Progressive Health Association

Progressive Health Association Progressive Health Association

মাননীয়া মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এবং PHA এর সভানেত্রী ডাঃ শশী পাঁজা মহাশয়ার শুভকামনাকে পাথেয় করে,PHA বর্ধমান মেডিকেল কল...
14/12/2025

মাননীয়া মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এবং PHA এর সভানেত্রী ডাঃ শশী পাঁজা মহাশয়ার শুভকামনাকে পাথেয় করে,PHA বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল ইউনিটের উদ্যোগে , ডাঃ সুব্রত সেন মহাশয়ের নেতৃত্বে এবং পূর্ব বর্ধমান জেলা PHA এর সক্রিয় সহযোগিতায় স্থানীয় বিধায়ক শ্রী খোকন দাস এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে মেডিকেল ক্যাম্প সফল ভাবে সম্পন্ন হলো।

জয় বাংলা।

Long live PHA..🙏🙏

আজ সংগঠনের সভানেত্রী ডাক্তার শশী পাঁজার নেতৃত্বে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের সাংগঠন...
12/12/2025

আজ সংগঠনের সভানেত্রী ডাক্তার শশী পাঁজার নেতৃত্বে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

মেডিক্যাল কলেজ কমিটির সদস্যরাসহ এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদিকা ডাক্তার করবী বড়াল, ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত, মহুয়া মাইতি,সোনালি মুখার্জি। আয়োজনে ছিলেন রাজ্য কমিটির আর একজন সদস্যা গীতা দাস(ভট্টাচার্য)। সাংগঠনিক অগ্রগতি নিয়ে এই সভায় বিস্তারিত আলোচনা হয়।

আজকের প্রতিদিনে।Long Live PHA Long Live CHAজয় বাংলা..💚
08/12/2025

আজকের প্রতিদিনে।

Long Live PHA

Long Live CHA

জয় বাংলা..💚

আজ প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ঐতিহাসিক CHA Convention... 💚রাজ্যের ইতিহাসে সর্বপ্রথম এহেন কনভেনশন...
07/12/2025

আজ প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ঐতিহাসিক CHA Convention... 💚

রাজ্যের ইতিহাসে সর্বপ্রথম এহেন কনভেনশনে সশরীরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও সংগঠনের সভানেত্রী ডাক্তার শশী পাঁজা।উপস্থিত ছিলেন সম্পাদিকা করবী বড়ালসহ রাজ্য ও জেলা কমিটির পদাধিকারীরা।

স্থানীয় বিধায়ক এবং সংগঠনের সহসভাপতি ডাক্তার রাণা চ্যাটার্জি ছিলেন মুখ্য উদ্যোক্তাদের মধ্যে একজন। এছাড়া ডিজিটাল হেড ডাক্তার পূজা মৈত্র, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডাক্তার নির্ভীক ঘোষ,রুমা দাস ছিলেন মুখ্য আয়োজক।

সহস্রাধিক CHA দের সম্মেলনে প্রেক্ষাগৃহের নীল রঙের চেয়ারগুলি হলুদ ইউনিফর্মের স্ত্রোতে ভেসে গিয়েছিল।

CHA দের কাজকর্ম এবং সাংগঠনিক দাবিদাওয়া নিয়ে এই কনভেনশনে আজ বিস্তারিত আলোচনা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।
জয় বাংলা।
Long live PHA... 🙏

কলকাতা মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত আয়ুষকন ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল,১৯ শে নভেম্বর,২০২৫ এ। ইউনানি ডাক্তারবাবুদের দ্বার...
02/12/2025

কলকাতা মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত আয়ুষকন ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল,১৯ শে নভেম্বর,২০২৫ এ।

ইউনানি ডাক্তারবাবুদের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন PHA-র সম্পাদিকা প্রফেসর ডাক্তার করবি বড়াল ও স্টেট কমিটির ডাক্তার দানিশ জাফর এবং ডাক্তার আখতার পারভেজ।

জয় বাংলা।

প্রকাশিত হল প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের হুগলি জেলা কমিটি। জয় বাংলা। Long live PHA... 🙏
02/12/2025

প্রকাশিত হল প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের হুগলি জেলা কমিটি।

জয় বাংলা।

Long live PHA... 🙏

29/11/2025

তেলিডি ও সাতসিমুলিয়া গ্রাম (পুরুলিয়া -1 ব্লকের অন্তর্গত )কংসাবতী নদী পেরিয়ে যেতে হয়, কারণ ইট ভাটা ও আসমাপ্ত রাস্তা র কারণে জমি র পথ দিয়ে বাইক ছাড়া অন্য যানবাহন সাধারণত যেতে পারে না, কিন্তু মোবাইল মেডিকেল ইউনিট নদী পেরিয়ে এই প্রধান ভুখন্ড থেকে বিচ্ছিন্ন জায়গায় পৌছে গেছে এবং পৌছে দিয়েছে স্বাস্থ্য পরিষেবা.
ভ্রাম্যামান চিকিৎসালয়ের সার্থকতা এখানেই l

রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

জয় বাংলা।

প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের বসিরহাট স্বাস্থ্যজেলা কমিটির উদ্যোগে একটি সাংগঠনিক মিটিং আজ অনুষ্ঠিত হয়।ভার্চুয়াল মোডে এই...
28/11/2025

