20/11/2025
ন্যাশনাল ফার্মাসি উইক উপলক্ষে আমাদের সংগঠন থেকে ২১ শে নভেম্বর,২০২৫,কৃষ্ণনগর রবীন্দ্রভবনে মূল অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন আমাদের সভানেত্রী ডাক্তার শশী পাঁজা- তার পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—সকল প্রান্তে এক সপ্তাহব্যাপী নানান ধরনের স্বাস্থ্য-জনকল্যাণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
ফার্মাসি পেশার মূল লক্ষ্য—নিরাপদ ও সঠিক ওষুধ ব্যবহারের প্রচার, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, এবং সমাজের প্রতি দায়বদ্ধতা—এগুলোকে সামনে রেখে প্রতিটি বিভাগ ও ইউনিট সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে—
স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প
ওষুধ ব্যবহারের সঠিক নির্দেশনা সম্পর্কিত পরামর্শ
Health talk ও essay কম্পেটিশন। ড্রয়িং কম্পেটিশন NPW এর স্লোগান এর উপর।
রোগ প্রতিরোধ ও প্রিভেনটিভ হেলথ সংক্রান্ত প্রচার
ক্যাম্পাস ক্লিনিক্যাল অ্যাকটিভিটি এবং অন্যান্য সামাজিক উদ্যোগ
আমাদের ফার্মাসি ছাত্রছাত্রী, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত উদ্যোগে প্রতিদিনই নতুন নতুন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। দিনের পর দিন বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই কাজগুলি আমরা ছবি ও তথ্যসহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছি, যাতে সমাজ জানতে পারে ফার্মাসি পেশার বাস্তব অবদান এবং মানবসেবার চেতনা।
ন্যাশনাল ফার্মাসি উইক শুধু উদযাপন নয়—এ এক প্রতিশ্রুতি, সুস্বাস্থ্যের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।
জয় বাংলা
🏵️🏵️
Long live PHA.. 🙏