14/10/2023
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যালোপ্যাথিক চিকিৎসকদের একাংশ কটাক্ষ করে বলেন, ‘হোমিওপ্যাথিক ওষুধ আবার ওষুধ নাকি! ও তো জল!’ সেই কটাক্ষের বিজ্ঞানসম্মত জবাব খুঁজতে এবার গবেষণায় নামছে দেশের অন্যতম সেরা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান খড়্গপুর আইআইটি। হোমিওপ্যাথিক ওষুধের কী কী গুণ, কীভাবে সেই ওষুধ কাজ করে ইত্যাদি প্রশ্নের উত্তর সন্ধান করবেন আইআইটির গবেষকরা। কিছুদিন আগেই সল্টলেকে হোমিওপ্যাথির জাতীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির (এনআইএইচ) সঙ্গে এ সংক্রান্ত চুক্তি হয়েছে খড়্গপুর আইআইটির। এনআইএইচ সূত্রের দাবি, এই গবেষণা সফল হলে এই প্রথম হোমিওপ্যাথিক ওষুধ কাজ করার বিজ্ঞান প্রতিষ্ঠিত হতে পারে। শুক্রবার এ বিষয়ে এনআইএইচ অধিকর্তা ডাঃ সুভাষ সিং বলেন, ‘হোমিওপ্যাথিক ওষুধ কীভাবে কাজ করে, শরীরের কোন কোন অংশে কাজ করে এবং ন্যানো পার্টিক্যাল বা অণু-পরমাণু পর্যায়ে কীভাবে কাজ করে—এই তিনটি বিষয়ের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়াই আমাদের লক্ষ্য।’ সূত্রের খবর, বর্তমানে সল্টলেকে হোমিওপ্যাথির এই জাতীয় প্রতিষ্ঠানে রোজ প্রায় তিন হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তাই প্রয়োজনে খড়গপুর আইআইটির গবেষকরা সল্টলেকে এসেই গবেষণা করবেন। পাশাপাশি, যেখানে যেখানে যন্ত্রনির্ভর গবেষণার প্রয়োজন হবে, সেখানে এনআইএইচ-এর গবেষকরা যাবেন আইআইটিতে।