27/09/2025
নদীয়া জেলায় একটি অনভিপ্রেত ও নিন্দনীয় ঘটনা ঘটেছে।কর্তব্যরত একজন সরকারি স্বাস্থ্য আধিকারিকের উপর কে বা কারা হামলা করেন এবং সেই স্বাস্থ্য আধিকারিকের অভিযোগের ভিত্তিতে একটি এফ আই আর রুজু হয়।আইন আইনের পথে চলবে এবং যিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন তিনি শীঘ্রই গ্রেফতার হবেন আশা রেখেও এটা বলতেই হয় যে ঘটনা ঘটার দু'ঘন্টার মধ্যে সরকারের তরফের প্রতিক্রিয়ায়,নিগৃহীত আধিকারিকের বয়ান অনুসারে, অভিযুক্ত সিনিয়র একজন আধিকারিককে ছুটিতে পাঠানো হয় এবং তার স্থলে অপর একজনকে জেলার দায়িত্ব দেওয়া হয়।
রামের ছোটভাই বামেরা এ নিয়ে ঘোলা জলে রাজনীতির মাছ ধরতে আসার আগেই জানিয়ে দিই কর্মরত অবস্থায় নিগৃহীত আধিকারিকের অভিযোগের ভিত্তিতে পুজোর ছুটির দিনে ঘন্টা দুয়েকের মধ্যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যদপ্তর যে দ্রুততার সাথে কোন রাজনৈতিক রঙ না দেখে অ্যাকশন নিয়েছে,তার উদাহরণ অতীতের কালো ৩৪ বছরে একটিও মিলবে না,কারণ সেই সময় লোকাল কমিটির সার্টিফিকেট লাগতো- অভিযোগকারী আর অভিযুক্ত কোন দলের সমর্থক নিশ্চিত হতে,সেটা মনমতো না হলে- কোন প্রতিক্রিয়া হতো না।
সরকারের এই সদর্থক ভূমিকার আমরা দ্ব্যর্থহীন ভাষায় সমর্থন করি এবং দাবি রাখি পুলিশি তদন্তের সাথে সাথে বিভাগীয় তদন্ত করে দোষীর/দের যোগ্য শাস্তি বিধান করতে হবে। আইনের উপর,তাদের প্রহরীর উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।যেন এমন নিন্দনীয় ঘটনা আর না হয়-তার দায়িত্ব আমাদের প্রত্যেকের।
জয় বাংলা।
long live PHA.. 🙏