06/09/2025
গত 5/09/2025 তারিখে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের ইনস্টিটিউটে শিক্ষক দিবস অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে বিগত 5 ও 6ই জুলাই নদীয়া জেলায় World Fitness Federation of Yogasana Sports এর পরিচালনায় সারা বাংলা যোগাসন প্রতিযোগিতাটি হয়েছিল তাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যেসব প্রতিযোগীরা 1 থেকে 10 এর মধ্যে যোগার বিভিন্ন বিভাগে সাফল্য অর্জন করেন তাদেরকে ও তাদের কোচদেরকে এবং ইনস্টিটিউটের সকল টিচারদেরকে যোগ প্রশিক্ষকের প্রশিক্ষক হিসেবে বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ইনস্টিটিউটের সকল সিনিয়র ও জুনিয়র স্টুডেন্টরা ও সাথে ইনস্টিটিউটে মেম্বারদের নিয়ে নাচ গান ও যোগা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষক দিবস অনুষ্ঠানটি উদযাপন করা হয়। এক কথায় বলা যায় এবারের সমগ্র অনুষ্ঠানটি ছিল আলাদা রকম সৌন্দর্য। এইজন্য আমার সকল ছাত্র-ছাত্রীদের জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য।