প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের বসিরহাট স্বাস্থ্যজেলা কমিটির উদ্যোগে একটি সাংগঠনিক মিটিং আজ অনুষ্ঠিত হয়।ভার্চুয়াল মোডে এই মিটিং এড্রেস করেন সংগঠনের সম্পাদিকা প্রফেসর ডাক্তার করবি বড়াল,বিধায়ক ও সংগঠনের অ্যাডভাইসর ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি। সশরীরে উপস্থিত ছিলেন সংগঠনের ডিজিটাল হেড ডাক্তার পূজা মৈত্র,ডাক্তার শ্যামল মুখার্জি,ডাক্তার সৌমিক সেন,গীতা মুখার্জি,সোনালি মুখার্জি,রুমা দাস,ডাক্তার অরিন্দম সাহা,গয়ারাম নস্কর ও আয়োজক শ্রী কৌশিক পাল।

।সমস্ত শ্রেণির ক্যাডারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই তিন ঘন্টাব্যাপী দীর্ঘ আলোচনা সভা সাফল্যমণ্ডিত হয়৷

জয় বাংলা।

Long Live PHA.. 🙏

CHA ক্যাডারের ইতিহাসে এই প্রথমবার প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশন আয়োজন করছে কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্ট ক্যাডারের একটি ক্য...
27/11/2025

CHA ক্যাডারের ইতিহাসে এই প্রথমবার প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশন আয়োজন করছে কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্ট ক্যাডারের একটি ক্যাডার ভিত্তিক কনভেনশন,আমাদের সভানেত্রী ডাক্তার শশী পাঁজার নির্দেশে।রাজ্যজুড়ে আমাদের আট হাজারেরও বেশি CHA সদস্যা রয়েছেন।তাদের কাজ, অ্যাচিভমেন্ট,চাওয়া,পাওয়া,দাবি সমস্তটা নিয়েই ৭ই ডিসেম্বর ২০২৫,হাওড়া বালি রবীন্দ্রভবনের প্রেক্ষাগৃহ ভরে উঠবে কানায় কানায়।

জয় বাংলা।

Long Live PHA.. 🙏

৬৪ তম ন্যাশনাল ফার্মাসি উইক উপলক্ষে প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী,রাজ্যে...
21/11/2025

৬৪ তম ন্যাশনাল ফার্মাসি উইক উপলক্ষে প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী,রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাঁজা।এছাড়াও সংগঠনের সম্পাদিকা ডাক্তার করবি বড়াল,ভাইস প্রেসিডেন্ট ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত, নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর,মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রঞ্জিত কুমার দাস সহ রাজ্য ও জেলা কমিটির সদস্যরা। স্টেট ডিজিটাল হেড ডাক্তার পূজা মৈত্র, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডাক্তার নির্ভীক ঘোষ,অরূপ সরকার,সাথী বিশ্বাস ও রুমা দাস ছিলেন আয়োজক কমিটির নেতৃত্বে।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফার্মাসিস্ট ও নদীয়া জেলার সংগঠনের সদস্যরা মিলিতভাবে যে জমায়েত করেছিলেন তাতে রবীন্দ্রভবনের ভিতরের তুললায় বাইরে দ্বিগুণ ভিড় ছিল। বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয় ফার্মাসিস্টদের, অবসরপ্রাপ্ত ফার্মাসিস্টদের ও ফার্মাসি স্টুডেন্টদের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ও আদর্শে ভরসা রেখে দুর্বারগতিতে এগিয়ে চলাই আমাদের কাজ আর আমাদের কান্ডারী আমাদের সভানেত্রী।

জয় বাংলা।

Long live PHA.. 🙏

ন্যাশনাল ফার্মাসি উইক উপলক্ষে আমাদের সংগঠন থেকে ২১ শে নভেম্বর,২০২৫,কৃষ্ণনগর রবীন্দ্রভবনে মূল অনুষ্ঠান যেখানে উপস্থিত থাক...
20/11/2025

ন্যাশনাল ফার্মাসি উইক উপলক্ষে আমাদের সংগঠন থেকে ২১ শে নভেম্বর,২০২৫,কৃষ্ণনগর রবীন্দ্রভবনে মূল অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন আমাদের সভানেত্রী ডাক্তার শশী পাঁজা- তার পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—সকল প্রান্তে এক সপ্তাহব্যাপী নানান ধরনের স্বাস্থ্য-জনকল্যাণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

ফার্মাসি পেশার মূল লক্ষ্য—নিরাপদ ও সঠিক ওষুধ ব্যবহারের প্রচার, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, এবং সমাজের প্রতি দায়বদ্ধতা—এগুলোকে সামনে রেখে প্রতিটি বিভাগ ও ইউনিট সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে—

স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প

ওষুধ ব্যবহারের সঠিক নির্দেশনা সম্পর্কিত পরামর্শ

Health talk ও essay কম্পেটিশন। ড্রয়িং কম্পেটিশন NPW এর স্লোগান এর উপর।

রোগ প্রতিরোধ ও প্রিভেনটিভ হেলথ সংক্রান্ত প্রচার

ক্যাম্পাস ক্লিনিক্যাল অ্যাকটিভিটি এবং অন্যান্য সামাজিক উদ্যোগ

আমাদের ফার্মাসি ছাত্রছাত্রী, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত উদ্যোগে প্রতিদিনই নতুন নতুন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। দিনের পর দিন বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই কাজগুলি আমরা ছবি ও তথ্যসহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছি, যাতে সমাজ জানতে পারে ফার্মাসি পেশার বাস্তব অবদান এবং মানবসেবার চেতনা।

ন্যাশনাল ফার্মাসি উইক শুধু উদযাপন নয়—এ এক প্রতিশ্রুতি, সুস্বাস্থ্যের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।
জয় বাংলা
🏵️🏵️

Long live PHA.. 🙏

আজকের জাগো বাংলায়।
19/11/2025

আজকের জাগো বাংলায়।

Address

Girish Park Kolkata
Kolkata
700006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Progressive Health Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram