08/11/2025
গত বছর পুরুলিয়ার মতন এবছরেও অন্বেষা কলকাতার তরফে শিশু এবং মায়েদের জন্য বীরভূমের শান্তিনিকেতনে একটা শিক্ষা মূলক ভ্রমণের আয়োজন করা হয় নভেম্বর মাসের তিন তারিখ থেকে ৬ তারিখ অবধি।
শান্তিকুঞ্জ নামে একটি গেস্ট হাউজের বড় হলঘরে মায়েদের জন্য দুদিন ব্যপী কর্মশালা নেওয়া হয় বিভিন্ন বিষয়ের উপর। যেমন - মা এবং সন্তানের সম্পর্ক, আবেগকে বুঝতে পারা এবং নিয়ন্ত্রণ করা, সন্তানের প্রয়োজন এবং বাধা সংক্রান্ত চ্যালেঞ্জ, নিজের শক্তি এবং দুর্বলতা প্রভৃতি ।
রিসোর্স ব্যক্তি হিসাবে আমাদের সঙ্গে ছিলেন শ্রীমতী কুহু দাস, যিনি প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের অধিকার বিশেষ করে প্রতিবন্ধী মহিলাদের জন্য দীর্ঘদিন ধরে যুক্ত । উপরিল্লিখিত বিষয়গুলি খুব সহজ ভাবে প্রান্তিক এলাকায় থাকা আমাদের শিশুর মায়েদের সুন্দর করে বুঝিয়ে দিলেন।
সেই কাজের কিছু অংশ ভিডিওতে রেকর্ড করা হয়েছিল, সেটা এখানে শেয়ার করছি।