05/11/2025
শীতকালীন ডিটক্স -
উপকরণ:
১ কাপ জল
১টা গ্রিন টি ব্যাগ
১ টুকরো দারুচিনি
২টা লবঙ্গ
প্রণালী:
সবকিছু ফুটিয়ে নিন, ছেঁকে গরম গরম পান করুন।
উপকারিতা:
👉 অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর
👉 ফ্যাট মেটাবলিজম বাড়ায়
👉 গলা ও শরীর গরম রাখে
⚠️ যে ক্ষেত্রে সাবধান থাকতে হবে
1. প্লাস্টিক বা নাইলন টি ব্যাগ:
অনেক কমদামী বা অজানা ব্র্যান্ডের টি ব্যাগে প্লাস্টিক ফাইবার ব্যবহার হয় (যেমন নাইলন, PET)। গরম পানি পড়লে এগুলো থেকে মাইক্রোপ্লাস্টিক বের হতে পারে, যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর।
🔹 সমাধান: কাগজ বা বায়োডিগ্রেডেবল ব্যাগ ব্যবহার করা ব্র্যান্ড বেছে নিন (যেমন “Plastic-free” বা “Compostable” লেখা থাকে)।