্য যথেষ্ট।

ভালো ডায়েট কোনো রেস্ট্রিকশন নয়। এটা একটা হ্যাবিট। আপনিও যদি ওজন বৃদ্ধিজনিত সমস্যায় ভোগেন..ক্রনিক লাইফস্টাইল ডিস অর্ডার যদি আপনারও লাইফকে রেস্ট্রিকটেড করে রাখে তাহলে এখনই কাস্টোমাইজড ডায়েট প্ল্যান পেতে যোগাযোগ করুন 9123312748 নাম্বার এ অথবা পিং করুন ইনবক্সে।

এখনো অবধি পাওয়া সেরা কমপ্লিমেন্ট ❤️কাস্টোমাইজড প্ল্যানের জন্য যোগাযোগ করুন Srijita Bhattacharyya এর সাথে। ডিসকাউন্ট ভ্যা...
06/10/2021

এখনো অবধি পাওয়া সেরা কমপ্লিমেন্ট ❤️

কাস্টোমাইজড প্ল্যানের জন্য যোগাযোগ করুন Srijita Bhattacharyya এর সাথে। ডিসকাউন্ট ভ্যালিড কিন্তু আগামী রবিবার পর্যন্তই ❤️

Reach out to us on 9123312748.

 ! একটা দিনকে সুন্দর করতে এই মেসেজগুলোর জুড়ি মেলা ভার। যারা যারা ওজন বৃদ্ধিজনিত কারণে বিভিন্ন মেডিক্যাল কমপ্লিকেশনের শিক...
03/10/2021

!

একটা দিনকে সুন্দর করতে এই মেসেজগুলোর জুড়ি মেলা ভার।

যারা যারা ওজন বৃদ্ধিজনিত কারণে বিভিন্ন মেডিক্যাল কমপ্লিকেশনের শিকার হচ্ছেন বা হয়েছেন কিন্তু আজ নয় কাল করে ডায়েট বা ওয়ার্ক আউট স্টার্ট করতে পেরে উঠছেন না..তাদের বলি.."বি স্ট্রংগার দ্যান ইয়োর স্ট্রংগেস্ট এক্সকিউজ"। আপনিও পারবেন।

কাস্টোমাইজড প্ল্যানের জন্য যোগাযোগ করুন Srijita Bhattacharyya এর সাথে ❤️

Reach out to us on 9123312748.

ডায়েট - কথাটা শুনলেই সবার মনে একটা বিভীষিকা কাজ করে। এই বোধহয় সব ভাত রুটি ছেড়ে পেটে কিল মেরে কাটাতে হবে। এই বুঝি শুধুমাত...
15/09/2021

ডায়েট - কথাটা শুনলেই সবার মনে একটা বিভীষিকা কাজ করে। এই বোধহয় সব ভাত রুটি ছেড়ে পেটে কিল মেরে কাটাতে হবে। এই বুঝি শুধুমাত্র প্রোটিন রিচ মিল আর দামী দামী ফল খাওয়ার চক্করে পকেট ফুটো হবে। কিন্তু বাস্তবে ডায়েট মানে তাই নয়! আপনি যা খান..তা-ই আপনার ডায়েট। বাড়িতে বানানো যেকোনো খাবার পরিমিত ভাবে খেয়ে আপনি যে শুধু ওজনই কমাতে পারেন..তা নয়..উপরন্তু আপনি আটকাতে পারেন যে কোনো লাইফস্টাইল ডিজঅর্ডারকেও।

উপরি পাওনা হলো..হেলদি স্কিন..গ্ল্যামারাস হেয়ার!

আজকে যে ছবি গুলো দেখছেন..এগুলো আমাদের এক রকস্টারের প্লেট। যে হেলদি থাকার জন্য ওটস..স্যালাড আর গ্রিনটি খাওয়ার ইন্টারনেট ট্রেন্ড নয়..Your_Health_Matters! কে বেছেছে।

কাস্টোমাইজড ডায়েট প্ল্যানের জন্য আজই যোগাযোগ করুন Srijita Bhattacharyya এর সাথে।

Reach out to us on 9123312748

 ! পুজো আসতে আর ঠিক তিরিশদিন। আর তার আগেই আমাদের রকস্টার অনুরাধা কমিয়ে ফেলেছে 6.5Kgs ওজন। তাও মাত্র পঁয়তাল্লিশ দিনে। আপন...
13/09/2021

!

পুজো আসতে আর ঠিক তিরিশদিন। আর তার আগেই আমাদের রকস্টার অনুরাধা কমিয়ে ফেলেছে 6.5Kgs ওজন। তাও মাত্র পঁয়তাল্লিশ দিনে।

আপনি কোথায়? আমরা খুঁজছি আমাদের পরবর্তী রকস্টারকে।

যদি আপনিও পুজোর আগে ক্রমবর্ধমান কোমর..ফিটনেসের অভাব..আর ডাল স্কিন/হেয়ারফলের অত্যাচারে জেরবার হয়ে থাকেন..তাহলে দেরি না করে এক্ষুনি ইনবক্স করুন ❤️

Address

Kolkata

Telephone

+19123312748

Website

Alerts

Be the first to know and let us send you an email when Your Health Matters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category